| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন নকিব
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
মওসুমের প্রথম কুয়াশাভেজা প্রভাত
ছবি আমার তোলা
আজকের সকালটা অন্যরকম। মওসুমের প্রথম কুয়াশাভেজা স্নিগ্ধতায় মুগ্ধ প্রভাত। অসাধারণ সুন্দর। চারদিকে সাজানো গোছানো। ঠিক যেন কোনো পুরনো ছবির মতো। শীতের ছোঁয়া এসে পড়েছে প্রকৃতির শরীরে, আমাদের মন ও মননেও।
প্রভাতে জানালা খুলতেই যেন সরে গেল স্বপ্নের সাদা পর্দা। লাজুক কুয়াশা, নরম হাতে প্রকৃতির গালে এঁকে দিল আলতো চুম্বন। ঘন দুধের মতো কুয়াশা ঝরে পড়ছে সাদা তুলোর মতো, ল্যাম্পপোস্টের আলোয় জ্বলে উঠছে একেকটা হলুদ তারা, যেন ভুলে যাওয়া শৈশবের রূপকথার দীপশিখা।
গাছের পাতায় কুয়াশার মুক্তো ঝরছে, শিশিরের ফোঁটা চাঁদের আয়না হয়ে চুপিচুপি হাসছে। দূরের মাঠ অদৃশ্য, কেবল শোনা যাচ্ছে কুলুকুলু রবে বয়ে যাওয়া নদীর বিরহী গান, যেন প্রেমিকার চোখের জলে ভাসছে শীতের প্রথম প্রতিশ্রুতি।
হে প্রকৃতি, তোমার এই সাদা শাড়িতে আমার হৃদয়ও সেজেছে নির্জনতায়। কুয়াশা মিলিয়ে যাক, কিন্তু এই অনুভূতি, এই মিশে যাওয়ার ইচ্ছে, যেন চিরকালই থেকে যায় ধমনিতে।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৬
সৈয়দ কুতুব বলেছেন: লেখা ভালো হয়েছে ।