![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ড. ইউনূসকে ঘিরে নানা আলোচনা ও গুঞ্জন শোনা যাচ্ছে। একসময় তার পাঁচ বছর মেয়াদী সরকার নিয়ে যে প্রত্যাশা ছিল, কিংবা কোনো কোনো ধর্মীয় ব্যক্তিত্বের কাছে নির্বাচন ঠেকিয়ে রাখার জন্য তার দীর্ঘায়ু কামনা করা হয়েছিল, এখন সেই সুর অনেকটাই পাল্টে গেছে। জামায়াতের এক মৌলভী যখন তাকে 'নবীদের মতো মনোনীত' বলে দাবি করে নির্বাচনের প্রয়োজনীয়তা নেই বলছিলেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন।
সামনের দিনগুলোতে ড. ইউনূসের বিরুদ্ধে কঠোর আন্দোলন দেখা দিতে পারে। কিছু মানুষকে দেখা যাবে যারা ইউনূস সাহেবের পদত্যাগ চান। তবে এরা প্রত্যাবর্তিত আওয়ামী লীগ নয়। এমন আন্দোলনকারীরা শুধু আওয়ামী লীগের বিরোধী নয়, বরং তারা এমন এক শক্তি যারা দেশে কোনো নির্বাচনই চায় না। অন্যদিকে ড. ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই এ ব্যাপারে বারবার সকল দলকে সতর্ক করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে, নির্বাচন ছাড়া অন্য কিছু ভাবলে সেটা জাতির জন্য বিপদজনক হবে।
সম্প্রতি তিনি এনসিপি, জামায়াত এবং বিএনপির সাথে বৈঠক করে সবাইকে এই বার্তা দিয়েছেন। কিন্তু তার কথায় এনসিপি এবং জামায়াত সন্তুষ্ট হয়েছে বলে মনে হয় না। জামায়াত বৈঠক থেকে বেরিয়ে এসে প্রশ্ন তুলেছে, যারা চাঁদাবাজি থামাতে পারে না, তারা কীভাবে সুষ্ঠু নির্বাচন দেবে? অন্যদিকে এনসিপি জাতীয় নির্বাচনের পরিবর্তে জুলাই সনদভিত্তিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচন চায়। ড. ইউনূসের এই নির্বাচন-কেন্দ্রিক অবস্থানের কারণে এনসিপি এখন তার সমালোচনা করছে।
ড. ইউনূসের মুখে বারবার নির্বাচনের কথা শুনে অনেকের মেজাজ খারাপ। নির্বাচন নিয়ে কথা বলায় এনসিপি এখন ড. ইউনূসের সমালোচনা করছে। তাদের দুইজন নারী নেত্রী ইউনূস সাহেবকে ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার আসনে বসেছেন বলে অভিযোগ করেছেন। ড. ইউনূসের স্বজনপ্রীতি নিয়েও অভিযোগ তুলছেন তারা। এমনকি অনেক পুরাতন অভিযোগ সামনে আনা হচ্ছে। এরকম ঘটনা ঘটতেই থাকবে দিন যতো যাবে। জামায়াত যদিও সরাসরি কিছু বলবে না, কিন্তু তাদের নতুন নতুন দোকান (সংগঠন)কে ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা লাগিয়ে দিতে পারে যাতে ড. ইউনূস নির্বাচন না করতে পারেন।
দেশী কোনো শক্তি নির্বাচন বানচাল করার চেষ্টা করলে সুবিধা পাবে না, কারণ নির্বাচনের পক্ষে বিএনপির মতো বড় শক্তি রয়েছে। আন্তর্জাতিকভাবে অনেক শক্তি নির্বাচন বানচাল করতে চাইলেও ড. ইউনূসের শক্তিশালী সংযোগের কারণে সেটা ঠেকিয়ে দেওয়া যাবে।ড. ইউনূস পদত্যাগ করবেন, সেনাবাহিনী ক্ষমতা নেবে - এমন গুজব ছড়িয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে যে অংশ নির্বাচন চায়, তাকে দুর্বল করা হচ্ছে। এসব কথা বলে মূলত ছাত্র-জনতাকে রাজপথে নামার জন্য উৎসাহিত করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের ভর কেন্দ্র অনেকগুলি। কোনো একটি অংশ হয়তো চায় ইউনূস সাহেবকে সরিয়ে দিতে। তাহলে দেশে আর নির্বাচন হবে না, ওয়াকার উজ জামানকে সরানো যাবে এবং নিজেদের পছন্দমত লোক বসিয়ে দেশ পরিচালনা করা যাবে বিপ্লবের নামে।
ড. ইউনূসকে অবশ্যই নির্বাচন দিয়ে যেতে হবে।। যদি কোনোভাবে নির্বাচন বানচালও হয়, তবুও তাকেই দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে হবে। যারা নৈরাজ্যবাদী তারা চায় ইউনূস সাহেবকে ব্যর্থ করে দিতে পারলে বুঝি তিনি পদত্যাগ করবেন। কারণ এর আগেও ইউনূস সাহেব পদত্যাগ করবেন এমন কথা শোনা গিয়েছে। নৈরাজ্যবাদীরা সেই সুযোগটাই নিতে চায়। যদি নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা হয়, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ ও তাদের মিত্ররা।
ইউনূসবিরোধী দুই শিবির আন্দোলন শুরু করতে পারে যাতে জাতীয় নির্বাচন না হয়। আওয়ামী লীগও জামায়াত-এনসিপি জোট। যদি ড. ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যেতে পারে , তাহলে গৃহযুদ্ধের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। গণতন্ত্র বনাম নৈরাজ্যের এই লড়াইয়ে জয়ী হতে হবে গণতান্ত্রিক শক্তিকেই। অন্যথায় দেশ আরও গভীর সংকটের দিকে এগিয়ে যেতে পারে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩০
সৈয়দ কুতুব বলেছেন: যাকে নিয়োগ দিয়েছে সে বাইডেন আমলেও বাংলাদেশে কাজ করেছে। চেনাপরিচিত লোকই নিয়োগ পেয়েছে। আপনার দল উনাকে পিসফুলি ইলেকশন করতে দিবে না ।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪১
শাহ আজিজ বলেছেন: আমিও মত পোষণ করি যে ইউনুসকে সরিয়ে দেওয়া হবে ।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: মুরুববি এমন টা ভাবিয়েন না । দেশে এনারখি হবে । তিনি এখন মাঝির ভুমিকায় ।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: সবকিছু আনপ্রেডিক্টেবল লাগছে।
দেখা যাক কি হয়!
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনার ভাবনা সঠিক।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৫
জেনারেশন একাত্তর বলেছেন:
এরা ১ সাথে কাজ করেছে; তবে, একই মতের ডিপ্লোমেট নয়; ইউনুস আঁচ পাচ্ছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: কোনো পাগলা মাথার লোক নিয়োগ দিতেসে কে জানে ।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫২
জেনারেশন একাত্তর বলেছেন:
ইউনুসের অর্ধেক সম্পদ চলে যাবে লবিং গ্রুপের হাতে; ট্রাম্পকে ম্যানেজ করতে না'পারলে ইউনুস ধরা খাবে অনেক যায়গায়।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: আপনি দেখি আদা জল খেয়ে উনার পিছনে পড়েছেন।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৭
কলিমুদ্দি দফাদার বলেছেন: জেনারেশন বাকশাল হচ্ছে সামুর পিনাকী।অন্ধকারে ৫-৬ টা ঢিল মারবে; যেইটা লাগে?
বাস্তবিক অর্থে নিজেই জানে না কি হবে? এই এক পোষ্টে ৩ রকমের বিশ্লেষণ।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৬
সৈয়দ কুতুব বলেছেন: ইউনুস সাহেবকে দেশে এসে সহায়তা করতে পারতেন । আফটার ওল চাটগা্ইয়া ভাই উনারা ।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৪
জেনারেশন একাত্তর বলেছেন:
উনি পাকিস্তান, আমেরিকা ও শিবিরের সাহায্য শেখ হাসিনাকে সরাতে গিয়ে, আমাদের নড়বড়ে ইউনিভার্সিটিগুলোকে জংগীদের ক্যান্টনমেন্টে পরিণত করেছে; মনে হয়, জাতিকে সুদানের পর্যায়ে নিয়ে গেছে।
দেখেছেন, গ্রামের সাধারণ মানুষকে কিভাবে আক্রমণ করেছে
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৯
সৈয়দ কুতুব বলেছেন: আপনি চবি, ভিপি নুর এসব নিয়ে কথা না বলাই ভালো। এদের নেই কাজ তো খই ভাজ ।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৫
জেনারেশন একাত্তর বলেছেন:
খই ভাজার সময় দেশ কি আগের অবস্হানে থাকছে, নাকি সামনে যাচ্ছে?
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৪
সৈয়দ কুতুব বলেছেন: দেশ সামনে এগুবে কি করে ? সব টাকা আপনার দল পাচার করে নিয়ে গেছে। মনে হয় না সঠিক বিচার হবে একজনেরও ।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৯
জেনারেশন একাত্তর বলেছেন:
আজকের বিশ্বে রাষ্ট্রের সব টাকা কেহ নিতে পারে না; এসব ব্যাপারে আপনার সঠিক ধারণা নেই।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনার সব বিষয়ে ধারণা আছে কিনতু সেটা কাজে লাগছে না কারণ চোর ডাকাতদের সাপোরট করেন । আপনার বিগত ১০ বছরে বাংলাদেশের ভিতরে যে ঘা হয়েছে সেটা নিয়ে জানা নেই। শেখ হাসিনার ভুয়া ডেভেলপমেনট উনার সাথে সাথে বিদায় নিয়েছে ।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১১
জেনারেশন একাত্তর বলেছেন:
গত ১০ বছরে দেশ, ভারত বা দ: কোরিয়ার তুলনায় অনেক খারাপ করেছে; কিন্তু বিশ্বের ৩০ টি দেশের তুলনায় ভালো করেছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২৪
সৈয়দ কুতুব বলেছেন: কিছুই ভালো করেনি । এমন সব কাজ করে গিয়েছে যাতে আগামি ১০০ বছর বাংলাদেশকে এর দায় চুকাতে হয় । উন্নয়ন দুই রকম: একটা প্রাতিষ্ঠানিক, যেটা দল বদলালেও টিকে থাকে; আরেকটা দলনির্ভর, যেটা ক্ষমতার সাথে সাথে মুছে যায়।
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩০
মাথা পাগলা বলেছেন: জুলাই বিপ্লবে ওয়াকারের পেটে কত টাকা গেছে ঐটারও হিসাব সামনে আসবে। আমার ধারনা নির্বাচনের পর ওয়াকার সাহেবও চলে যাবেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: মইনুুউদদিন-ফখরুখউদদিনও কেটে পড়েছিলেন ।
১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩৯
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি যেসব কথা বলছেন (দেশের ১০ বছরের উন্নয়ন ) উহা আপনি কিভাবে মেপেছেন?
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: তিনি এডুকেশন সিসটেম শেষ করে দিয়ে গিয়েছেন। এমন সব উজবুকের দল এখন ইউনিভারসিটিতে পড়ছে যাদের ভাষা শুনলে কান দিয়ে রক্ত। পড়ে। কিছুদিন বাদে এরা নিজেদের রক্ত মাংস নিজেরা খাবে । এর দায়ে জাফর ইকবাল এবং কায়কোবাদকে জেলে ভরা উচিত । নুরল ইসলাম নাহিদ এবং দিপু মনির ফাসি চাই ।
১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫৯
জেনারেশন একাত্তর বলেছেন:
১০ বছরে দেশের শিক্ষার অবনতি হয়েছে মানের দিক থেকে, কিন্তু উহা সম্প্রসারিত হয়েছে; বিশেষ করে মেয়েদের শিক্ষায়। শেখ হাসিনা যা পেয়েছে, সেটা কি রকম ছিলো সেই ব্যাপারে আপনার পরিস্কার ধারণা আছে?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৫
সৈয়দ কুতুব বলেছেন: আমার ধারণা আছে। এক্সপেনসিভ এডুকেশন সিসটেম মানুষকে বিশেষ এডুকেশনের দিকে ধাবিত করেছে । ঢাকায় যে এলাকায় বড়ো হয়েছি সেখানে যখন ১ম এসেছিলাম তখন বিশেষ এডুকেশন সেনটার ছিলো ৫/৬ টা । ঠিক একই জায়গায় এখন ৬০০/৭০০ বিশেষ এডুকেশন সেনটার । আপনি আর আপনার দল এসব কিছুই টের পান নাই । শেখ হাসিনাকে বিদেশিরা টলারেট করেছে এক বিশেষ কারণে । আরো আগেই ফেলে দিতো ।
১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০০
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি কি কা্যকোবাদের মতো জ্ঞানী মানুস?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১১
সৈয়দ কুতুব বলেছেন: না । কিনতু কায়কোবাদের মুসলিম দেশের কেমন এডুকেশন সিসটেম হওয়া উচিত সে বিষয়ে নলেজ নেই । আপনার ও নেই ।
১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২৪
জেনারেশন একাত্তর বলেছেন:
ইসলামিক, মুসলিম, ধর্মীয়, এসব শব্দ এডুকেশনের সাথে যায় না।
ড: কায়কোবাদ কি করেছেন আমি জানি না; তবে, উনি জ্ঞানী ও সৎ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩১
সৈয়দ কুতুব বলেছেন: ড, কায়কোবাদের বুয়েট থেকে শোনা যায় টিনের চালে কাউয়া ...কেমন লাগলো ?
কায়কোবাদ-জাফর ইকবাল মিলে নতুন এডুকেশন সিসটেম চালু করার আইডিয়া দিয়েছিলেন যা ডিজাসটার হয়েছে ।
১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৫৯
জেনারেশন একাত্তর বলেছেন:
বুয়েট দখলে রেখেছে মৌলবাদীরা, তারা মানবতার শত্রু ও ঘুষের কাছে নিবেদিত শয়তান; তারা ড: কায়কোবাদকে কি আর ডাকবে?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০৮
সৈয়দ কুতুব বলেছেন: কায়কোবাদ-জাফর ইকবাল উনাদের কোনো খোজ পাইতেসি না । নুরল ইসলাম নাহিদকেও কোথাও দেখছি না । জেলে কেবল দিপু মনি ।
১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:১২
জেনারেশন একাত্তর বলেছেন:
কায়কোবাদ খুবই সাধারণ ঘরের ছেলে, ভীতু মানুষ।
আপনি উনার কাছে পড়েননি; কিন্তু শিবিরের কথাকে ( টিনের চালর কাউয়া ) ব্যবহার করছেন।
ভেবে দেখেছেন, এমন দক্ষ মানুষ আরেকজন আছে বাংলাদেশে?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:২৫
সৈয়দ কুতুব বলেছেন: টিনের চালে কাউয়া.. লিখে বুঝাতে চেয়েছি যে দেখেন বিগত ১৬ বছরে কেমন ভাষার উননয়ন হয়েছে। কিসের সাথে কি মিলালেন ? ড.কায়কোবাদ কে নিয়ে আমার কোনো পারসোনাল রাগ নেই । কিনতু আমি দেখেছি তিনি এবং জাফর ইকবালের নতুন কারিকুলাম কিছু বুঝতে না পেরে বাবা-মা সনতানকে মাদরাসাতে এডমিশন করিয়েছে । সরকার চেনজ হওয়ার পর কারিকুলাম বাদ দেয়া হয়েছে কিনতু জেনারেল লাইনে ১/২ বছর আগের পড়ুয়ারা আর ফেরত আসেনি ইশকুলে। আমি আরো দেখেছি মাদরাসা সারটিফিকেট ইশকুল সারটিফিকেটের সমমান করে দেওয়ায় এমন বাংলার মতো বিভাগে মাদরাসা পড়ুয়ারা চানস পেয়েছে । মাদরাসায় পড়েছে সেটা সমোসসা না কিনতু এসব ছেলে-মেয়েরা বাংলা কবি সাহিততিক দের তেমন দেখতে পারে না । আপনি এমন কারিকুলাম কেন এডুকেশন সিসটেমে ডুকাবেন? যাই হোক ভালো থাকবেন ।
১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪৪
জেনারেশন একাত্তর বলেছেন:
মাদ্রাসা শিশুকে ভুল সনস্কৃতি শেখায়, সেটা শিক্ষিতরা বুঝেনি এখনো; তাই, মানুষ নিজের সন্তানকে সঠিক সিষ্টেমে পড়ানোর চেষ্টা করেনি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: এজন্যই বলি সব দোষ শেখ হাসিনার। তিনি বিলিয়ন ডলার ইনভেস্ট করতে পারতেন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য। কিন্তু উনার কাছে মেট্রোরেল গুরুত্বপূর্ণ কারণ আপনারা যাতে উনি ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বলতে পারেন আগেই ভালো ছিলাম।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২৫
জেনারেশন একাত্তর বলেছেন:
ট্রাম্পের নিযুক্ত লোকেরা বাংলাদেশ ও আশপাশের দেশে আসছে; তার আগেই ইউনুস সাহেব ভোট করতে বাধ্য, না'হয় ট্রাম্পের চোখে পড়বে। সে নিজের থেকেই কেটে পড়ার সম্ভাবনা।