![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপরে ছবি দেখলেন যেটার সেটাই হল দুনিয়ার সবচাইতে বড় সুইমিং পুল। এই বিশাল সুইমিং পুলটা চিলিতে অবস্হিত, চিলিতে ঐ জায়গাটার নাম আলগারোবো। শুনুন আরো কিছু তথ্য:
> পুলটা ১০১৩ মিটার বা ৩৩২৪ ফুট লম্বা।
> এটা প্রায় ২০ একর জায়গাতে বিস্তৃত।
> এই সুইমিং পুলে ২৫ কোটি লিটার পানি ধরে যা স্টান্ডার্ড ৮ মিটার সাইজের ৬০০০ পুলের পানির সমান।
> এটা বানাতে প্রায় এক বিলিয়ন পাউন্ড স্টার্লিং লেগেছে, আজ্ঞে একশত কোটি বৃটিশ পাউন্ড!
> সুইমিং পুলটি সর্বোচ্চ ১১৫ ফুট পর্যন্ত গভীর, সুতরাং ডাইভ দেয়ার সময় সাবধান।
> এটা বানাতে প্রায় পাঁচ বছর লেগেছে। ২০০৬ সালে এটা বানানো শেষ হয়।
> এই সুইমিং পুলের পানির তাপমাত্রা নিয়ন্ত্রিত যা ২৬ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠানো যায়। বাইরে সমুদ্রের পানির তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রীর কাছাকাছি, বেশ ঠান্ডা।
> এই সুইমিং পুল রক্ষনাবেক্ষন করতে বছরে প্রায় দুই মিলিয়ন ডলার লাগে। মাসে সোয়া কোটি টাকা!!!
বানালো কেন? এটা বানানোর কারন হল চিলির সমুদ্র উপকুলের পানি বেশ ঠান্ডা আর সাঁতারের প্রায় অনুপোযোগী। বলতে গেলে সাঁতার নিষিদ্ধই। এর ফলে পর্যটকরা আসতনা। এত সুন্দর সমুদ্র উপকুল অথচ পর্যটকরা আসবেনা, ভ্রমনকারীরা বেড়াতে এসে সমুদ্রে যাবে আর সাঁতরাবেনা তা কি হয়! অথচ পর্যটন শিল্প সারা বিশ্বে স্বীকৃত একটা বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস। চিলিয়ান সবাই ভাবতে বসল কি করা যায়।
তখন মি. ফিশচমান নামের একজন বায়োকেমিষ্ট তথা একজন দেশপ্রেমিক এগিয়ে এলেন নতুন আইডিয়া নিয়ে। তিনি এক পদ্ধতি বের করলেন যাতে সমুদ্রের পানিটা ফিলটার করে ৯ - ১০ ডিগ্রী তাপ বাড়িয়ে বা প্রায় ২৫-২৬ ডিগ্রী সেলসিয়াস করে পুলের ভেতরে ঢোকানো যায়, বজায় রাখাও যায়! আর ঐ তাপমাত্র সাতারুর জন্য আরামদায়ক, পর্যটকদের জন্য আকর্ষনীয়!
ব্যাস হয়ে গেল আজদাহা এক সুইমিং পুল!
আরো ছবি দেখুন নীচে।
ভাল কথা আমার জানা সুত্রটি এই পুলে সাতার কাটতে পয়সা কড়ি কিরকম লাগে তা বলেনি, সুতরাং পানিতে নামার আগে জেনে নিবেন খরচাপাতি কিরকম, পরে আমাকে দোষ দেয়া যাবেনা, হুঁ!!
চিলির ম্যাপ
দক্ষিন আমেরিকার পাখি, সুন্দর না?
চিলির ম্যাপ ভাল করে দেখুন, দক্ষিন আমেরিকার দক্ষিন পশ্চিম পাশে কি অদ্ভুত চিকন লম্বা একটা দেশ।
এখান থেকে মানে চিলি থেকে দুনিয়ার সর্ব দক্ষিনে এন্টার্কটিকা... যে মহাদেশ মনে হয় দেখেন নি কোন দিন... সেখানে যেতে পারেন, প্লেনে বা জাহাজে করে! ( দেখুন দিকি সুইমিং পুল থেকে চলে এসেছি এন্টার্কটিকা ভ্রমনে)!
ফরগেট ইট।
একশ কোটি পাউন্ডের সুইমিং পুলের ছবি দেখুন:
সুত্র:
Click This Link
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
ঢাকাবাসী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
গোর্কি বলেছেন:
-ছবিতে সুইমিং পুলটি দেখা যাচ্ছে হোটেল ও রিসোর্ট সংলগ্ন। এইসব হোটেল বা রিসোর্ট এর বোর্ডার হলে টাকা-পয়সা লাগার কথা না। আমার ভ্রমণ অভিজ্ঞতা অন্তত তাই বলে।
-আরও নতুন একটি তথ্য জানলাম পোস্টের মাধ্যমে। ধন্যবাদ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
ঢাকাবাসী বলেছেন: আমার ঠিক জানা নেই, তবে্ এই পুলটি সাধারন হোটেলের ইন্টিগ্রাল পুল নয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গোর্কি।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬
আম্মানসুরা বলেছেন: চমৎকার!
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
ঢাকাবাসী বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো পড়ে মন্তব্য করার জন্য।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: নতুন কিছু জানলাম।
চমৎকার পোস্ট, ঢাকাবাসী।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
ঢাকাবাসী বলেছেন: হ্যালো প্রফেসর, পড়েছেন তাতেই আমি খুশী। আর আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫
হাসান মাহবুব বলেছেন: দারুণ!
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
ঢাকাবাসী বলেছেন: খুশী হলুম আর ধন্যবাদ আপনাকে।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৮
প্রিন্স হেক্টর বলেছেন: ছোটখাট একটা বিলের মত
গোর্কি ভাই বলছেন.. হোটেলের বোর্ডার হইলে টাকা পয়সা লাগার কথা না.. সহমত
কিন্তু হোটেলের বোর্ডার হইতে কত ট্যাকা লাগবো?
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৪
ঢাকাবাসী বলেছেন: আলগারোবোতে হোটেলের এক রাতের ভাড়া ২৬০ ডলার, খুব বেশী না। ঘুরে আসা যায়। এন্টার্কটিকা যেতে লাগে ৪০০০০ ডলারের মত। ৩২ দিনের ট্রিপ। ধন্যবাদ প্রিন্স হেক্টর।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৮
খেয়া ঘাট বলেছেন: মানব সৃষ্টি সৌন্দর্য্যের আর শেষ নাই।
চমৎকার পোস্ট প্রিয় ঢাকাবাসী।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫
ঢাকাবাসী বলেছেন: পড়েছেন সেজন্য কৃতজ্ঞতা আর আন্তরিক ধন্যবাদ।
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১১
আরজু পনি বলেছেন:
বানানোর কারণটা জেনে খুব ভালো লাগলো ।
সমস্যা দেখলে সমাধানের পথ খোঁজা ।
দারুণ শেয়ার ।
অনেক ধন্যবাদ রইল ঢাকাবাসী ।।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮
ঢাকাবাসী বলেছেন: আপনার মন্তব্যটি ভাল লাগল। ঢাকায় পানি জমছে, যানজট বাড়ছে ইত্যাদি হাজারো সমস্যা এদেশে আছে.. বাড়ছে, কেউ এগুলোর সমাধান নিয়ে খুব একটা ভাবেনা, কেউনা।
আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮
লিন্কিন পার্ক বলেছেন:
আপনার পোস্ট পড়ে প্রথমে আমি সাগররে সুইমিং পুল ভাবছিলাম !
সুইমিং পুল ত দেখতে ছোটই লাগে হয়ত সাগরের পাশে তাই
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১
ঢাকাবাসী বলেছেন: হয়ত তাই। পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে লিনকিন পার্ক। (ন এর নীচে হসন্ত দিলে যুক্তাক্ষর হয়ে যায় আর আমি এসবে কাঁচা)
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুইমিংপুলের ছবি দেখে সাতরাতে ইচ্ছে করছে
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২
ঢাকাবাসী বলেছেন: অবশ্যই সাতরাবেন। পড়েছেন সেজন্য বিনীত ধন্যবাদ।
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩২
নাজিম-উদ-দৌলা বলেছেন:
আমি তো জানতাম দুনিয়ার সবচাইতে বড় সুইমিং পুল ফ্রান্সে!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯
ঢাকাবাসী বলেছেন: গুগলে সার্চ দিলেই পাবেন, এছাড়া লিংক তো দেয়াই আছে। এর আগে সবচাইতে বড় সুইমিং পুল ছিল রাশিয়াতে। অনুগ্রহ করে পড়েছেন সেজন্য ধন্যবাদ।
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৩
বাংলাদেশী দালাল বলেছেন:
নাইস শেয়ার ঢাকাবাসী। পোস্টটিতে শুধু জানা নয় অনুধাবন করার মত বিষয় আছে। সেই সাথে মন্তব্য গুলো। অনেক অনেক ধন্যবাদ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১
ঢাকাবাসী বলেছেন: হাই, কষ্ট করে পড়ে মন্তব্য করেছেন সেজন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
হেভিতো !!!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, ভাল লেগেছে তাতেই আমার কাজ হলো! আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
মাগুর বলেছেন: চমৎকার পোস্ট ঢাকাবাসী
+++++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
ঢাকাবাসী বলেছেন: স্বাগতম আমার ব্লগে আর পড়েছেন সেজন্য বিনীত ধন্যবাদ। ভাল থাকুন সর্বদা ।
১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০২
শায়মা বলেছেন: খুবই সুন্দর!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২
ঢাকাবাসী বলেছেন: হ্যালো অনেকদিন দেখিনি। পড়েছেন সেজন্য আন্তরিক ধন্যবাদ।
১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭
ডি মুন বলেছেন: বাহ , দারুণ তো ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
ঢাকাবাসী বলেছেন: অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯
দীপান্বিতা বলেছেন: খুব সুন্দর ......
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
ঢাকাবাসী বলেছেন: স্বাগতম আমার ব্লগে। আর পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ আর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬
খাটাস বলেছেন:
বাংলাদেশের বাহিরে কত কিছু আছে!!!
অনেক গুলো প্লাস শেয়ারের জন্য।
শুভ কামনা ভাই।