নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আকাঙ্ক্ষায় ব্লগে আনাগোনা।

হাফিজ বিন শামসী

আলহামদুলিল্লাহ।

হাফিজ বিন শামসী › বিস্তারিত পোস্টঃ

জি-কে-শা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৮



জি-কে-শা

পাহাড়, পর্বত, উঁচু টিলা
কিবা সমতলে,
সবখানেই জি কের দাপট
ছিল সমান তালে।

বড় বড় রাঘববোয়াল
রথী মহারথী
বাদ ছিল না প্রিয় নেতা
সবাই জি কের সাথী।

পাতি নেতা, বড় নেতা
দেশ বরেণ্য লক্ষ
সব দলেরই নেতার সনে
জি কের ছিল সখ্য।

নেতা, মন্ত্রী নয় কো শুধু
সাথে প্রশাসন,
জি কের তালে নাচতো সবাই
নাচতো সর্বক্ষণ।

জি কে এখন শ্রী ঘরে
নাচে না ঢ্যাং ঢ্যাং
নাচ ফেলিয়ে সবাই এখন
সাজছে কুনো ব্যাঙ।

কত শত দল থাকিতে
জি কের নাহি দল।
জি কে এখন সব দলেরই
ছেঁড়া পাতার বল।

জি কে এখন ভাঙ্গা লাঠি
পায়ের ছেঁড়া জুতা।
ভাঙ্গা লাঠি ছেঁড়া জুতার
যত্ন নেয়াই বৃথা?

জি কে শামীমরা অতীতে ছিল। বর্তমানে আছে। ভবিষ্যতে ও নতুন নতুন জি কে শামীম তৈরি হবে যতদিন না দেশের রাজনৈতিক অঙ্গন কলুষমুক্ত হবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনি কি অবশেষে কবি হয়ে গেলেন? এই ধরণের ঘটনাকে পদ্যে লেখা কবিতা নয়, মনে হয়!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১০

হাফিজ বিন শামসী বলেছেন: যখন কবিদের কবিতা পড়ি তখন কবি হতে মন চায়। ক্রিকেটারদের সাফল্য দেখলে ক্রিকেটার হতে মন চায়। একটাতে ও স্থির থাকতে পারি না।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৯

ইসিয়াক বলেছেন: আমার ভালো লেগেছে ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২২

হাফিজ বিন শামসী বলেছেন: জেনে খুশি হলাম।


ধন্যবাদ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: বেশ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:২৬

হাফিজ বিন শামসী বলেছেন: ধন্য হলাম।

ধন্যবাদ।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

সায়ন্তন রফিক বলেছেন: ভালো হয়েছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১২

হাফিজ বিন শামসী বলেছেন: অনেকটা হেঁয়ালি করে লেখা। কেউ ভালো হয়েছে বললে লজ্জা লাগে।


ধন্যবাদ। ভালো থাকুন দোয়া করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.