| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট হবে কিনা এ বিষয়ে মতভেদ দেখা গিয়েছে। এ বিষয়টি সুরাহা করার জন্য জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট হবে কিনা এ বিষয়ে একটা গণভোট হওয়া অতীব জরুরী। উক্ত গণভোটে ‘না’ জয়যুক্ত হলে জাতীয় নির্বাচনের পূর্বে আর কোন গণভোটের আয়োজন হবে না। কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে সকল অমিমাংসীত বিষয়ে একই দিনে গণভোট হবে।অমিমাংসীত বিষয় সমূহ হলো- ১। জুলাই সনদ সমর্থন করেন কিনা ২। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানিয় সরকার নির্বাচন হবে কিনা ৩। জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে কিনা ৪। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের সহযোগী দল সমূহ অংশগ্রহণ করবে কিনা। উক্ত চারটি বিষয়ে জনগণ যে রায় দিবে সরকার সে রায় বাস্তবায়ন করবে। জাতীয় বিষয়ে কোন কোন দলের আব্দার মানা সরকারের দায়িত্ব নয়।
আওয়ামী লীগের সাথে ভারতের পর রাশিয়াও যুক্ত হয়েছে। জাতীয় বিষয়ে কোন কোন দলের আব্দার মানা হলে দেশ যদি আন্তর্জাতিক চাপে পড়ে তবে সে চাপ সামলিয়ে উঠে দাঁড়ানোর শক্তি আমাদের দেশের নাই।আমরা স্বল্প শক্তির দেশ। আমাদের অর্থনীতি দূর্বল। সেজন্য আন্তর্জাতিক মতকে সমিহ করে আমাদের চলতে হয়। অনেকেই দেশ ছেড়ে বিদেশে বসে চ্যাটাং চ্যাটাং কথা বলে। এদিকে ঘর যায়, বাড়ি যায়, পিঠের চামড়া যায়, জীবন যায় যারা দেশে থাকে তাদের। আপা বলেছেন, ২০০১ সালের অপরাধ তিনি ক্ষমা করলেও ২০২৪ এর অপরাধ তিনি ক্ষমা করবেন। ২০২৪ এ তাঁর দলের যে অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে এটা সত্য। সুতরাং জাতীয় বিষয়ে না হয় জনগণই সিদ্ধান্ত প্রদান করুক।
জনাব তারেক রহমান মনোনয়ন না দিলে বাসে আগুন দিয়ে ড্রাইভার হত্যা করা হবে কেন? এরা যেই দলের লোক তাদের আব্দার রক্ষা করার জনগণের কি দায় আছে? এদের চাঁদাবাজির বিরুদ্ধে জনগণের বিস্তর অভিযোগ। এদের উপর জনগণ ক্ষেপে গিয়ে তারা যদি আওয়ামী লীগকে স্পেস দেয় তখন কি হবে? আওয়ামী লীগের লগি-বৈঠা প্রস্তুত। তারপর একটা অঘটন ঘটলে কার কার পিঠের চামড়া থাকে বলা মুশকিল। যারা বিদেশে থাকে তাদের তো কোন সমস্যা নাই। যারা দেশে থাকে চিন্তা হলো তাদের।সুতরাং দলীয় আব্দার বাদ। সব কিছু গণভোটেই সমাধান হোক। জনগণ চাইলে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরাও নির্বাচনে থাকুক। তারপর জনগণ না চাইলে তারা ক্ষমতায় ফিরবে না। গ্রহণযোগ্য নির্বাচনে জনগণ যাদেরকে চাইবে দেশের দায়িত্ব তাদের নিকট থাকবে। তাহলে অন্তত আন্তর্জাতিক মহলে দেশের প্রতি বিরূপ প্রতিক্রিয়া থাকবে না। সবার সাথে মিলেমিশেই আমাদেরকে আমাদের উন্নয়ন চিন্তা করতে হবে। কোন দলের দলীয় আব্দার রাখতে গিয়ে জাতিগতভাবে পিছিয়ে পড়া আমাদের জন্য বুদ্ধির কাজ নয়।
০৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: পুরনো ইতিহাস ফিরে এলে পিঠের চামড়া কারো থাকবে না ও বন্ধু। সুতরাং জুলাই ঐক্য ধরে রাখতে না পারলে এ সংশ্লিষ্ট সবার পিঠের চামড়া খোয়া যাওয়ার সমূহ সম্ভাবনা।
২|
০৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:১৮
জেনারেশন একাত্তর বলেছেন:
"জুলাই'এর ঐক্য" কি জিনিষ?
জুলাই মাসে আমেরিকান ক্যু হয়েছে, উহার উদ্যোগক্তা ইউনুস ও পাকিস্তান, উহাতে জল্লাদের ভুমিকায় ছিলো জামাত-শিবির; উহাতে কোন ঐক্য ছিলো না, ছিল "জুলাইর মহা যড়যন্ত্র"।
ক্যু করার কারণে জিয়ার প্রাণ গিয়েছিলো, এরশাদ ৪০০ কোটী রেখে গেছে ছেলেদের জন্য; জুলাই'র ক্যু'থেকে লাখ কোটী আয় করেছে জামাত শিবির ও বিএনপি; ইহার বিচাের হবে।
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: জুলাইয়ের ঐক্য মানে আওয়ামী বিরোধীদের ঐক্য। তারা আওয়ামী লীগের উপর বড় রকমের প্রতিশোধ নিয়েছে। আপা বলেছেন তিনি ক্ষমতায় ফিরতে পারলে তাদেরকে ছেড়ে দিবেন না। নিজেদের আত্ম রক্ষায় তাদেরকে এখনো ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি মনে করছে তারা এখন অনেক জনপ্রিয়। সেজন্য তারা অন্যদেরকে পাত্তা দিচ্ছে না। তাদের এ ভুল ধারণা আওয়ামী বিরোধী সকল পক্ষকে ক্ষতিগ্রস্থ্য করবে। আওয়ামী লীগের সাথে আমার বেশ জানাশুনা আছে। তারা লহি-বৈঠা প্রস্তত রেখেছে। এখন তারা বুঝতে চেষ্টা করছে তারা ঠিক কিভাবে শুরু করবে। আপনি যে গৃহযুদ্ধের কথা বলেছেন তাতে তছনছ জাতীয় কিছু একটা হয়ে যাবে। আওয়ামী লীগ আমার অঙ্গিকার চায় আমি যেন বিএনপিকে ভোট না দেই। সে ক্ষেত্রে আমি জামািই বাবার অযুহাত দেখাচ্ছি। ওয়াশিং ম্যাশিনের পানি যেমন একসাথে নেমে যায় সেরকম আওয়ামী বিরোধীদের পানি একসাথে নেমে যেতে পারে। তারপর ওয়াশিং ম্যাশিনে যেমন স্পিন শুরু হয় সেরকম স্পিনে আওয়ামী বিরোধী পক্ষ শুকিয়ে যাবে। আর গাধার দল এখনো বাসে আগুন দিয়ে মানুষ মারে। ওদেরকে যমে লাড়ে। এরপর ওদের উপর কেয়ামত শুরু হলে কেউ ভয়ে ওদের জন্য আহারে উহুরেও উচ্চারণ করবে না।
৩|
০৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:২৫
জেনারেশন একাত্তর বলেছেন:
জিয়ার গণভোটের রায় কি ঠিক ছিলো? উহা দিয়েছিলো মিলিটারী; এবারের রায় কে দিবে? এখন মিলিটারী কার দখলে? এই মিলিটারী আমাদের? জুলাই মাস থেকে মিলিটারী জিয়া ও এরশাদের আমলের ( পাকিস্তানী ) অফিসারদের দখলে।
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: মিলিটারির মধ্যে যে আওয়ামী লীগ নাই গটনা এমন নয়। তবে তারা কম ক্ষতিতে জয়ী হতে চায়। কারণ তারা অতিত সম্পর্কে জানে।
৪|
০৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪২
শেরজা তপন বলেছেন: একজন গনভোট উপদেষ্টা করলে কেমন হয়?
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: সংবিধান মানলে আওয়ামী লীগকে ক্ষমতা ফিরিয়ে দিতে হয়। আওয়ামী রীগকে ক্ষমতা ফিরিয়ে না দিতে চাইলে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। বিএনপি যে হিসাব নিয়ে বসে আছে তাতে আওয়ামী লীগ তাদের ছেড়ে যাওয়া ক্ষমতা ফিরে পাবে। তারেক আগের মতই লন্ডন থাকবেন এবং বাঁশডলা খাবে যারা দেশে আছে তারা।
৫|
০৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৯
জেনারেশন একাত্তর বলেছেন:
কম্প্যুটার শেখের পর, আপনার "সাধারণ জ্ঞান" অন্য মোল্লাদের চেয়ে অনেক ভালো হয়েছে; কিন্তু এরপরও আপনার অবজারবেশন ও এনালাইসিসে অনেক ভুল আছে।
১৯৭৯ সাল থেকে শুরু হয়ে আজ অবধি ভোটের ব্যাপারে মিলিটারী যুক্ত; ইহা আপনার মাথায় ঢোকে না।
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার মাথায় সব ঢুকে। আমি চাই তারা সঠিকভাবে গণমতের ভিত্তিতে কাজ করুক। আওয়ামী লীগতে তাদের চুচ্ছ জ্ঞান করা তাদের জন্য মহাদূর্যোগ নিয়ে আসতে পারে।
৬|
০৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২০
কাঁউটাল বলেছেন: চেক হাচিনার গন ভুট টিক চিল..... (পাং গাজী যা বলিতে চায়)
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: কোন ভোটই বাংলাদেশে শতভাগ নিরপেক্ষ হিসাবে স্বীকৃত হয়নি। কারণ জাতি হিসাবে আমরা যথেষ্ট উন্নত নই। তথাপি কাজ চালিয়ে যাওয়ার জন্য ভোটতো লাগেই।
৭|
০৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০১
জেনারেশন একাত্তর বলেছেন:
@কাঁউটাল,
আমি বলেছি, "১৯৭৯ সাল থেকে শুরু হয়ে আজ অবধি ভোটের ব্যাপারে মিলিটারী যুক্ত; ইহা আপনার মাথায় ঢোকে না। "
**ইহা হবে, ১৯৭৭ সাল থেকে শুরু হয়ে আজ অবধি ভোটের ব্যাপারে মিলিটারী যুক্ত; ইহা আপনার মাথায় ঢোকে না। "
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: মিলিটারি জনগণের মধ্য থেকেই আসে। আমাদের জনগণ যথেষ্ট উন্নত নয় বিধায় মেলিটারীও যথেষ্ট উন্নত নয়। আমরা কাংখিত মানের ভোট কখনই পাচ্ছি না। আবার আমরনা এ ভোট বাদ দিতেও পাচ্ছি না। কমিউনিষ্ট বিপ্লব ছাড়া আমরা ভোটের গন্ডি থেকে বেরও হতে পারছি না। বঙ্গবন্ধু বাকশাল করেছেন। তারপর কি হয়েছে সেটা আপনি জানেন। আপনি যা চাচ্ছেন তাতে জনগণের সাড়া না পেলে আপনি কিকরবেন। জল্লাদদের আমেরিকা-পাকিস্তান আছে। আপনার কে আছে?
৮|
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:২৫
কলাবাগান১ বলেছেন: গনভোট আর নির্বাচন এর পার্থক্য কি? গনভোটের রেজাল্ট ই নির্বাচনে প্রতিফলিত হয় যদি কারচুপি না হয়।
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথার সবটাই ঠিক। আমি শুধু আওয়ামী বিরোধীদের পিট বাঁচানোর কথা বলছি। আপা বলেছেন ২০০১ এর মত তিনি এবার ছেড়ে দিবেন না। ওরা আপার যে সব বদনাম করছে তাতে একটা মহাহেস্তনেস্ত এর অপেক্ষায় দেশ।
৯|
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪০
মেঠোপথ২৩ বলেছেন: @সৈয়দ কুতুব , জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার সুযোগ নেই বলেছেন নাহিদ ইসলাম বলেন। নাহিদ খুব স্পষ্টভাবেই বলেছে যে, নভেম্বরের মাঝেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে
একমাত্র বিএনপি সংস্কার ও জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। লেখক ঠিকই লিখেছে যে, এক দলের আবদার( মামাবাড়ি) রক্ষার দায় ইন্টারিম সরকারের নাই। একটা গনভোট কবে হবে এতটুকু সিদ্ধান্ত নেয়ার সাহস না থাকলে এই ভন্ড কাপুরুষের দল উপদেষ্টা হতে গেল কেন বুঝতে পারি না।
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা গণিমতের মাল কে কতটা নিবে সে চিন্তায় আছে। ওদিকে তাদের পিঠের চামড়া তোলার প্রত্রিয়া চলছে। আপার যে বদনাম তারা করছে সেই রূপে তিনি ফিরতে পারলে তাদের কি হবে সেটা তারা ভাবছে কি?
১০|
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৭
রৌশন বলেছেন: জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট হবে কিনা এ বিষয়টি সুরাহা করার জন্য একটা গণভোট হলে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট তো হয়েই যাচ্ছে!
কিছু লিখার আগে একটু ভাববেন।
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভেবে চিন্তেই বলছি। বিএনপি মনে করছে জিয়ার সময় ফিরে এসেছে। বিষয়টা আসলে সেরকম নয়। এবার আপা ফিরলে তাদের যারা দেশে আছে তাদের অবস্থা গুরুতর হয়ে যাবে।
১১|
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:০৩
সৈয়দ কুতুব বলেছেন: মেঠোপথ @যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই তাদের সংস্কার বিএনপি মানতে বাধ্য নয়। এনসিপি আর জামাত কিছু আসন নিশ্চয়তা পেলে সব সমঝোতা হয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১২
সৈয়দ কুতুব বলেছেন: এনসিপির গণভোট কখন হবে সেটা নিয়ে কোনো পজিশন নেই। জামাতের নায়েবে আমির বসতে চান ফখরুল ইসলাম আলমগিরের সাথে ; ইহা গুড ডিসিশন । আসলে বিষয়টা যতটা সিরিয়াস ভাবে দেখানো হচছে এতটা সিরিয়াস না ।