![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্ত্রী বিয়ের ২৫ বছর পর: এই দাড়াও তোমার ডিএনএ টেষ্ট করাতে হবে, কারণ তোমাকে দেখে মনে হয়না তুমি সেই ছিপছিপে গড়নের লম্বাচুলো হ্যান্ডসাম তরুন যাকে আমি ২৫ বছর আগে বিয়ে করেছিলুম!
(২)
রোগীকে পরীক্ষা করে ডাক্তার রোগীর স্ত্রীকে বললেন: আপনি রোগীর প্রতি ভাল আচরণ করবেন, তাকে ঠিকমত সময়মত নাস্তা খাবার ইত্যাদি দিবেন, টিভি দেখতে দিবেন, তাকে ঘুমাবার সময় বিরক্ত করবেননা, জোরে গান বাজাবেননা, তার কাছে সব সময় উপহার চাইবেননা, তার অষুধ সময়মত খা্ওয়াবেন, তার সাথে ভাল আচরণ করবেন। এরকম এক দেড় বছর করুন দেখবেন আপনার স্বামী ভাল হয়ে গেছেন।
বাসায় ফেরার পথে স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করলেন 'হ্যাগা ডাক্তার কি বললেন?
স্ত্রী উত্তর দিলেন-' নাহ তোমার বাঁচার কোন চান্স নেই'।
(৩)
স্ত্রী: আমি যদি খবরের কাগজ হতুম তাহলে কি মজাই না হত, সব সময় তোমার হাতে থাকতুম।
স্বামী: তাহলে মজাই হত আমি রোজ সকালে একটা করে নতুন ..... পেতুম।
(৪)
এক মহিলা ঢাকার থানায় ফোন করে বললেন ' দেখুন আমার স্বামী আজ পাচ দিন হল মুরগী কিনতে বাজারে গেছে আজও ফিরে আসেনি'।
থানার অফিসার: তা আপনি অন্য কিছু রেধে ফেলুননা।
(৫)
স্বামী: আজ রাতে আমার এক ব্যাচেলর বন্ধুকে খেতে দাওয়াত করেছি।
স্ত্রী: বেশ করেছ, বাসায় চাকর নেই, ঘর দুয়ার সব নোংরা, বাজার করা হয়নি, থালা বাসন ময়লা হয়ে আছে আর আমার এখন কিছু রাধতে ইচ্ছা করছেনা।
স্বামী: আমি সব জানি।
স্ত্রী: তাহলে বন্ধুকে দাওয়াত দিলে কেন?
স্বামী: না ঐ গাধাটা বিয়ে করার চিন্তা ভাবনা করছে।
(৬)
জানেন বিয়েটা মাঝে মাঝে বেশ আনন্দের। তবে মুশকিল হল আপনি একবার বিয়ে করলে সবসময়ই বিবাহিত থাকতে হয়।
(৭)
স্ত্রী: এই শোনো আজ আমাদের বিয়ের ২৫ বছর হল। তা এই উপলক্ষে বাড়ীর খাসীটারে জবাই করে চল দিনটাকে পালন করি।
স্বামী: ইয়ে তা ২৫ বছর আগে যে ভুল করেছিলুম তার প্রায়শ্চিত্ব ঐ অবলা পশুটা কেন তার জীবন দিয়ে করবে বুঝছিনা।
(৮)
স্বামী: যখনই আমি কোন ঝামেলায় পড়ি তখনই মানিব্যাগে রাখা তোমার ছবিটার দিকে তাকাই, ব্যাস ঝামেলাটা আর ঝামেলা বলে মনে হয়না।
স্ত্রী: দেখলে আমি কত পয়মন্ত আর ভাল।
স্বামী: হ্যা তা বলতে পার, কারণ ঐ ছবির দিকে তাকালে মনে পড়ে এর চাইতে বড় সমস্যা বা ঝামেলা দুনিয়ায় আর হতেই পারেনা, ব্যাস।
(৯)
স্ত্রী: গত ঘন্টাখানেক ধরে তুমি আমাদের বিয়ের সার্টিফিকেটটা পরীক্ষা করছ, ব্যাপারকি বলতো।
স্বামী: না দেখছিলাম ওটাতে কোন এক্সপায়ারি ডেট আছে কিনা।
(১০)
-মহিলারা দীর্ঘতর সুন্দরতর শান্তিময় জীবন যাপন করেন।
-কারণ?
-কারণ তাদের কোন স্ত্রী নেই।
--------------------------
বি:দ্র: মহিলারা কিছু মনে করবেননা, এগুলো মজা করার জন্যই, শ্রেফ কৌতুক।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
ঢাকাবাসী বলেছেন: আম্মো পেলুম, আর ধন্যবাদ আপনাকে।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
বিডি আমিনুর বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
ঢাকাবাসী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
আজমান আন্দালিব বলেছেন: কৌতুক হৈলেও কতগুলি নির্মম সত্য...হেহেহে
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬
ঢাকাবাসী বলেছেন: হয়তো বা। আপনাকে অনেক ধন্যবাদ মন দিয়ে পড়ার জন্য।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: মজা লাগলো। বিশেষ করে ২ নাম্বার আর ৮ নাম্বার। যদিও বা আগে থেকে জানা ছিল এগুল। কিন্তু দিস টাইপ অফ জোক্স নেভার ডাই। মিস্টার বিন যেমন দেখলে প্রতিবারই হাসি আসে তেমনটাই আর কি।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
ঢাকাবাসী বলেছেন: জোকস প্রায়ই রিপিট হয়, আর একবোরে আনকোরা মৌলিক জোক পা্ওয়া বেশ কঠিন বলে মনে হয়। তবু মানুষ পুরোনোগুলিই বলে হাসির জন্য আর হাসি স্বাস্হ্যের জন্য ভাল। আপনার পড়া আর সুন্দর জ্ঞানগর্ভ মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাই।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
অঞ্জলি বলেছেন: হা...হা...হা... মজা পেলুম!!! হাসতে হাসতে মুরে গেলুম..!!! কেমন আছেন???
আশীর্বাদ করি আমি অঞ্জলি রায়
আপনি ভালো থাকুন সবসময়!!!
শুভ রজনী!!!!
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
ঢাকাবাসী বলেছেন: ওমা আপনি! আমি ভাল তা আপনি কেমন? হাসাতে পেরে খুশী হলুম আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভাল থাকুন।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
htusar বলেছেন: মজা পাইসি।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
সেয়ানা বলেছেন: হা হা হা মজা পাইলাম।