নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবীব_ফরিদপুর

হাবীব_ফরিদপুর › বিস্তারিত পোস্টঃ

খুনী জিয়ার খুনের খতিয়ান - ১

১৫ ই মে, ২০১৪ রাত ৩:৪৬









মানুষের পরিচয় তার কর্মে ।একটা মানুষ জীবনে নানান ধরনের কাজই করে থাকেন , কিন্তু সবকিছু ছাপিয়ে দেখা যাবে একটা বিশেষ কাজ কে সামনে রেখে বাকী কাজগুলো হত । কাজই বলে দেয় ব্যাক্তির পরিচয় ।

মেজর জেনারেল জিয়াউর রহমান । বাংলাদেশে ওনার অনেক পরিচয়ই আছে , কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে তার আসল যে চরিত্র তা কিন্তু উঠে আসেনি , বা আনা হয়নি । আর তা হল খুনী চরিত্র ।

জিয়াউর রহমান কে নিয়ে আমি অনেক চিন্তা করি এবং করেছি ।উত্তরবংগ বগুরার গাবতলী থেকে উঠে আসা একজন আর্মি অফিসার জাতীর পিতাকে খুন করে ফেলল? কিভাবে ? কেন ? আমি ভাবতাম যে কি , জিয়া কি ভাবত । কি চিন্তা জিয়াউর রহমান করতেন । দেশের সর্বোচ্চ পদাধারী লোককে খুন করে ক্ষমতা দখল করা ? নাহ – তা না। তা যদি হত তবে এর আগেও সে অন্য বা অনেক এটেম্প নিত বা নেবার চিন্তা করত । তা কিন্তু নেই । জিয়া বংগবন্ধু কে খুনের আগে কি কাউকে খুন করেছিল ?? যদি না করে থাকে ?



কিছু জুনিয়র অফিসার এসে তাকে যখন বলল চেঞ্জ আনার কথা , তখন তিনি তাদের সাথে সায় দিলেন, কিন্তু কেন, কারন হল ভয় ।

জিয়া ছিলেন অসম্ভব সুবিধাবাদী একজন এবং চতুর লোক। জুনিয়রদের প্রস্তাব শুনে আসলে তিনি পেয়েছিলেন ভয় , যে যদি আমি সায় না দেই তবে তো আমাকেই মেরে ফেলবে কারন ঘটনা ঘটাবে সেটা আমি জেনে গেছি । ভয়ের থেকে ভীতুরা আঘাত করে ।

মেজর জিয়ার জীবন চরিত্র পর্যালোচনা করলে একটা সূক্ষ জিনিষ দেখা যায় যে তিনি তার বিশাল কর্মময় জীবনে কখনই কাউকে খুন করতে দ্ধিধা করেন নি ।খুনের ব্যাপারে জিয়া ছিলেন একেবারেই আপোষহীন ।

যখনই কোন সমস্যা তখনই খুন ।

বঙ্গবন্ধুকে হত্যা নিয়ে আজ কিছু বলবনা । তার জীবন পর্যালোচনা করে দেখা গেছে ,বঙ্গবন্ধু ছাড়াও সে আরও অনেক কে খুন করেছেন । এবং তাদের বেশীর ভাগ অথবা সবাই ছিলেন বীর মুক্তিযোদ্ধা !

সেইক্ষেত্রে কিন্তু আরেকটি প্রশ্ন এসে যায় যে জিয়া কি মুক্তিযোদ্ধা ? যদি জিয়া মুক্তি যোদ্ধাই হবে তবে তার হাতে এত মুক্তিযোদ্ধা কেন খুন হবে ? সেই প্রশ্নে পরে যাব আপাতত দেখি আমরা মেজর জেনারেল জিয়াউর রহমান কাকে কাকে খুন করলেন । ( চলবে )



মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ সকাল ৮:০৪

শেরশাহ০০৭ বলেছেন: ভাই নাম টা ফরিদপুরি রাকলে ভাল হয়.................।

২| ১৫ ই মে, ২০১৪ সকাল ৮:৩৯

ভুয়া প্রেমিক বলেছেন: ফরিদপুর নামক ফকিরা জেলাটি কি গোপালগঞ্জের আশে পাশে অবস্থিত?

১৫ ই মে, ২০১৪ সকাল ৯:৩৬

হাবীব_ফরিদপুর বলেছেন: নামই ভূয়া আপনার উত্তর আর দিব কি

৩| ১৫ ই মে, ২০১৪ সকাল ৯:৩৪

ভুক্তভোগী বলেছেন: বাবা যদি মাকে ফেলে রেখে অন্য মেয়ে নিয়ে (বিবাহ না করে) সংসার করে তাহলে হয়তো অনেক সন্তানই তার বাবাকে আঘাত করবে ।

আমি আমার বাংলাদেশ মাতাকে ভালবাসি । কিন্তু আমার সাহস কম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.