|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ছোট বেলার কিছু নস্টালজিক ছড়া.....
ছি! ছি! ছি! দাদা পান সুপারি খায়,
পান সুপারি খেয়ে দাদা হাট বাজারে যায়,
হাট বাজারে কুকুর ছিল কামড় মেড়েছে,
সে কামড় খেয়ে দাদা গাছে উঠেছে,
গাছে ছিল কাঠবিড়ালি কামড় মেড়েছে,
সে কামড় খেয়ে দাদা পানিতে পড়েছে,
পানিতে ছিল কুমির মশাই কামড় মেড়েছে,
সে কামড় খেয়ে দাদা বাড়ি ফিরেছে,
বাড়িতে ছিল ছোট বউ লাথি মেড়েছে,
সে লাথি খেয়ে দাদা স্বর্গে উঠেছে,
স্বর্গে ছিল রাজকুমারী বিয়ে করেছে,
বিয়ে করে দাদা আমার সুখি হয়েছে।
.
আজ স্কুল বন্ধ, গোলাপ ফুলের গন্ধ,
গোলাপ ফুল সাদা, মাস্টার মশাই গাধা।
.
আজ স্কুলে যাবো না,
বেতের বাড়ি খাবো না,
বেত গেলো ভাইঙ্গা,
মাস্টার মশাই দিলা কাইন্দা।
.
দুই আর তিন পাঁচ,
তুই আমার গু খাছ...।
.
পানির তলে পাখির বাসা,
মৌসুমী তর ভালবাসা...।
.
রামাই......
সালমান তর জামাই.....।
.
ক্লাস 1....
গু খাইয়া জোয়ান....।
ক্লাস 2......
বাল্টি ভরা গু.....।
ক্লাস 3....
রাইত হইলে জুতা চোরি....।
ক্লাস 4....
কালা কুত্তার হউর( হওর মানে শ্বশুর)।
ক্লাস 5.....
টয়লেটের পাইপ...।
.......
দিন গুলি আমার সোনার খাঁচায় রইলো না পড়ে।।
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ২২ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৯:৪৫
২২ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৯:৪৫
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ
২|  ২২ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৮:০৭
২২ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৮:০৭
নিহান ওয়াহিদ বলেছেন: ওয়ান টু থিরি
পাইলাম একটা বিড়ি
বিড়িতে নাই আগুন
পাইলাম একটা বেগুন
বেগুনে নাই বিচি
পাইলাম একটা খিচি (পলিথিনের ব্যাগ) 
খিচিতে নাই টাকা
আইলাম আমি ঢাকা
ঢাকাতে নাই গাড়ি
কেম্নে যাউমু বাড়ি
  ২২ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৯:৪৬
২২ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৯:৪৬
হাবিব শুভ বলেছেন: এটা ভুলে গিয়েছিলাম। মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৮:০৪
২২ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৮:০৪
ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর লেখা, ভাল লাগল।