![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" চরিত্র অমূল্য সম্পদ " এই অমূল্য সম্পদের কিভাবে অবমূল্যায়ন করতে হয় , কিভাবে চরিত্র শব্দের পূর্বে "দুশ্" (দুশ্চরিত্র) যুক্ত করতে হয় তা আমরা শিশুকাল থেকে শিক্ষা পাই।
"আতা গাছে তোঁতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কয়না কেন বউ।"
আমাদের শিশুসুলভ কোমল হৃদয় যখন একটা মেয়েকে বোন / খেলার সাথী এর বাইরে ভাবতে পারেনা তখনই এই ধরনের ছড়া আমাদের সাথে বউ শব্দের পরিচয় ঘটায়। শুরু হয় চরিত্র গঠনের জয়যাত্রা।
অতঃপর "হাজার বছরের " হাত ধরে আমরা পরিচিত হই পরকীয়ার সাথে। মকবুলের ভাই মন্তু আর মকবুলের ৪র্থ বউ টুনির রগরগে পরকীয়ার সাথে আম্বিয়া-মন্তুর প্রেম, এতো চরিত্রের সুউচ্চ রুপ।
এক বউ আর কত?, তাইতো "পদ্মা নদীর মাঝি" কুবের তার সেলিকা কপিলাকে নিয়ে সুখের সংসারের স্বপ্নে বিভোর।
অন্যদিকে দুষ্ট রাজা দুশমন্তের দুরন্তপনায় শকুন্তলার রগরগে অবয়ব বর্ণনা চরিত্র গঠন প্রক্রিয়াকে আরও সহজ করেতোলে।
মৃত্যুঞ্জয়ের সেবার উদ্দেশে বিলাসীর জঙ্গল গমন ও কিন্তু আমাদের চরিত্রকে সুগঠিত করে।
কবি সাহিত্যিকদের এরকম সাহায্যের পর যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পৌছাই তখন চোখের সামনে সাহিত্যকর্ম দেখতে পাই।
পুস্তক সাহিত্য আর বাস্তব সাহিত্তের প্রভাবে আমাদের চরিত্র অনেক বেশি সুগঠিত হয়।
©somewhere in net ltd.