নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সর্বশ্রান্ত বড় ক্লান্ত

আমি বিধাতারই রঙ এ আকা এক অস্পষ্ট ছবি আমি তারই কবিতায় অনুপ্রেরিত বিদ্রোহী এক কবি

সর্বশ্রান্ত পথিক

দুইয়ে দুইয়ান্বিত স্বাভাবিক মানুষ

সর্বশ্রান্ত পথিক › বিস্তারিত পোস্টঃ

বিবিধ এবং কিছু দুঃখ

২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

প্রসঙ্গ ১ - ছাগু

মুসলমানদের চির শত্রু বলা যায় ইহুদিদের..

দ্বিমত নাই কার

যেসব পণ্য বিক্রয় করে অর্জিত অর্থ ইহুদিরা পায় সেগুলা হারাম

এটার সাথেও দ্বিমত নাই কারো

ইভেন ছাগু দের ও নাই

সেহেতু যেসব প্রতিষ্ঠান থেকে অর্জিত অর্থ ছাগুদের কাজে লাগবে সেসব প্রতিষ্ঠান কি ছাগু প্রতিষ্ঠান নয়???

সেগুলো কি বর্জনীয় নয়?????

অবশ্যই বর্জনীয়......তাহলে রেটিনা, ফোকাস, কনক্রিটে কেন ভর্তি হচ্ছে পোলাপাইন???

তারাই আবার রাজাকার বিরোধী আন্দোলনে চিল্লায়.......

খারাপ লাগে

খুব খারাপ লাগে

অনেক কেই জিজ্ঞাসা করছি

তাদের বক্তব্য পড়ার স্বার্থে

রেটিনায় ভাল পড়ায়

দুর্জন বিদ্বান হলেও পরিতেজ্য এ উক্তি তারা জেনেও জানেনা দেখেও দেখেনা



প্রসঙ্গ ২- মগাচিপ

সৃস্টিকর্তায় বিশ্বাস একান্ত যার যার

আপনি বিশ্বাস করেন বা না করেন তাতে কারো মাথা ব্যাথা নাই

যার যার প্রাপ্য সে পাবে

আপনি নাস্তিক.....হুম....সমস্যা নাই....এটা আপনার দৃষ্টিভঙ্গি.....আপনাকে কেও ঘাটাতে আসবেনা..কিন্তু আপনি সৃষ্টিকর্তাকে নিয়ে কুরুচিপুর্ন লেখা লিখবেন, ধর্ম কে কটাক্ষ করবেন তা তো হতে পারেনা.......শাহবাগ আন্দোলনের শুরুটা হয়েছিল অনেক সুন্দর ভাবে........গ্রহণযোগ্যতা ও পেয়েছিল....কিন্তু এক মগাচিপ ই সব শেষ করছে.......সে আন্দোলনের সাধারণ একজন মাত্র......বলতে গেলে কোন সংস্লিষ্টতা নাই..কিন্তু তবুও ছাগুরা এই ইস্যুটাকে ফোকাস করে যে করের নয় তা করছে.......সেই শুরু .......এখন পর্যন্ত চলছে........এখন প্রত্যন্ত অঞ্চলের মানুষ পর্যন্ত ব্লগার মানেই নাস্তিক বুঝে....তারপরও এই জানোয়ারটাকে সমর্থন কেমনে দেয় মানুষ????

তার ধর্ম বিকৃতির লেখা গুলার ২-১ লাইন যে পরবে সে ই তাকে খুন করতে চাইবে........চেতন মনে না হলেও অবচেতন মনে....সে যে এতদিন বেচে আছে এটাই অবাক্‌ করার মতো...মাঝখানে সব ঠিক হচ্ছিল...নিরপরাধ ব্লগার রা মুক্তি পেল.....মগাচিপ পাইলোনা.....খুশি লাগছিলো ব্যাপক ....এখন আবার শুরু হইছে....তার চ্যালারা(ওরা নাকি মুসলিম.....অবাক্‌ ই হয়) আবার শীত্‌কার দিচ্ছে মুক্তির দাবিতে.....ধর্ষনবিরোধী আন্দোলনের দিন তারা মগাচিপ মুক্তির আন্দোলন করে এটাকে বাদ দিয়ে.....ভাবুন একবার তাদের পর্যায় কতটা নিচে নেমে গেছে........ধিক্কার তাদের জন্যে.....শুধুই ধিক্কার...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.