![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিক্রিয়ায় বিক্রিত একটি মনুষ্য আমি। মনুষ্য হয়ে জন্মেছি মনুষ্যকে ভালবেসে বরণ করে বেঁচে আছি।সৃষ্টিকর্তার লীলায় ঘেরা এই পৃথিবীতে,রোজ সকালে যখন প্রাকৃতিক নেশাগ্রস্থ অবস্থায় চোখ মিট মিট করে সৃষ্টির দিকে তাকিয়ে দেখি, তখন বুঝতে পারি স্বপ্ন দেখার মনটি এখনো নুয়ে পরে নি। সৃষ্টিকর্তা আমাকে আরোও একবার সৃষ্টির স্বাধ নেওয়ার সুযোগ দিয়েছেন।অলস দুপুরে ঘামের পানি গুলো টপ টপ করে তখন একটু ছায়ার আশায় নিবৃত্ত থাকি , বটতলায় দাড়িয়ে থাকা শিশু গাছটি তার ঢাল পাতা দিয়ে আমায় সূর্যি মামার রাগান্বিত রুপ থেকে রক্ষা করে।দিনশেষে আমরা সবাই একা, সূর্যি মামাও তার কোমল রুপে আমাদের ত্যাগ করে । জীবন জাগ্রত থেকে জাগ্রত হই স্বপ্ন দেখার।হইতো বা দুনিয়ার পাঠশালার সাথে সামলে নিতে না পেরে এই এসিড একদিন উবে যাবে।হইতো বা দুনিয়ার এই এসিডের বিক্রিয়া সকল বিক্রিয়া শেষ হয়ে যাবে। সবই আমরা সৃষ্টির লীলা খেলায় বেঁচে থাকার তীব্র চেষ্টায় উজ্জীবিত থাকি এক সত্যেকে আঁকড়ে ধরে
সৃষ্টির সুন্দর কীর্তির মধ্যে পাকিস্তান একটি নিকৃষ্টতম দেশ। পাকিস্তান এমন এক নিম্ন জাতি যেটা হইতো ভাষায় প্রকাশ করা যাবে না, পাকিস্তানিদের সম্পর্কে সবচেয়ে ভাল উক্তিটি করেছে স্যার হুমায়ন আজাদ। তিনি বলেছেন, পাকিস্তানিরা গোলাপ ফুল হাতে আসলেও আমি তাদের বিশ্বাস করি না।
স্যার সত্যিই সঠিক উক্তিটি করেছেন ।
এমন এক শইতান জাতি তারা, যারা পরাজয় নিশ্চিত জেনে এমন এক নিকৃষ্ট মনের পরিচয় দিয়েছে যা শয়ন শইতান করবে কি না সন্দেহ আছে।
১৪ ডিসেম্বর জাতি হারিয়েছে তাদের শ্রেষ্ঠ সন্তানদের, পাকিস্তানিরা ভেবেছিল বাঙালি জাতিকে তারা পঙ্গু করে দিবে কিন্তু জয় বাংলার স্লোগান এখনো বহমান।
দেশ স্বাধীন হয়েছে আমরা বিজয় লাভ করেছি জাতির জনক বঙ্গবন্ধু পাকিস্তান সমর্থনকারীদের তার উদার মনের কারণে সাধারণ ক্ষমা করলেন, আর হইতো এই প্রেমই একটি আগষ্ট গঠিয়েছে ফিরে এল জিন্দাবাদ কুশ্রী ধ্বনি।
স্বাধীনতা ৪৪বছর যাচ্ছে, আমরা এখনও বিজয় লাভ করে নি, করে নি এবং করে নি।
ভাগ্যের কি নির্মম পরিহাস বাংলাদেশের রাজনীতি জনগণ ২ভাগে বিভক্ত একটি জয় বাংলার ধ্বনিতে আরেকটি জিন্দাবাদের ধ্বনিতে।
বঙ্গবন্ধু ২৫ মার্চ রাতে বলেছিলেন, পাকিস্তানিদের শেষ সৈন্যটি বাংলা থেকে উৎকট না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে,
আর আমি বলছি ঐ পাকিস্তানি বীর্য থেকে তৈরি জামাতি জিন্দাবাদের ধ্বনি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব।
জয় বাংলা
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০১
হাইড্রোক্লোরাইড এসিড বলেছেন: ঐ যে বলছিলাম,
পাক বীর্য থেকে তৈরি
জালেম গুলা এখনও
বাংলার মাটিতে আছে, তার প্রমাণ
হাতে নাতে পাইলাম।
যাই হোক বুদ্ধিজীবিদের স্বজনরা এখনও
বেচে আছে তাদের কাছে ঐ
পাকসেনাদের কুকীর্তি সম্পর্কে
ধারণা নিতে পারেন।
আর জামাত=পাকিস্তান , এটা জানার
জন্য জ্ঞানি হতে হই না বাংলার
মানুষ জানে জামাতিরা কি?
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৮
নীল আকাশ ২০১৪ বলেছেন: পাকিস্তানিরা পৃথিবীর নিকৃষ্টতম জাতি - ৫০% সহমত। আমার ধারণা বিশ্বের নিকৃষ্টতম জাতি হচ্ছে ভারতীয়রা, এই লিস্টে ২য় স্থানে থাকবে পাকিস্তানিরা - এ ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।
১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা পাকিস্তানিরা করেনি (তখন তাদের ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা), করেছে ভারতীয়রা। আর সেটা করেছে বলেই যুদ্ধ পরবর্তী কয়েক বছর তারা নিঃসঙ্কোচে লুটপাট চালাতে পেরেছে। সেই বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে এই সহজ কাজটা অনেক কঠিন হয়ে যেত।
জামায়াতের সাথে পাকিস্তানের লিংক খোঁজার চেষ্টা একটা অকাট মূর্খতা ছাড়া আর কিছুই নয়। বর্তমানে জামায়াতের সাথে সংশ্লিষ্ট কেউই পাকিস্তানের পক্ষে যায়, এরকম কোন কথাবার্তা বলছেনা।