নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবীব_ফরিদপুর

হাবীব_ফরিদপুর › বিস্তারিত পোস্টঃ

বলশেভিক ষ্টাইলে মির্জা ফখরুলের হেফাজতে ইসলামের লংমার্চ আন্দোলণের ব্লু প্রিংন্ট

২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৪









রাশিয়াতে লেনিনের রেভ্যুলেশন ইঞ্জিনিয়ারিং এর মত কিছু করতে চাচ্ছে মির্জা ফখরুল কিন্তু বার বার স্লিপ খাইয়া ফ্লপ হয়ে যাচ্ছে ।

মনে আছে বিএনপির বিগত ১২ ই মার্চের চল চল ঢাকা চল আটেম্প ।

তারা কিন্তু সেই দিন একটা লোককেও ঢাকায় আনতে পারেনি । পারেনি তাদের হিডেন আজেন্ডা ইমপ্লিমেন্ট করতে ।যমুনা ব্রিজ ছিল শুনশান নীরব !

তাদের উদ্দেশ্য ছিল বলশেভিকের কায়দায় আওয়ামিলীগকে ক্ষমতা থেকে উতখাত এবং জামাতের কাছ থেকে যুদ্ধাপরাধীদের মুক্তিপন নিয়ে যুদ্ধাপরাধীদের মুক্ত করা ।

১২ ই মার্চে তারা ফেইল করেছিল আবার সেই আটেম্প নিচ্ছে নেক্সট এপ্রিলে ।

তাদের উদ্দ্যেশ্য হল সারা দেশ থেকে ঢাকা শহরে ১ কোটি লোক নিয়ে আসা ।

হ্যা এটাই তাদের প্রধান এবং কাজের বেজ, তার পর সেই লোকালয়ে শিবিরের কিছু আর্মস ক্যাডার ছেরে দেওয়া । ব্যাস ।



যেভাবে এই টনিক কাজ করবে ঃ



ঢাকা শহরে পিক টাইমে আসা যাওয়া এবং বসবাসকারী মিলে মোট প্রায় ২ কোটী লোক সবসময় থাকে । এর সাথে যদি যোগ হয় আরো ১ কোটি তাহলে রাস্তা ঘাটে পা রাখার জায়গা থাকবেনা ।ধরেন এই মানুষগুলো থাকা শূরু করল , এরা থাকবে তো রাস্তায় । তার মানে রাস্তা ব্লক । এরা যদি থাকে তবে মলত্যাগ করবে কোথায় ? সেও রাস্তায় । বহিরাগত এই লোকগুলো ঢাকার খাবার পানিতে ভাগ বসাবে । ঢাকাবাসীদের জীবন হবে অতিষ্ট । এর পর আরো ২ চারদিন পর চলবে লূটতরাজ ।মানে রাস্তায় গিজ গিজ করবে মানুষ । এ ওর ঘরে , সে তার ঘরে যে যেভাবে পারবে ঢাকায় বাসরত লোকদের কাছ থেকে সাহায্য নেবে , যেমন পানি খাওয়া , খাবার খাওয়া , বাথরুম ব্যবহার করা । এর পর চলবে লুট । এই আগত এককোটি লোকের মধ্যে থাকবে বিশেষ ইনসট্রাক্টেড কিছু লোক যারা লূটতরাজ করবে ঢাকাশহরের নিরিহ ভদ্রলোকের ঘরে ঢুকে যাবে । মিডিয়ায় নিউজ আসবে , এবং বদলোকগুলা এই কাজ আরও বেশী করা শুরু করবে । এবার চিন্তা করেন ঢাকা শহরের অবস্থা । এমতাবস্থায় হাই লোডশেডিং এবং এই এনার্কির মধ্যে ছেড়ে দেওয়া হবে শিবিরের ৩০০ ট্রেইংন্ড আর্মসড ক্যাডার উইথ এ টার্গেট লিষ্ট । যদিও এখন শীবিরের দশ হাজার সদস্য ঢাকায় অবস্থান করছে বিভিন্ন গোপন আস্তানায় ।

যাই হোক তখন ফখরুল বলবে সরকার ক্ষমতা না ছাড়া পর্যন্ত এই লোকগুলো ঢাকা শহর ছাড়বেনা । তখন বাধ্য হয়ে ঢাকাবাসীরাও বলবে ক্ষমতা ছেড়ে আমাদের রেহাই দাও । উপায় নাই । এইরকম একটা গ্র্যান্ড আনার্কির প্ল্যান ছিল ১২ ই মার্চে ।

সরকারের পলিটিক্যাল ইন্টেলিজেন্সের মোটিভ আনালাইসিস এবং ফখরুলের ঘোষনার পরে গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ক্রস্ম্যাচিং এর পরে সরকার লোক তো দূরে থাক একটা পক্ষীও ঢাকা আসবার দেয়নাই ১২ ই মার্চে ।

দেখা যাক এইবার হেফাজতে ইসলামের লংমার্চ দিয়া ফখরুল কি করে ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৭

ইউনুস খান বলেছেন: ভাইজানের পোস্ট পড়ে হাসতে হাসতে পাগল হয়ে যাওয়ার দশা হইছে।

১২ ই মার্চের সমাবেশের আগের ২ দিন, সমাবেশের দিন সারাদেশে আওয়ামীলীগ তথা সরকার অঘোষিত হরতাল পালন করেছিলো। যা নজিড়বিহীন।

তারপরও সেই সমাবেশে যে লোক হয়েছিলো তা দেখে নাকি আবুল-হাবুলের মতো দুর্ণীতিবাজ মন্ত্রীরা নাকি কাপড় ভিজিয়ে দিয়েছিলো।

২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:০০

কালো স্বপ্ন বলেছেন: আরি বাবা আপনি তো ব্যজায় বিশেষ ভাবে অগ্গ মানে বিশেষগ্ঞ।আহেন আপনারে একটা কিস দেই।

৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৫

জিয়া চৌধুরী বলেছেন: হেফাজতে ইসলামি ও এর প্রধান শাহ আহমদ শফির ব্যাপারে আগে থেকেই সরকারকে সতর্ক করেছিল পুলিশ। ২০১২ সালের ১১ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো এক প্রতিবেদনে পুলিশ সদর দপ্তর এই সতর্কতার কথা জানায়।

স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠানো ওই প্রতিবেদনে হেফাজতে ইসলামির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করে পুলিশ সদর দপ্তর। প্রতিবেদনে বলা হয়, দলটি জামায়াতে ইসলামি ও ইসলামি ঐক্যজোটের মতো সরকারবিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে যুক্ত।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হেফাজতের প্রধান শাহ আহমদ শফি বিএনপি নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোটের সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ রাখছেন। অদূর ভবিষ্যতে সরকারবিরোধী আন্দোলনে হেফাজত সমর্থন যোগাতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, “শাহ আহমদ শফি সরকারের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের উস্কে দিচ্ছেন।”

হাটহাজারী এলাকার মাদ্রাসাগুলো নিয়ে তৈরি ওই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফি এবং তার ছাত্র-শিক্ষকদের কর্মকাণ্ডের কারণে চাপের মুখে রয়েছে হাটহাজারী পুলিশ।

এছাড়া হেফাজতের আমির শাহ আহমদ শফির নেতৃত্বেই দেশের সব কওমি মাদ্রাসা চলে বলে প্রতিবেদনে জানানো হয়।

এতে বলা হয়, দলটি দীর্ঘদিন ধরে একটি বিশেষ মতাদর্শকে কেন্দ্র করে সরকারবিরোধী আন্দোলনে সমর্থন দিয়ে আসছে। যদিও জামায়াতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে তারা দাবি করছে।

২০০৮ সালের ১১ এপ্রিল পুলিশ ইসলামি ঐক্যজোটের একটি মিছিলে বাধা দেয়, যার প্রতিবাদে হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা মাঠে নেমে আসে। তারা সেদিনই সন্ধ্যায় হাটহাজারী মডেল পুলিশ স্টেশনে হামলা চালায়।

প্রতিবেদন মতে, এই হামলা নিয়ে হাটহাজারী পুলিশ মামলার প্রস্তুতি নিলেও মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের চাপের মুখে হামলাকারীদের কথা উল্লেখ না করেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

এছাড়া ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি পুলিশ চট্টগ্রামে হেফাজতকে মিছিল করতে দেয়নি। এরপর ওই মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায়, পুলিশের গাড়ি ভাঙচুর করে, এমনকি পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নেয়। ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি ওই ছাত্র-শিক্ষকরাই লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে এবং এর পরদিন হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পুলিশ সদর দপ্তরের এ প্রতিবেদনের ভিত্তিতে ২০১২ সালের আগস্ট একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে এ বৈঠকের ফলাফল সম্পর্কে আর জানা যায়নি।

চলতি মাসে বিভিন্ন কর্মকাণ্ড চালানোর পাশাপাশি হেফাজত সরকারকে আল্টিমেটাম বেঁধে দিয়ে বলেছে, তাদের ১৩ দফা দাবি পূরণ না হলে ৬ এপ্রিল থেকে তারা হাজার হাজার সমর্থক নিয়ে লং মার্চ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৪

মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: ভাইজান কি স্বপ্ন দেখছেন !! নাকি কিছু টানছেন ?

৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৬

ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: ভাইয়েরা

চলেন আমরা আমাদের সময়টা ব্লগ বা ফেসবুকে অন্যের গীবত না করে সুষ্ঠুভাবে আল্লাহর ইবাদতে ব্যয় করি। জীবন দুই দিনের, ইহজগতের এসব সিলসিলায় না জড়িয়ে নামাজ, জিকির, রোজা রেখে সিরাতুল মুস্তাকিম এর দিকে চলতে শুরু করি। আল্লাহ আমাদের সুবুদ্ধি দিন, আমিন

৬| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৩

স্বাধীন শোয়েব বলেছেন: আপ্নে কি ৩০ এপ্রিট্রাম্প কা্ডের কথা কইতাসেন ভাই। প্রয়াত জলিল সাহেবের যেইটা দেয়ার কথা ছিল। আফসোস উনি সেটা দিতে পারলেন না।

৭| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৫০

দিশার বলেছেন: @ফরটি, ভাই পিউর বিনোদন পাইলাম আপনার কথায় B-) B-) B-)

৮| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

এই আমি সেই আমি বলেছেন: জামাতের মিলিয়ন ডলার আজ কথা বলছে ।

৯| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩

আলতামাশ বলেছেন: আপনি একজন বিশেষ+অজ্ঞ :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.