নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিক্রিয়ায় বিক্রিত মনুষ্য।

হাইড্রোক্লোরাইড এসিড

বিক্রিয়ায় বিক্রিত একটি মনুষ্য আমি। মনুষ্য হয়ে জন্মেছি মনুষ্যকে ভালবেসে বরণ করে বেঁচে আছি।সৃষ্টিকর্তার লীলায় ঘেরা এই পৃথিবীতে,রোজ সকালে যখন প্রাকৃতিক নেশাগ্রস্থ অবস্থায় চোখ মিট মিট করে  সৃষ্টির দিকে তাকিয়ে দেখি, তখন বুঝতে পারি স্বপ্ন দেখার মনটি এখনো নুয়ে পরে নি। সৃষ্টিকর্তা আমাকে আরোও একবার সৃষ্টির স্বাধ নেওয়ার সুযোগ দিয়েছেন।অলস দুপুরে ঘামের পানি গুলো টপ টপ করে তখন  একটু ছায়ার আশায় নিবৃত্ত থাকি , বটতলায় দাড়িয়ে থাকা শিশু গাছটি তার ঢাল পাতা দিয়ে আমায় সূর্যি মামার রাগান্বিত রুপ থেকে রক্ষা করে।দিনশেষে আমরা সবাই একা, সূর্যি মামাও তার কোমল রুপে আমাদের ত্যাগ করে । জীবন জাগ্রত থেকে জাগ্রত হই স্বপ্ন দেখার।হইতো বা দুনিয়ার পাঠশালার সাথে সামলে নিতে না পেরে এই এসিড একদিন উবে যাবে।হইতো বা দুনিয়ার এই এসিডের বিক্রিয়া সকল বিক্রিয়া শেষ হয়ে যাবে। সবই আমরা সৃষ্টির লীলা খেলায় বেঁচে থাকার তীব্র চেষ্টায় উজ্জীবিত থাকি এক সত্যেকে আঁকড়ে ধরে

হাইড্রোক্লোরাইড এসিড › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেট দল এবং আমরা

২৯ শে জুন, ২০১৫ রাত ১২:৩৭

মাশরাফি ভাইয়ের কথা ভাবছি,  বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে আনন্দে লাল সবুজের জীবনের স্পন্দনের পতাকাটি শক্ত করে কপালে বেধে যখন এই জয় ৭১ এর যোদ্ধাদের উৎসর্গ করে তখন গর্বে বুক ভরে যায়, তার প্রত্যকটি জয় তিনি বারবার এই দেশের মানুষের জন্য   উৎসর্গ করেছে, প্রত্যক খেলার আগে সংবাদ সম্মেলনে খেলি আমরা এই দেশের মানুষের জন্য।
বিনিময়ে তার ক্রিকেট দল কি পেয়েছে জানেন???
শুনুন তাহলে,


তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের ওপেনিং ব্যাটসম্যান,  যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যায় জয়ের পথে।
এই পৃথিবীতে কেও সর্বগুণা সম্পন্ন হয় না, তামিমও মাঝখানে খারাপ খেলেছিল । আর এর জন্য তাকে কি বলা হয়েছিল জানেন??
ফেসবুকে বড় বড় পেজ গুলাতে বলা হলো,  তার বউ তাকে ডানো দুধ না দেওয়ায় তার এই অবস্থা। কোন কারণ ছাড়াই তার ওয়াইফকে নিয়ে যত ধরণের ট্রল করা যায় করা হয়েছে, যতটা সম্ভব একজন নারীকে যেভাবে যৌনাচারে নেওয়া যায় ততটা বিদ্রুপ করা হয়েছে।
স্টেডিয়ামে যারা খেলা দেখেন তারা এই ব্যাপারে ভাল ধারণা পাবেন।


সাকিবুল হাসান, শুধু এই দেশ নয় আজ পৃথিবী সেরা খেলোয়ার । কি বল! কি ব্যাট!! তার ঝড়ো বল, ব্যাটে প্রতিপক্ষ সবসময় ভীত। আর এই ছেলেটির বিয়ের পর কি হয়েছে জানেন?
তার ওয়াইফকে বলা হলো 'মাল ' । আরও অশ্লীল কথাবার্তা লিখলাম না। গ্যালারীতে বসে থাকা কিছু তরুণ একেবারে সরাসরি সাকিবের সহধর্মিণীকে ইভটিজিং করেছিল
সাকিব আর ১০ টা ছেলের মতো ঐ কুলাঙ্গার গুলোরে পিঠালো, বিনিময়ে আমাদের মিডিয়া সেটার সমালোচনা করলো।
আর আইপিএলে খেলার সময় শাহরুখ, সাকিব এবং তার সহধর্মিণীর একটি ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাই এর নিচে কমেন্ট গুলোতো রীতিমত ভয়ানক মানুষিক রোগীদের ছড়াছড়ি। 
কেও ঐ মেয়ের পর্দা নিয়ে কথা বলছে, কেও আবার বলছে নাইট ক্লাবের *** লিখলাম না।


আর এইবার?? আমাদের নাসির হোসাইন ,এক কথায় সদা বাঘের গর্জনে খেলার মাঠ গরম রাখে। নিজের বোনের সাথে ছবি ফেসবুকে দেওয়ার পর তো এক কথায় অমানুষের বাচ্চারা তাদের ঐ বিকৃতি মস্তিষ্কের নোংরামির শেষ সীমা চলে গিয়েছে।


আর জানেন এর জন্য পুরো বাংলাদেশ এখন লজ্জায়!! মাশরাফি তার ফেসবুক পেজ তার নিজ দেশীয়দের সীমাবদ্ধ করে দিয়েছে।  ফলে কোন বাংলাদেশি এই পেজ দেখবে না।
বাঙালি জাতির জন্য ইহা কত বড় লজ্জা হতে পারে! !! একবার ভেবেছেন কি?


কিছু বলছি না,  ঐ ক্রিমানাল গুলোর কোন দোষ নেই। দোষ এই সমাজের, দোষ এই রাষ্ট্রের,  দোষ আমার আপনার সবার।
যে দেশে নারী কে শুধুই একটা ভোগের ব্যাপার মনে করা হয় সেই দেশে এরকম লজ্জাজনক ঘটনা সবসময় ঘটবে খুবই স্বাভাবিক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.