নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতিথি

হৃদয় হৃদয়ের জন্য

হৃদয় হৃদয়ের জন্য › বিস্তারিত পোস্টঃ

বিজয় হাতছানি দিচ্ছে: টাইগারদের ‘শুভ কামনা’ শোয়ার্জনেগারের

১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৭

হলিউডের বিখ্যাত নায়ক। টারমিনেটর চলচ্চিত্র সিরিজে কখনো নায়ক কখনো বা দুর্র্ধষ ভিলেন। আর্নল্ড শোয়ার্জনেগারকে কে না চেনেন।



আগামী ১৯ মার্চ মেলবোর্নে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। তার আগে শোয়ার্জনেগারের ‘শুভ কামনা’ পেয়ে গেছে টাইগাররা। এতে বেশ উজ্জীবিতই হতে পারে বাংলাদেশ শিবির।



দেশের ভাবমূর্তি ক্ষুন্নকারিদের কখনই ছাড় দেয়নি দেশের হ্যাকার সংগঠনগুলো। যখনই আমাদের ওপর অপমানজনক



আঘাত আসে সঙ্গে সঙ্গেই প্রতিবাদে ফুঁসে ওঠে দেশীয় হ্যাকাররা।



বাংলাদেশের ক্রিকেট দলের সামর্থ নিয়ে ভারতের বিভিন্ন হেয় ও নেতিবাচক মনোভাবের প্রতিবাদে সোমবার দিবাগত রাত ২ টার দিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করেছে সাইবার ৭১।



ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরা মনে করেন ভারতকে হারানো বাংলাদেশের জন্য অসম্ভব কিছু নয়।



যে সব কারণে জিততে পারে বাংলাদেশ:



১. বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই বিশ্বকাপে সেরা খেলাটা এখনো খেলেন নি। নিশ্চই ভারতের বিরুদ্ধে তা খেলবেন



২. মাশরাফি সব সময় ভারতের বিরদ্ধে ভয়ঙ্কর বল করেন। ২০০৭ বিশ্বকাপের ক্ষত এখনো লেগে আছে ভারতের গায়ে। ৩৮ রানে চার উইকেট নিয়ে হারিয়েছিলেন তাদের।



৩. ভারতের আরেক আতঙ্ক নতুন তুর্কি দ্রুতগতির বোলার তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে মাত্র ২ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৭টি। গড়ে ৬.১৪ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছেন



৪. ভারতকে সমানে পেলে তেতে জান তামিম, মুশফিকও (ভারতের বিপক্ষে গড় ৪২)। সেরা ব্যাটিংটা করেন ভারতের বিপক্ষে।



৫. ভারতের বিপক্ষে খেলা ১১টি একদিনের ম্যাচে মাহমুদুল্লার ব্যাটিং গড় ৪৯, যিনি এই মুহুর্তে ফর্মের তুঙ্গে রয়েছেন।



৬. দারুন ফর্মে রয়েছেন স্টাইলিস্ট সৌম্য সরকার, হার্ডহিটার সাব্বির রহমান, স্পিড স্টার রুবেল হোসেন।



৭. ইতোমধ্যে ২০১৫ বিশ্বকাপের টার্গেট অজির্ত হয়েছে। তাই হারানোর কোন বাড়তি চাপ নেই, পুরো টীমে কেবলি পাবার আকাঙ্ক্ষা।



৮. ভারতীয়রা বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করে দলের মধ্যে অন্তত ভারতকে হারানোর এটা জেদ তৈরী করে দিয়েছেন।



৯. ২০০৭ সালের বিশ্বকাপ এবং ২০১২ সালের এশিয়াকাপে ভারতেকে হারানোর সুখময় অনুপ্রেরনা।



View this link

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫১

বাংলার দামাল সন্তান বলেছেন: ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশ পারবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.