নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিক্রিয়ায় বিক্রিত মনুষ্য।

হাইড্রোক্লোরাইড এসিড

বিক্রিয়ায় বিক্রিত একটি মনুষ্য আমি। মনুষ্য হয়ে জন্মেছি মনুষ্যকে ভালবেসে বরণ করে বেঁচে আছি।সৃষ্টিকর্তার লীলায় ঘেরা এই পৃথিবীতে,রোজ সকালে যখন প্রাকৃতিক নেশাগ্রস্থ অবস্থায় চোখ মিট মিট করে  সৃষ্টির দিকে তাকিয়ে দেখি, তখন বুঝতে পারি স্বপ্ন দেখার মনটি এখনো নুয়ে পরে নি। সৃষ্টিকর্তা আমাকে আরোও একবার সৃষ্টির স্বাধ নেওয়ার সুযোগ দিয়েছেন।অলস দুপুরে ঘামের পানি গুলো টপ টপ করে তখন  একটু ছায়ার আশায় নিবৃত্ত থাকি , বটতলায় দাড়িয়ে থাকা শিশু গাছটি তার ঢাল পাতা দিয়ে আমায় সূর্যি মামার রাগান্বিত রুপ থেকে রক্ষা করে।দিনশেষে আমরা সবাই একা, সূর্যি মামাও তার কোমল রুপে আমাদের ত্যাগ করে । জীবন জাগ্রত থেকে জাগ্রত হই স্বপ্ন দেখার।হইতো বা দুনিয়ার পাঠশালার সাথে সামলে নিতে না পেরে এই এসিড একদিন উবে যাবে।হইতো বা দুনিয়ার এই এসিডের বিক্রিয়া সকল বিক্রিয়া শেষ হয়ে যাবে। সবই আমরা সৃষ্টির লীলা খেলায় বেঁচে থাকার তীব্র চেষ্টায় উজ্জীবিত থাকি এক সত্যেকে আঁকড়ে ধরে

হাইড্রোক্লোরাইড এসিড › বিস্তারিত পোস্টঃ

সৌন্দর্যের চাবিকাঠি

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

সৌন্দর্যকে বিশ্লেষণ করার নাম
হল নন্দনতত্ত।
আর আমরা নন্দনতত্ত্ব
বলতে বুঝি বাহ্যিক আকার
এবং চামড়ার রং কে। যার
গার্লফ্রেন্ড এর চামড়া রং যত
সাদা প্রেম বাজারে তার দামও
বেশি, যদি কোন ছেলে সেই
বাজার থেকে ঐ মেয়েকে অর্জন
করতে পারে তাইলে সমাজে তার
আলাদা ব্যক্তিত্ব বিরাজমান।
যা চির আহম্মকের কাজ।
অন্যদিকে প্রেম
বাজারে সাদা চামড়ার কোন
ছেলেকে যদি কোন
মেয়ে কিনতে পারে তাইলে তার
বন্ধু সার্কেলে তার
আলাদা ব্যক্তিত্ব বিরাজমান।
উপরের ২ আহম্মকরে সহজে বলা যাই
এরা ১ দল যৌন তৃষ্ণা এবং যৌন
তৃপ্তি হওয়াই ব্যাস্ত।
তারা ভালবাসার মূল
অর্থকে উল্টে ভালবাসাকে শেয়ার
বাজারে দরদামে বিক্রি করছে।
অন্যদিকে তাদের মাঝে বর্ণবাদ
বিরাজমান।
সাদা চামড়ার
মেয়ে না হলে কোন সমাজ
তাকে পাত্তা দিবে না।
অন্যদিকে সাদা চামড়ার
ছেলে না হলে কোন
পিতা মাতা তার কন্যা দান
করিবে না।
হাজার বছর ধরে এই ধরণের এক
নিশ্চুপ অন্যায় কাজ বিভিন্ন
ভাবে বিবর্তন
হয়ে এখনো আমাদের
মাঝে বিরাজমান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.