![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক ঘুরেছি;
কোনটাই চোখে লাগে না- মনে ধরে না।
অতপর;
এটার সামনে এসে দাড়ালাম- সঙ্গী কাফিকে দেখালাম।
দেখ, ফাঁপানো মানিব্যাগের মত চোখ-স্বচ্ছজল-ঝিল,
উচু নাকটার আগায়- একটু বাঁ পাশে, একটা তিল,
বাঁকানো চাঁদ-কপাল,
ভরাট নিটোল গাল,
ঠোটের কোনায় সলজ্জ হাঁসি,
নিঃশব্দে বলে যাচ্ছে কত কী!
কানের উপর দিয়ে গড়িয়ে পড়েছে কয়েকটা অবাধ্য চুল।
আর...
ভাষার সীমিবদ্ধতা আমাকে নিরব করে দেয়!!
শব্দে কি আর সব বলা যায়?
ভাষা যেখানে ফুরায় সে তাই!!!
কাফি বলল,
-পছন্দ হয়েছে? চল, দাম জিগাই।
আমি কাফির দিকে নাক কুঁচকে তাকাই।
আমার দিকে তাকিয়ে কাফি হাসল; আমিও হাসলাম।
রাত কম হয়নি-
নিউমার্কেটের অধিকাংশ দোকানই বন্ধ হয়ে গিয়েছে।
-চল, বাসায় যাই।
-ঐটারে নিতে পার।
-না, ছবি আঁকা টি শার্ট আমি গায়ে দেই না; অন্যদিন কেনা যাবে।
-তাইলে চল- বাসায় ফেরা যাক।
২১ সেপ্টেম্বর, ২০১৬
©somewhere in net ltd.