![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন দেখি দুনিয়ার সবচাইতে সুন্দর খাবারগুলো কেমন দেখতে আর পাবই বা কোথায়:
উপরে দেখলেন ওটা একটা ফরাসী খাবার, পাবেন 'ব্রা (রেস্তোরাটার নাম), লাগুইও, ফ্রান্সে। এটা একরকমের সালাদ, প্রায় ৬০ রকমের সবজি দিয়ে বানায়! দামটা কত? ঐটাই তো জানিনা।
এটা পাবেন 'কোই' সানফ্রান্সিস্কো যুক্তরাস্ট্রে। খাবারটা উল্টো করে সার্ভ করা চেরী টোমাটোর টার্ট (বেকড পেস্ট্রী)।
উপরের এই খাবারটা বাগানের লাল ফল সুন্দর বুদবুদের ভিতরে। পাবেন মুগারিৎজ, ইরেনতেরিয়া, স্পেনে।
পিয়েরে গাগনেয়ার নামক প্যারিসের এক রেস্তোরাতে এই খাবার যার নাম 'লো ক্লিসতাও দ্যা ভাঁ',। এটাতে ডিম চিনি পানি এসব আছে।
'হোয়াইট টুনা পোচড ইন অলিভ অয়েল' নামক সুন্দর এই খাবারটি পাবেন 'লো বানাদিন' রেস্তোরা, নিউইয়র্ক এ। নাম শুনেই বোঝা যায় এতে টুনা মাছ আর অলিভ অয়েল আছে। সাথে আছে ডিম, আলু চিপস, সামুদ্রিক লতা ইত্যাদি।
শিকাগোর 'আলিনিয়া' নামক রেস্তোরাতে পাবেন 'উপরে ছবিতে দেখানো চমৎকার দেখতে একটা খাবার যার নাম হার্ট অব পাম। এতে আছে তালের শাস, ভ্যানিলা, পুডিং...।
এত্তো সুন্দর খাবার তো দেখেই প্রান জুড়োয়। এই খাবারটি পাবেন 'ফ্রেন্চ লন্ড্রী; নামের এক রেস্তোরেতে যেটা ক্যালিফোর্নিয়ার ইউন্তভিলেতে অবস্হিত।
'জীন জরজেস' নিউইয়র্কে পাবেন এগস ক্যাভিয়ার নামের এই খাবারটি। এতে আছে শামুক, ডিম, ক্রিম এসব আর কি!
প্যারিসের 'আলাই দুকাসে অ প্লাযা অথিনী' নামের এক ছোট রেস্তোরাতে পাবেন উপরের ছবির খাবারটি। এটা ক্যারামালাইজড মাছ, টক ফল, গোল মরিচ, সী ব্রিম দিয়ে বানানো। ট্রাই!
উপরেরটা রয়েল স্টার্লিং ক্যাভিয়ার, সাথে শামুক, আলু...। পাবেন নিউইয়র্কের 'ইলেভেন মেডিসন পার্ক' নামের রেস্তোরাতে।
উপরের এই খাবারটা খেতে হলে চলে আসুন 'এল বুলি' রেস্তোরাতে যেটা রোজেস , স্পেনে অবস্হিত। খাবারটার নাম 'স্নেইল অন টিন', আর কিছু বলতে হবে? শামুক খান।
স্ক্যানডিনেভিয়ান দেশ ডেনমার্কের কোপেনহেগেনে 'নোমা' নামের এক রেস্তোরা আর সেখানে বানানো হয় উপরের অপুর্ব সুন্দর খাবারটি। এতে আছে বীটরুট, ষাড়ের বোন ম্যারো, আপেল ...।
ষাড়ের রিবসের (পাঁজর) হাড়সহ মাংশ, গাজর সরিষা এসবই থাকে আর কি। এই খাবারটি পাবেন 'মোমুফুকো কো', নিউইয়র্কে।
রসগোল্লার মত ভাসছে এই খাবারটি পাবেন লস এন্জেলসের 'দি বাজার' এ। খাবারটির নাম মুশেল অঁ এসকাবেশে, এক ধরনের সী ফুড।
ক্যালিফোর্নিয়ার 'মানরেসা'তে পাবেন 'লা আপ্রেগে ফার্ম এগ' নামের এই ডিম দিয়ে বানানো খাবারটি।
খাবারের নাম 'সাউন্ড অফ সী' আর এটা খেতে হলে যেতে হবে ইংল্যান্ডের ব্রে তে অবস্হিত 'দি ফ্যাট ডাক' নামক রেস্তোরাতে। খাবারটি ঝিনুকের মধ্যেই সব অন্য কিছু!
দুনিয়ার অন্যতম সুন্দর শহর টোকিওর 'আরোনী ডি তাকাযাওয়া রেস্তোরাতে খেতে পারেন উপরের সুন্দর খাবারটি, এটা 'ফিশ উইথ পাউডারি ড্রেসিং'!
আবার জাপানে, টোকিওতে! টোকিওর 'নিহনরিউরী রুগীন' রেস্তোরাতে উপরের সুন্দর খাবারটি পাওয়া যায়! 'মাৎসুবা ক্র্যাবস এক্সট্রাভেগেন্ট হট পট' খাবারটার নাম। কাঁকড়াকে ১০ ঘন্টা স্টীমে রেখে মশলা মেখে সাথে বানানোর পদ্ধতি লেখা কাগজ সহ সার্ভ করা হয়।
উপরের খাবারটি শ্রেফ টমেটো! নাম লা টমেটে, এতে টমেটোর সাথে অলিভ অয়েল, মোজারেলা চীজ টমেটো পিউরি আর সব গোপন জিনিস দিয়ে বানানো খাবারটি পাওয়া যায় লাস ভেগাসের 'লা আটেলিয়াতে'।
সব শেষে ইতালীয়ান খাবার। রেস্তোরার নাম কমব্যাট যিরো, আর ওটা ইতালির রিভোলিতে অবস্হিত, আর খাবারটার নাম? নাম সাইবার এগ্ ।
প্লাস্টিক বাবলের ভিতর ডিম, ঝিনুক আরো সব খাওয়ার জিনিস আছে। সাথে খাবারটিতে অপারেশন করার জন্য একটা অস্ত্র দেয়!
সংস্কৃত বাক্যটির সাথে মিলিয়ে বলতে চাই দর্শনং কোয়ার্টার মাপং ভোজনং!! দেখেও সুখ।
ভালো কথা দুনিয়ার সবচাইতে দামী স্যান্ডউইচ কোথায় পাওয়া যায় জানেন? আজ্ঞে ইংল্যান্ডের চেলটেনহাম এর 'টেংগলবেরী'স ক্যাফেতে, দাম ২৩৫ মার্কিন ডলার। ছবি দেখুন নীচে:
সুত্র:
Click This Link
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০
ঢাকাবাসী বলেছেন: আপনার ভাল লেগেছে তাতেই আমার পরিশ্রমের সার্থকতা। ধন্যবাদ আপনাকে।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
মদন বলেছেন: দেখেই শান্তি, খেয়ে নয়
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১
ঢাকাবাসী বলেছেন: খেতেও ভাল হবে মনে হয়, অন্তত না খেয়ে ফেলে দিলে তো বেচারা খাবারটার উপর অন্যায় করা হবেনা ভাই? ধন্যবাদ আপনাকে। শুভকামনা।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৬
হাসান মাহবুব বলেছেন: ফরাসীদের জয়জয়কার!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভাই খাবারের রাজ্যে তাদের জয়জয়কার দেখা যাচ্ছে। পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৭
ইমরাজ কবির মুন বলেছেন:
লো ক্লিসতাও দ্যা ভাঁ' ভাল্লাগসে ||
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
ঢাকাবাসী বলেছেন: মায়সি।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাই ছবি দেখে তো খাইতে ইচ্ছা করছেনা, স্বাজিয়ে রাখতে মন চাইতাছে
সুন্দর পোস্ট!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
ঢাকাবাসী বলেছেন: আসলেই সাজিয়ে রাখার মত সুন্দর। অনেক ধন্যবাদ। শুভকামনা।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
খাবারগুলো দেখতে সত্যিই সুন্দর।
তবে খাবারের সৌন্দর্য যতটা চোখে তার চাইতে বেশী জিহ্বায়।
রসনা তৃপ্তি না-করতে পারলে সে সৌন্দর্য্যের মূল্য কি?
গানের সৌন্দর্য কানে। শ্রবনেন্দ্রীয়ে।
তাই,
খাবারের ক্ষেত্রে,
যে খাবার রসনায় তৃপ্তি দেবে এবং ক্ষুধা নিবারণ করতে পারবে,
সেটিই "সুন্দর খাবার"।
+++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
ঢাকাবাসী বলেছেন: সুন্দর আপনার মন্তব্য। হ্যাঁ আপনার কথাই ঠিক। তবে এই পোষ্টটাই সুন্দর খাবারের, সেটা রসনাকে তৃপ্তি দেয় কিনা বা ক্ষুধা নিবারণ করে কিনা সে বিবেচনায় না'ই গেলাম, কি বলেন? সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক বিনীত ধন্যবাদ আর শুভকামনা।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪
গোর্কি বলেছেন:
-বাহ! ছবি যেন ছবি শুধু নয়, জিভে জল আসা।
-লালুস লাগানো পোস্টে +++++++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সবসময়।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: খাবার না শিল্পকর্ম বলা দায়, কনফিউজড করে দেয়! তারচেয়ে ডাল-ভাত-খিচুড়ি অনেক ভাল
দারুণ পোস্ট, ঢাকাবাসী।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২
ঢাকাবাসী বলেছেন: অবশ্যই কনফিউজিং! আর ডাল খিচুড়ি? সেটা আর বলতে! এখন অনেক রাত না হলে কুকারে চারটে চাল আর ডাল..। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর শঙ্কু। ভাল থাকুন।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: রসনা বিলাস , বেশ ভিন্নরকম পোস্ট
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩
ঢাকাবাসী বলেছেন: হ্যালো কবি, কেমন আছেন? পড়েছেন আর সেজন্য আন্তরিক ধন্যবাদ।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১
রাতুল_শাহ বলেছেন: ভাল।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪
ঢাকাবাসী বলেছেন: ঠিক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২
খেয়া ঘাট বলেছেন:
খাবারগুলো খুবই সুন্দর। তবে-
নীচের খাবারটায় তো বেকন দেয়া, শুকরের মাংস। বুঝে শুনে মুখে দিয়েন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭
ঢাকাবাসী বলেছেন: লন্ডন থেকে বেশ দুরে গিয়ে খাওয়া অনেক হ্যাঙ্গাম, সুতরাং দেরী হবে। আর এখানে সৌন্দর্যটাই মুখ্য আর কিছু নয়। অনেক অনেক ধন্যবাদ খেয়াঘাট।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
রেজওয়ান তানিম বলেছেন: এইগুলা খাইলে গেলে চায়া থাকতে হইবো,
পেট ভরনের চান্স কম
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮
ঢাকাবাসী বলেছেন: এক্কেরে ঠিক কইছেন। তয় এই পোষ্ট খালি চায়া চায়া দেহনের লাইগাই, খাওনের লাইগা না। তয় আপনেরে বহুৎ থ্যাঙ্কু।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
*কুনোব্যাঙ* বলেছেন: প্রোফেসর শঙ্কু বলেছেন: খাবার না শিল্পকর্ম বলা দায়, কনফিউজড করে দেয়! তারচেয়ে ডাল-ভাত-খিচুড়ি অনেক ভাল
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১
ঢাকাবাসী বলেছেন: খাবির জিনিসটা অভ্যেসের ব্যাপার। এখানে উদ্দেশ্য খাবারের সৌন্দর্য দেখা আর সেটা আসলেই কনফিউজিং। ডাল খিচুড়ী নিঃসন্দেহে অনেক অনেক ভাল, অন্তত আমাদের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
*কুনোব্যাঙ* বলেছেন: প্রোফেসর শঙ্কু বলেছেন: খাবার না শিল্পকর্ম বলা দায়, কনফিউজড করে দেয়! তারচেয়ে ডাল-ভাত-খিচুড়ি অনেক ভাল
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২
ঢাকাবাসী বলেছেন: সুন্দর জিনিস দেখে সুখ। অনেক অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব। ভাল থাকুন।
১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
খাটাস বলেছেন: এগুলো খাবার জন্য খাবার নাকি সাজিয়ে রাখার জন্য খাবার??
ভাল পোস্ট। ++++
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৫
ঢাকাবাসী বলেছেন: দুএকটা দেখেছিলুম লোকেরা দেদারসে খাচ্ছে, খাচ্ছে আর খাচ্ছে! অবশ্য আমার জন্য দেখাই শেষ। খাবার তো খেতেই হবে কি বলেন? ধন্যবাদ খাটাস। ভাল থাকবেন।
১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬
অথৈ সাগর বলেছেন: ক্ষুধা লাগানিয়া পোস্ট ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৭
ঢাকাবাসী বলেছেন: তাহলে আর কি চলে যান প্যারিস, নিউইয়র্ক বা ইতালি, চোখের ক্ষুধা মনের ক্ষুধা দুটোই নিবারণ করে আসুন। অনেক অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য। শুভকামনা।
১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩১
ইয়ার শরীফ বলেছেন: সাজ সজ্জা ভালই
তবে খেতে কেমন?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৯
ঢাকাবাসী বলেছেন: এখানে সাজসজ্জাটাই মুখ্য, খেতে কেমন তা তো আমার জানা নেই ভাই। তবে দেখতে সুন্দর তাতে কোন সন্দেহ নেই, কি বলেন? আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২০
ভিয়েনাস বলেছেন: খাবারের থেকে আয়োজন বেশি
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩১
ঢাকাবাসী বলেছেন: আসলেই বেশী! তবে ভাল খাবারের জন্য চোখের তৃপ্তিটাও একটা ফ্যাক্টর তাইনা? কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন।
১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার সব খাও্যার। দেখেই শান্তি।
প্লাস লন ++++++++
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩২
ঢাকাবাসী বলেছেন: প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪২
প্রিন্স হেক্টর বলেছেন: খেতে কেমন কে জানে! দেখেই মন ভরে গেল।
এগুলোর ভেতর শুধু ক্যাভিয়ার এর নামটাই আগে জানতাম..
সুন্দর পোষ্ট
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭
ঢাকাবাসী বলেছেন: পড়া আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিন্স হেক্টর। ভাল থাকবেন সর্বদা।
২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
আম্মানসুরা বলেছেন: এত সুন্দর খাবার যে খেতে মন চায়না, মন চায় সাজিয়ে রাখি শো পিছের মতন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
ঢাকাবাসী বলেছেন: আসলেই সুন্দরকে নষ্ট করতে কে চায়। সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
ড. জেকিল বলেছেন: দেখতে যে রকম লাগে, খেতেও কি সেরকম সুন্দর ?
দেশের সুন্দর খাবার গুলোর লিস্ট দিয়েন তো, খেয়ে দেখা যাবে।
চোখ ধাঁধানো পোস্ট। ভালো থাকবেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
ঢাকাবাসী বলেছেন: না ভাই টেষ্ট তো করিনি সুতরাং খেতে কি রকম তা মনে হয় বলতে পারবনা। কোন দেশের খাবারের লিষ্ট দিব তা কিন্তু বলেননি। পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ। শুভকামনা।
২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
আমি ইহতিব বলেছেন: খাবারগুলোতো দেখেই পেট ও মন ভরে গেলো, আমার মনে হয় আমি এগুলো সামনে পেলে খেতেও পারবোনা, মায়া লাগবে।
দারুন পোস্টে +++++++++
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
ঢাকাবাসী বলেছেন: সেজন্যই মনে হয় পৃথিবীর সুন্দরতম খাবার এগুলো। পড়েছেন সেজন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ। ভাল থাকুন।
২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
শায়মা বলেছেন: চোখ জুড়ালো,
মন ভরালো !!!!!!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
ঢাকাবাসী বলেছেন: আম্মো খুশী হলুম। আর আপনাকে বিনীত ধন্যবাদ।
২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২
তন্দ্রা বিলাস বলেছেন: দেখতেই যা (অসাধারণ শিল্প) । খাইতে কেমুন হবে? শামুক!!!
আমাগো দেশী খাবার মজা কোথাও পাইবেন?
বাদ দ্যান খায় আর না খায় প্রিয়তে নিলাম।
আপনি সবগুলা খাইয়া জানাবেন ক্যামুন টেস্ট।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
ঢাকাবাসী বলেছেন: শামুক একেবারেই বিস্বাদ, তাও আবার কয়েক জায়গাতে তো কাঁচা শামুকই খেতে দেয়! হ্যাঁ আপনি একশ ভাগ সত্যি বলেছেন। আমাদের হাজীর বিরিয়ানী, স্টারের কাবাব চকের পারাটা খেয়ে যা মজা সেটা দুনিয়ার কোথাও পাওয়া যায় বলে শুনিনি। অনেক অনেক ধন্যবাদ তন্দ্রা বিলাস। ভাল থাকুন সবসময়।
২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: পৃথিবীর সবচাইতে সুন্দর খাবার টাইটেলেই মুগ্ধতা। পুরো পোস্ট আরও ভাল লাগলো। ওগুলো খেতে কেমন হবে। খাওয়ার শখ জাগছে! পোস্টে +++৪ নম্বরটা আমার।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
ঢাকাবাসী বলেছেন: আসলে আপনার কথাতেই আছে অপরূপ সৌন্দর্য .. দেয় মুগ্ধতা। কবিদের কথার স্টাইলই আলাদা! আর ও রসে এ অধম বন্চিত, নির্মম ভাবে। যাকগে, আমাদের মানে বাঙালীর এসব খেতে ভাল লাগবেনা তা বলতে পারি! পড়ে সুন্দর কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার। ভাল থাকবেন সব সময়।
২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: আহা, কী রূপবান রূপবতী খাবারীর মেলা! এদেরকে খায় কারা!
পোস্টে ভালো লাগা!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
ঢাকাবাসী বলেছেন: কারা খায়? ধরুন আমি তো খাইনা শিওর, খায় ৬ ডোর লিমোজিন ক্রাইসলার থেকে যারা নামে যাদের ক্রেডিট লিমিট নেই তারাই! পড়েছেন সেজন্য কৃতজ্ঞতা আর আন্তরিক ধন্যবাদ।
২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
শীলা শিপা বলেছেন: দেখেই ভাল লাগল...খাওয়ার আর দরকার নাই...
যেটা বেশি সুন্দর লাগছিল সেটা শামুকের
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
ঢাকাবাসী বলেছেন: হ্যালো দর্শনেই অর্ধ ভোজনং! শামুকেরটা সুন্দর ঠিক ধরেছেন তবে বাঙালী ললনা ওটা মুখে দিলে সাথে সাথে ফেলে দিতে পারেন। একেবারেই বিস্বাদ, লবন টবনও দেয়না! কষ্ট করে পড়েছেন আর মন্তব্য করেছেন সেজন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
২৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২
বটের ফল বলেছেন: খাইবার চাইতে দেখবার মুন্চায় বেশি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
ঢাকাবাসী বলেছেন: দেখবেন? তাহলে কিছু আইটেম দেখার জন্য চলে যান নিউইয়র্ক বা ক্যালিফোর্নিয়া বা প্যারিস! আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা, পড়ার জন্য আর মন্তব্য করার জন্য।
৩০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২
শ্যামল জাহির বলেছেন: *
*
*
জাগে অভিলাষ
রসনা বিলাস
খাবার খেতে মনে,
চমকে গিয়ে
থমকে দাড়াই
খাবার দামটি শুনে!
কী করিবো বল?
জিহ্বায় জল
মানিব্যাগ কী বুঝে!
বন্ধু, চল-
বেরোই আগে
টাকার গাছের খোঁজে।
তথ্যমূ্লক ভিন্ন পোষ্ট।
ভাল লাগলো।
অনেক ভাল থাকবেন ঢাকাবাসী।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
ঢাকাবাসী বলেছেন: চমৎকার অসাধারণ একটা কবিতা দিয়ে মন্তব্য করার জন্য আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আর শুভকামনা। হ্যাঁ আমার ব্লগে আন্তরিক স্বাগতম আর শুভেচ্ছা কবি শ্যামল জাহির। টাকা তো কোন সমস্যাই না কি বলেন? ভাল থাকুন সর্বদা সবখানে।
৩১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬
ঢাকাবাসী বলেছেন: হ্যালো বর্ষণ, পড়া আর ইমোগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৩২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ধূর এই খাবার গুলা খালি দেখতেই সুন্দর.... এগুলা খাইলে কোনোদিনো পেট ভরবে না। তিন কামড় বড়জোর চার কামড়ের মধ্যে শেষ হয়ে যাবে একেকটা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৫
ঢাকাবাসী বলেছেন: আরিব্বাপ অনেকদিন পর এলেন মনে হচ্ছে! হ্যাঁ ঠিক ধরেছেন, পেট ভরে খাবার জিনিস নয়, শুরু করার ওগুলো কয়েক মিনিটেই শেষ! ধন্যবাদ আপনাকে।
৩৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
রোহান খান বলেছেন: ভাই ! ছোট বেলায় মা পিয়াজ ভাজা দিয়া ভুনা ভাত খেতে দিত স্কুলে যাবার সময়। খুব মিস করি...
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন। তবে আজ ওটা আর কতখানি ভাল লাগবে বলা কঠিন। বয়স সময় রুচি সবই পাল্টেছে না? তবু আপনার অনুভুতির প্রসংসা করি্। অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
৩৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬
বিশ্বাস করি 1971-এ বলেছেন: এগুলা সুন্দর যে তার রেটিঙ কে করসে? খা্ওয়া বেশী সুন্দর হলে তা খা্ওয়ার কি দরকার?
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৫
ঢাকাবাসী বলেছেন: সুত্রে সেটা উল্লেখ করেছি ভাই। ফুড এন্ড ওয়াইন নামের একটা কতৃপক্ষ এসব আজাইরা কাজ কাম করে আর কি। খাওনের জন্য তো হাজীর তেহারী ফখরুদ্দিনের বিরিয়ানী তো আছেই। ধন্যবাদ আপনাকে।
৩৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩০
বশর সিদ্দিকী বলেছেন: এর থেকে আমাগো পুরান ঢাকার বিরানি আর মোরগ পোলাও ভাল ..................
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮
ঢাকাবাসী বলেছেন: তা আর বলতে? নাজিরা বাজারের হাজীর তেহারী, লালবাগের বা স্টারের মোরগ পোলাও বা বিরিয়ানীর কাছে পৃথিবীর কোন খাবারই লাগেনা! আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
৩৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
ইমরান আশফাক বলেছেন: ভালো লাগলো। আপনি গুগলে ইংলিশ ব্রেকফাস্ট লিখে ইমেজ সার্চ দিয়ে দেখুন পছন্দ হয় কিনা (মানে আপনার লিস্টে আসার মত কিনা)?
৩৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
বিদেশে কামলা খাটি বলেছেন: ডাল ভাত, কাচা মরিচ আর পেয়াজ পেলেই আমি খুশী। এই সব খাবার চাই না।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
েবনিটগ বলেছেন: