![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে মানুষ বলে বিশ্বাস করি। কল্পনা দিয়ে লেখা লেখি করি না যেইটা বাস্তব সেইটা লেখি।
কোন এক কবিতায় সুকান্ত ভট্টাচার্য লিখেছিলে..................
ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
কিন্তু পূর্ণিমার চাঁদ তো তেলে ভাজা পরয়টার মত লাগছে ।
কবিরা সবসময় একটু বেশিই ভেবে ফেলে ,তাদের এই
চিন্তা আর লেখার অমিল কে আমরা কবিতা বলে থাকি।
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২৭
HEROK বলেছেন: বলেছেন: ধন্যবাদ ভুলটি তুলে ধরার জন্য
২| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
মেমননীয় বলেছেন: এটা সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইন, সুকুমার রায়ের নয়।
হে মহাজীবন
---সুকান্ত ভট্টাচার্য
হে-মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো!
প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা—
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়:
পূর্ণিমা-চাঁদ যেন ঝল্সানো রুটি॥
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২৮
HEROK বলেছেন: বলেছেন: ধন্যবাদ ভুলটি তুলে ধরার জন্য
৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
পথিকের পাঁচালী বলেছেন: ভাইজান এই কবিতার লাইন দুটি সুকান্ত ভট্টাচায্যের ।
আর আপনি তো বেশ ভাল একজন কাব্য সমালোচক । কবিদের চিন্তা এবং লেখার মধ্যে অমিল আবিষ্কার করে ফেলেছেন ।
সুকান্ত দেখছে চাঁদকে রুটি হিসাবে আপনি পরোটা হিসাবে দেখে ভাজি দিয়া খান ।
নজরুল চাঁদ কে দুল হিসাবে দেখে প্রিয়ার কানে পরাতে চেয়েছেন ।
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২৯
HEROK বলেছেন: আপ্নারে ও দাওয়াত দিব আইসেন
৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভয়াবহ কবিতা সংগা দিলেন। একটু পড়াশুনা করে আসতি হয় ব্লগে পোস্ট দিতে হলি। পড়াশুনা মানে কিন্তু প্রিপারেশন বুঝাইছি।
সুকান্ত আর সুকুমারে গুলিয়ে ফেললে হবে? বিপরীত মেরুর দুই কবি তারা।
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩২
HEROK বলেছেন: আমি এখানে চাকরির পরীক্ষা দিতে আসি না যে প্রিপারেশন নিইয়ে আসব। মনে হয় আপনে বুঝে গেছেন।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: কবিতাটি সুকুমার রায় না সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন ।