![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইরানের সর্ব আলোচিত পরমাণুবিজ্ঞানী শেহরাম আমিরিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। তার পরিবার এমনটাই দাবি করেছে। রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।শেহরাম আমিরি ২০১০ সাল থেকে বন্দি ছিলেন। তার মায়ের ভাষ্য অনুযায়ী শেহরামের লাশ তাদের কাছে পাঠানো হয়েছে। তার ঘাড়ের চারদিকে রশির দাগ আছে। এতে দৃশ্যমান হয় যে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। শেহরামের পরিবার জানিয়েছেন শাহরামের লাশ দাফন করা হয়েছে।
শেহরাম আমিরি গত ২০১০ সাল থেকে ইরানের একটি জেল খানায় আটক ছিলেন। তার মা জানিয়েছেন আমিরির লাশ তার বাসস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেছেন তার লাশের গলায় দড়ির দাগ পাওয়া গেছে যা দেখে ধারণা করা হচ্ছে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তারপর তাকে কবরস্থ করা হয়।
যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসার পর আমিরিকে গোপন একটি স্থানে আটকে রাখা হয়েছিল। আমিরি দাবি করেছিলেন সিআইএ জোর করে তাকে আটক রেখেছিল যুক্তরাষ্ট্রে। অন্যদিকে অপর এক তথ্যে জানা যায় আমিরি ইরানের পরমাণু কেন্দ্রগুলো সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন।১৯৭৭ সালে জন্ম নেওয়া আমিরি ২০০৯ সালে মক্কায় হজ্জ পালনের উদ্দেশ্যে যাওয়ার পর নিখোঁজ হন। প্রায় এক বছর পর তাকে যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। শেহরাম আমিরি জানান মক্কা থেকে জোর করে সিআইএ তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় এবং ইরানের পরমাণু বিষয়ক গোপন তথ্য পেতে তারা আমিরিকে মানসিক ভাবে চাপ প্রয়োগ করে।যুক্তরাষ্ট্রে তার এক ভিডিও রেকর্ডিং-এ তিনি বলেছিলেন । তার ভাষ্য ছিল তারা আমাকে একটি ঘরের ভিতর নিয়ে যায়,কিন্তু সে ঘরটি বা স্থানটি কোথায় ছিল আমি জানি না। তারা আমাকে অ্যানস্থেটিক ইনজেকশন দেয়। অপর এক ভিডিওতে তিনি বলেন আমি তাদের সিআইএ কাছ থেকে পালিয়ে এসেছি।
২০১০ সালে তিনি তেহরানে ফেরত আসেন।
সূত্র : বিবিসি
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৯
হাকিম৩ বলেছেন: দেখা যাক এর পর আরও বিস্তারিত তথ্য জানা যায় কি না । মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
২| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০০
ভাম_বেড়াল বলেছেন: আনেকে কিন্তু বলে যে সৌদি আরবের রাজারাই নাকি সিআইএ এর এজেন্ট। না হলে ইসলামে রাজতন্ত্র না থাকা সত্তেও তারা ব্লাডলাইন বেইসড রাজতন্ত্র বসায়া রাখছে ক্যাম্নে?
০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৪
হাকিম৩ বলেছেন: প্রমান সারা কোন কিছুই বলা ঠিক না ভাই ।
৩| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৮
মহা সমন্বয় বলেছেন: উহহ দুঃখজনক।
০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৫
হাকিম৩ বলেছেন: দুঃখজনক ঘটনা ।
৪| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এমন কত মানুষকে দুনিয়ার কত জায়গায় মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, আমরা কয়টার খবর রাখি। আমিরি পরমানু বিজ্ঞানী ছিলেন বলে তার কথা মিডিয়ায় এসেছে।
০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৫
হাকিম৩ বলেছেন: হু ঠিক বলেছেন ভাই ।
৫| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫২
লেখা পাগলা বলেছেন: শোক ও সমবেদনা তার জন্য ।
০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৬
হাকিম৩ বলেছেন: হুম সমবেদনা ।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৪
সেলিম৮৩ বলেছেন: মক্কা থেকে জোর করে সিঅাই্এ নিয়ে গেল অার সৌদি তা করতে দিলো?
রিয়াদ কি কিছুই করতে পারলোনা?
হয়তো এমন হতে পারে বিশাল অংকের অর্থের প্রলোভনে তিনি এমনটি করতে পারেন।