![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাদের মোল্লার ফাসিতে দেশের সুশীলদের উচিত ছিল একটা ধন্যবাদ অন্তত দেওয়া ।
কাদের মোল্লা কে ফাসিতে না ঝোলাতে শেখ হাসিনা কে যুক্তরাষ্ট্রের মন্ত্রী কেরী ফোন করছে । জাতিসংঘের মহাসচিব বান কি মুন ফোন করল । তারানকো তার মিটিং ক্যান্সিল করে চলে গেল । তবু ও শেখ হাসিনা কাদের মোল্লার ফাসি থামালেন না ।
কোন অপরাধীকে তার ঘ্রিন্নতম অপরাধের জন্যে ফাসি দেবার আগদিয়্যা জাতিসংঘের মহাসচিব তাকে ফাসিতে না ঝোলানোর জন্যে তদবির কোথাও কি এর আগে করেছে ? একটা খুনী কে ফাসিতে না ঝোলানোর তদবির করল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী কেরী । আর তার ২ দিন পরে ৩৯ জনের ফাসি হল ইউএসএ তে ! কি ভাবে এসব সম্ভব ? তবে কি তারা খুনীর পক্ষে ? আর ফোন যখন করেই বসছে তখন একটা জিনিষ তো ক্লিয়ার যে তাদের খুনীর প্রতি সিম্প্যাথী আছে ।এবং এইসব বড় বড় মোড়োলদের রিকোয়েষ্ট না শুনলে কি হয় তা শেখ হাসিনা ভাল করেই জানেন ।
এবং তিনি তাদের রিকোয়েষ্ট রাখলেন না । যদি রাখতেন তবে তিনি কিন্তু অত্যান্ত সুইট একটা কিছু রেজাল্ট পাইতেন ।
এক রাতের মধ্যে তিনি এক বোন ছারা পরিবারের সবাইকে হারিয়ে বেচে আছেন । প্রতি মুহুর্তে বুলেট তাকে তারা করে ফেরে ।কেন এমন জীবন তার ? এ শুধু আমাদের জন্যেই । বাংলাদেশের জন্যে । বাংগালীর জন্যে । দেশের আপামর জনসাধারনের জন্যে ।
উচিত কি ছিলনা দেশের সুশীল সমাজের শেখ হাসিনা কে ক্রিতজ্ঞতা জানানো ? আর কি বলব শুধু সুশীল কেন সবারই উচিত ছিল একটা ধন্যবাদ অন্তত দেওয়া ।
ভবিষ্যত প্রজন্ম আমাদের সুশীল সমাজ কে থু দিবে । থু দিবে ডঃকামাল হোসেন কে । এত বড় একটা কাজ সফল ভাবে সম্পন্ন করার পরেও আপনারা একটা কম্পলিমেন্ট দেন না । ছোটলোক কোথাকার - হ্যা যখন প্রকাশ্যেই প্রমান করলেন আপনারা ,আপনারা কেমন ,তো আমার আর বলতে আপত্তি থাকবে কেন ?
বুঝতে পারবে ভবিষ্যত প্রজন্ম যে কত কুটিল জটিল এবং নোংরা এ দেশের শিক্ষিত সুশীল । এদের আবার তত্ত কথা , দেশপ্রেম ।
তবে দেননি বলে যে দেওয়া যাবেনা তা তো না , দেশের ব্যাবসায়ী সমাজ এবং ইত্যাদি সবাই যারা যুদ্ধ অপরাধের বিচার চান এবং কাদের মোল্লার ফাসিতে খুশী তাদের সবার উচিত আওয়ামিলীগের নির্বাচনী ওয়াদা পালন করার জন্যে শেখ হাসিনা কে ধন্যবাদ দেওয়া ।
নইলে ইতিহাস আপনাদের রাখবে আস্তাকুরে , শেখ হাসিনা কিন্তু ঠিকই আসমানের তারার মত ঝকমক করবে ।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০
পাঠক১৯৭১ বলেছেন: শেখ হাসিনা রাজাকারদের বিচার করাচ্ছেন উনার ২০০৮ সালের নির্বাচনী ওয়াদা হিসেবে: ঠিক আছে; কিন্তু ওখানে আরও আোনেক ওয়াদা ছিল: তন্মধ্যে 'প্রতিঘরে জনের চাকুরী' ছিল খুবই দরকারী; সেটি হয়নি, সেতু হয়নি, স্টক-মারকেটের দুস্তদের থেকে টাকা ফেরত নেননি; তাই হয়তো মানুষ দেখছে কি হচ্ছে!