![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেনীর ঘটনায় নিজাম হাজারীকে সন্দেহ করিনা । বরং মনে করি এটা জামাত বিএনপি ঘটাইছে ।
যেহেতু নিজাম হাজারীর সাথে একরামের মনোমালিন্য বা বিভেদ কিছু ছিল , কিছুদিন আগে একরাম জয়নাল হাজারিকে হেলিকপ্টারে করে ফেনী নিয়ে গেছে , তাই এইরকম নিজাম হাজারী- একরাম এর বিবাদময় সময়ে একরামের গায়ে হাত পড়লে স্বাভাবিকভাবেই সবাই নিজাম হাজারীকে সন্দেহ করবে । আর ফেনি হল বিএনপি অধ্যুষিত এলাকা । তাই বিএনপির কেউ এই কাজ করছে না ভেবে লোকজন নিজাম-একরামের বাদবিবাদের ফসল এইটা ফেনীর অধিকাংশ লোক ভাববে ।
দ্বিতিয়ত হামলা হবার সাথে সাথে যেভাবে নিজাম হাজারীই এই খুন করছে – এই টোনটা হত্যার ঘটনার চাইতে বেশী দ্রুত ছড়াইছে । ব্যাপারটা এমন যে কে কখন কাকে কোথায় কিভাবে কয়জন কে কি প্রক্রিয়ায় কোন সময়ে খুন করেছে বা ইত্যাদি পয়েন্টের থেকে ‘ নিজাম হাজারীর ভবিষ্যত রাজনীতির জন্যে হুমকী হইত বলে একরামকে সরাই দিছে ” – এইটা চাউড় হইছে বেশী ।
এমনকি মিডিয়াতেও কারা খুন করছে তাদের বিস্তারিত বর্ননা না দিয়ে জিকির তুলে ফেলছিল যে দুর্ব্রিত্তরা খুন করে পালিয়ে গেছে । ৩০ -৪০ জন লোক ঘিরে কোপানো,গুলি,আগুন ধরিয়ে পুড়িয়ে মারল কেউ ইকটু বাচাতেও আসেনি !! অদ্ভুদ লাগছে আমার কাছে ,যাক সেই কথা বাদ দেই । কিন্তু কেউই কিন্তু মুখোশধারী ছিলনা ।আশে পাশে দোকানদাররা ছিল কয়েকশত , তারা কি এই ঘিরে থাকা লোকদের চেহারা দেখেনিন ?? কথা হল নিজাম হাজারী প্রকাশ্যদিবালোকে এইভাবে একরাম কে কেন খুন করবে ? যদি নিজাম হাজারীই খুন করবে তবে সে খুন করে যেন ধরা না পড়ে সেই রকম ভাবেই খুন করবে তাইনা ??
আর খুনের প্রক্রিয়া দেখে একটা জিনিষ পরিস্কার যে অত্যান্ত ক্রোধের বহিপ্রকাশ ঘটেছে ।এবং ঘটনাটা যেন এক্সামপল হয়ে থাকে সেইভাবে ঘটানো হয়েছে । নিজাম হাজারী এইসব কেন করবে ? নিজাম হাজারীর জায়গায় দারিয়ে খুনটা দেখলে এসব প্রশ্ন করলে কোনটার উত্তরই নিজাম হাজারীর অবস্থান সম্পর্কে তো একটা ফোরকাষ্ট আসেই মানুষের মনে । তাইনা ?
ঠিক একই প্রশ্নগুলো যদি জামাত বিএনপির অবস্থান থেকে করা যায় ? অন্তত আমার কাছে ভালই ক্লিয়ার লাগে যে কামডা খালেদা জিয়ার গংরা করছে ।
খুনটা যেন এমন ভাবে করা হয় , যেন দৈনন্দিন গুম খুনের আড়ালে ধামাচাপা কিছুতেই না পড়ে ।
যেন সারা দেশকে আলোড়িত করে এবং তা নিয়ে সরকারের পতন চাওয়া যায় ।
আর যেভাবে ছাগু বাহীনি প্রচার করতেছে নিজাম হাজারীই খুনী , সাথে ওবায়দুল কাদেরকেও পেচাইতেছে – তাতে একটা বিষয়টা আরও পরিস্কার আমার কাছে যে খুন খালেদার লোকেরাই করেছে ।
তবে আমি দোষ চাপাচ্ছিনা শুধু সন্দেহের কথা বললাম , নিরপেক্ষ তদন্তের রিপোর্টের অপেক্ষায় থাকলাম ।
২| ২২ শে মে, ২০১৪ সকাল ৮:৫০
খালা মনি বলেছেন: এমন করে পাছায় লাথি মারবনা, কুকুর কুকুর মারামারি করেছে আর দোষী কর খালেদা কে। কেন নারায়ণগঞ্জ এ তোমার কোন বাপে ৭টি মাডার করছে।
৩| ২২ শে মে, ২০১৪ সকাল ৯:৩৯
তারা চাঁন বলেছেন: @ হাবীব_ফরিদপুর - নারায়ণগঞ্জে ৭ খুনের পরে সরকারী নেতারাও বলেছিল যে বিএনপি খুন করিয়েছে।
এইবার আপনার হাইপোথিসিস (" আর যেভাবে ছাগু বাহীনি প্রচার করতেছে নিজাম হাজারীই খুনী , সাথে ওবায়দুল কাদেরকেও পেচাইতেছে – তাতে একটা বিষয়টা আরও পরিস্কার আমার কাছে যে খুন খালেদার লোকেরাই করেছে ") এর উপর ভিত্তি করে আপনি বলেন যে নারায়ণগঞ্জে ৭ খুন কে করেছে ?
৪| ২২ শে মে, ২০১৪ সকাল ১০:৩৯
ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশ পৃথিবীকে একমাত্র দেশ যেখানে আইন ফাইন বলে কিছুই নেই!@
৫| ২২ শে মে, ২০১৪ সকাল ১০:৪২
ফিলিংস বলেছেন: ভাই, কুকুর কুকুর মারামারি করেছে আর দোষী কর শিয়াল কে ।
এডা কিরাম কতা..।
৬| ২২ শে মে, ২০১৪ দুপুর ১:২৯
আহ্নিক অনমিত্র বলেছেন: " বিভেদ কিছু ছিল "
আপনি কি খবরা খবর কিছু রাখেন !
এখানে কমে করে হলেও এই মুহূর্তে দশটা পত্রিকার রিপোর্ট দিতে পারব, যেটা পড়লে আপনি আপনার কথা ঘুড়িয়ে নেবেন !
না পত্রিকা গুলো বিএনপি ঘেঁষা না, সরকারের চামচা টাইপ গুলোই যা লিখেছে !
বিএনপি কিছু না বললেও চলবে !
৭| ২২ শে মে, ২০১৪ দুপুর ১:২৯
আহ্নিক অনমিত্র বলেছেন: " বিভেদ কিছু ছিল "
আপনি কি খবরা খবর কিছু রাখেন !
এখানে কমে করে হলেও এই মুহূর্তে দশটা পত্রিকার রিপোর্ট দিতে পারব, যেটা পড়লে আপনি আপনার কথা ঘুড়িয়ে নেবেন !
না পত্রিকা গুলো বিএনপি ঘেঁষা না, সরকারের চামচা টাইপ গুলোই যা লিখেছে !
বিএনপি কিছু না বললেও চলবে !
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৪ সকাল ৭:৪৪
কাঙাল বলেছেন: আপনিতো একটা মতামত দিয়াই দিলেন, নিরপেক্ষতা কীভাবে আশা করেন তাইলে?
প্রকাশ্য দিবালোকে এভাবে শত শত লোকের সামনে খুন সারা পৃথিবীতে খুব একটা দেখা যায় না। আর যদি হয়ই, তারা প্রায় সংগে সংগে ধরা পড়ে যায়।
এক্ষেত্রে খুনী কারা - এটা যদি পুলিশ বলতে না পারে এখনো, তবে বলতে হয় পুলিশ বাহিনীর দক্ষতা, যোগ্যতা, আন্তরিকতা ইত্যাদি শূণ্যের কোঠায় পৌছেছে বর্তমানে। এর কারণ আবার পুলিশ নিজে নয়, সরকার বাহিনীর সমস্যা।
এর প্রত্যক্ষদর্শী হয়তো পঞ্চাশজন থাকার কথা। কিন্তু যখন প্রশ্ন করা হবে, কেউই এগিয়ে আসবে না। বলবে, আমি এখানে ছিলাম না, আমার দোকান বন্ধ ছিল। এমনকি যারা এর মোবাইলে ভিডিও রেকর্ড করেছিলেন তারাও পারলে এই ভিডিও ক্লিপ ডিলিট কইরা ফালাইবো।
কারণ জীবনের নিশ্চয়তা কে দেবে? সরকার তো দিবে না। পুরাটই অকার্যকর সিস্টেম।
আইনের শাসন যে দেশে নাই, ভাইরে ব্লগাইয়া কোন লাভ নাই।