![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবাক হওয়ার কিছু নাই এটাই সত্য ইদানিং অনলাইনে পর্ণোঝুঁকি বেড়ে চলছে । আর এই অনলাইনে পর্নোগ্রাফি দেখার অভ্যাসের কারণে তরুণ প্রজন্মের ছেলেদের যৌন স্বাস্থ্য ভয়াবহ ক্ষতিগ্রস্ত হচ্ছে।নটিংহ্যাম ইউনিভার্সিটি হসপিটালের এক চিকিৎসক এঞ্জেলা গ্রেগরি বলেছেন ইদানীং আঠারো থেকে পঁচিশ বছর বয়সী তরুণ রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।যারা যৌন স্বাস্থ্য বিষয়ক জটিল সমস্যা নিয়ে চিকিৎসার জন্য আসছেন।এঞ্জেলা গ্রেগরি এর মতে গত ষোলো বছরে ভিতরে বিশেষ করে গত পাঁচ বছরে সাধারণ চিকিৎসকরা অনেক বেশি হারে তরুণদের আমার কাছে পাঠাচ্ছেন আর তারাও বেশির ভাগই যৌন সমস্যা নিয়ে আসছেন ।যা আগে কখনও এমনটা হয় নি বলে এঞ্জেলা গ্রেগরি মনে করেন।
এঞ্জেলা গ্রেগরির মতে অতীতে বেশিরভাগ বয়স্ক পুরুষরা আসতো ডায়াবেটিস বা হৃদযন্ত্রের সাথে সম্পর্কিত নানা সমস্যা নিয়ে।তরুণরা বড়জোর আসতো ইরেকটাইল ডিসফাঙ্কশন নিয়ে। কিন্তু ইদানিং পনেরো বছর থেকে ষোল বসর বয়সী তরুন তরুনীদের সংখ্যা বেশি
দেখা যাচ্ছে আর এরা সবাই বা বেশির ভাগই অনলাইন মোবাইল পর্ণোগ্রাফিতে আসক্তো ।
মিজ গ্রেগরি আরও বলেন খুব সহজ ভাবে মোবাইলের মাধ্যমে অনলাইন থেকে পর্নোগ্রাফিতে তরুণরা যে ধরনের ছবি বা যৌনতার ধারনা পান তা অনেকসময় বাস্তবতার সাথে মেলে না। তাতে তাদের বাস্তব জীবনের যৌন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ তারা তাদের সঙ্গীদের কাছে ওই ধরনের অবাস্তব কিছু আশা করে থাকেন। আর সামাজিক ভাবেও অনেক সময় বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন আজকের
তরুন তরুনীরা ।
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৪
হাকিম৩ বলেছেন: ধন্যবাদ ।
২| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৭
নিউ সিস্টেম বলেছেন: ভালো বলেছে্ন ।
২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২০
হাকিম৩ বলেছেন: থ্যাঙ্কু ।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৫
টাইম টিউনার বলেছেন: ঠিক বলেছেন।