![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুইয়ে দুইয়ান্বিত স্বাভাবিক মানুষ
২০১২তে ফিলিস্তিনকে যখন জাতিসংঘ পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল সেইবার যে ৯টা দেশ না ভোট দেয় তার মধ্যে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র অন্যতম ।
ইসরায়েল তখন ও বলছিল ফিলিস্তিন রাষ্ট্রস্বীকৃতি ও সদস্যপদের দাবি নিয়ে জাতিসংঘে গেলে পরিণতি খারাপ হবে ।
জাতিসংঘের তাতেও কিছু হয়নাই ।
এখন যখন একের পর এক গাজায় ইসরায়েলিরা মানুষ হত্যা করতেছে জাতিসংঘের তাতেও কিচ্ছু আসে যাচ্ছেনা.।
বেশীরভাগ বিশ্লেষকদের মতে- যুক্তরাষ্ট্রের মদদেই ইহুদি রাষ্ট্রশক্তি এতই বেপরোয়া হয়ে উঠেছে ।
যুক্তরাষ্ট্র নামটাই একটা বিষ
জন্মের পর থেকে "বিশ্ব" চুইষা চুইষা খাইতেছে
প্রশ্ন আসে মনে- জাতিসংঘের সৃষ্টিটাই হয়েছিল কেন???
জাতিসংঘ কি বিশ্বের প্রতিনিধিত্ব করছে নাকি যুক্তরাষ্ট্রের???
অপরদিকে আন্তর্জাতিক অপরাধী আদালত এর কাছে মনে হয় গাজায় ইহুদীদের মানুষ নিধনকে মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা কোনটাই মনে হচ্ছেনা ।
অবশ্য দোষ ফিলিস্তিনিদেরও কম না ।
নিজেরাই যেখানে দ্বিখণ্ডিত হামাস আর আল-ফাতাহ্তে ।
দুইটা এক হওয়ার আগ পর্যন্ত মনে হয়না ইসরায়েলিদের কেউ ঠেকাইতে পারবে ।
আর এই পরিস্থিতিতে মনে হয়না ফিলিস্তিন স্থায়ী সদস্যপদও পাবে
যুক্তরাষ্ট্র আর ইসরায়েলই নিতে দিবেনা
আমাদের আর কি করার আছে দোয়া করা ছাড়া ।
নিউজ দেখবো,
খারাপ লাগবে,
এই ।
একটাই আশা- Justice cannot sleep forever
Justice will not................
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৫
কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: ঠিকই বলেছেন
একটাই আশা- Justice cannot sleep forever
Justice will not................