![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিক্রিয়ায় বিক্রিত একটি মনুষ্য আমি। মনুষ্য হয়ে জন্মেছি মনুষ্যকে ভালবেসে বরণ করে বেঁচে আছি।সৃষ্টিকর্তার লীলায় ঘেরা এই পৃথিবীতে,রোজ সকালে যখন প্রাকৃতিক নেশাগ্রস্থ অবস্থায় চোখ মিট মিট করে সৃষ্টির দিকে তাকিয়ে দেখি, তখন বুঝতে পারি স্বপ্ন দেখার মনটি এখনো নুয়ে পরে নি। সৃষ্টিকর্তা আমাকে আরোও একবার সৃষ্টির স্বাধ নেওয়ার সুযোগ দিয়েছেন।অলস দুপুরে ঘামের পানি গুলো টপ টপ করে তখন একটু ছায়ার আশায় নিবৃত্ত থাকি , বটতলায় দাড়িয়ে থাকা শিশু গাছটি তার ঢাল পাতা দিয়ে আমায় সূর্যি মামার রাগান্বিত রুপ থেকে রক্ষা করে।দিনশেষে আমরা সবাই একা, সূর্যি মামাও তার কোমল রুপে আমাদের ত্যাগ করে । জীবন জাগ্রত থেকে জাগ্রত হই স্বপ্ন দেখার।হইতো বা দুনিয়ার পাঠশালার সাথে সামলে নিতে না পেরে এই এসিড একদিন উবে যাবে।হইতো বা দুনিয়ার এই এসিডের বিক্রিয়া সকল বিক্রিয়া শেষ হয়ে যাবে। সবই আমরা সৃষ্টির লীলা খেলায় বেঁচে থাকার তীব্র চেষ্টায় উজ্জীবিত থাকি এক সত্যেকে আঁকড়ে ধরে
সংগ্রাম
............
সংগ্রাম করবো বিশাল এক সংগ্রাম সংগ্রামের ফেরিয়ালা হবো নাহই কিছুই হবো না,
সংগ্রাম বিক্রি করবো, সংগ্রাম কিনবো আবার পুঁজি বাদের মতো সংগ্রামকে জোচ্চোর বানাবো।।।
সংগ্রামের রঙ আছে লাল, নীল, সাদা আরো হরেক ধরণের।।।
সংগ্রাম দিয়ে তোমার জন্য তৈরি করবো বসন্তের শ্রেষ্ঠ কৃষ্ণচূড়া, লাল টুক টুকে সংগ্রাম ঝড়ে পরবে তোমার আমার তৈরি করা কৃষ্ণচূড়া গাছে।।।
সংগ্রাম কে বলে এসেছি লোক থেকে লোকান্তর প্রবল প্রতাপের সাথে রাজপথকে তৈরি করবো।।।।
রাজপথে ছড়িয়ে দিবো লাল রক্তের ভেজা ভেজা সংগ্রাম, একসময় অবশ্য রক্ত কালো হবে।।।
ইতিমধ্যে রাজপথে সংগ্রাম কে জন্ম দিতে গিয়ে বেড়িয়ে পরেছিলাম তোমার উদ্দেশ্যে, পথে বাধা দে একটা লাল গোলাপ।।।।।
তবুও জানি সংগ্রাম আসবে বিভিন্ন রঙে বিভিন্ন ঢং দিয়ে।।
চরের সাদা গাঙচিলের কাছে গিয়ে বলবো আমি জন্ম দিবো এক সংগ্রাম,
তোমার সাদা পালক হবে লাল থেকে লাল আরো লাল।।।
সংগ্রামের চিৎকারে দুলবে পৃথিবী, দুলবে সমাজ, দুলবে রাষ্ট্র।।।।
পরাজয় মেনে নিয়ে, অন্ধকার তার মুখে আলো ছিটিয়ে আলোকিত হয়ে
জয়ধ্বনি দিয়ে, বাজনা বাজিয়ে, সভ্যতাকে আঙুল দিয়ে, পথঘাট নদী বন্দর উত্তেজিত হয়ে বলবে সংগ্রাম জয় হোক জয় হোক।
০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৩
হাইড্রোক্লোরাইড এসিড বলেছেন: দিনশেষে সবাই আমরা সংগ্রামী। সফলতা শুধু মৃত্যুপথ।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৭
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ভিন্ন টাইপের কিছু কি করতে চেয়েছিলেন?
শুভ কামনা লেখক।
০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২
হাইড্রোক্লোরাইড এসিড বলেছেন: জানি না। তবে উপরের শব্দ গুলো একটা আন্দোলনে বিরক্তিভাজন হয়ে লিখেছিলাম।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০১
মোঃ ইয়াসির ইরফান বলেছেন: লাইনের শেষে এতগুলো দাঁড়ি কেন ভাই?
বক্তব্যটা ভালো ছিল, কবিতাও ভালো। তবে কেমন অগোছালো মনে হয়েছে।
ভালো থাকবেন, ভাই।
০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৫
হাইড্রোক্লোরাইড এসিড বলেছেন: দাঁড়ি গুলো সংগ্রামের বাঁধা হিসেবে দেখুন। মানুষের
জীবন কখনো সরল গতিতে যেতে পারে না অগোছালো একটা সংগ্রাম থাকবেই।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৯
মোঃ ইয়াসির ইরফান বলেছেন: তা অবশ্য ঠিক বলেছেন। দ্বিমত করার উপায় নেই।
০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮
হাইড্রোক্লোরাইড এসিড বলেছেন: অগোছালো সংগ্রামে স্বাগতম।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: আসলে আমার কাছে আপনার লেখাটা বড্ড অগোছালো লাগলো।
০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬
হাইড্রোক্লোরাইড এসিড বলেছেন: সবার একই মন্তব্য। আপনি কেন বাদ পড়বেন।
অগোছালো সংগ্রামে স্বাগতম
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৩
শাহিন-৯৯ বলেছেন: খুব একটা ভাল বুঝিনি আপনার কবিতাটা না হয় গানটা, তবে আপনার ভিতরে বিদ্রোহের ভাব আছে চালিয়ে যান একদিন সফলতা পাবেন।