![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈর্ষা! শুনলেই কেমন যেন নেগেটিভ নেগেটিভ লাগে! আমার কাছে অবশ্য ভালোই লাগে। কারণ আমি নিজে চরম হিংসুক এক মানুষ। এতে আমার ঈর্ষা লাগে, ওতে আমার গা জ্বলে যায়, তাতে আমার সয় না-এমন নানান জিনিস! আমার নিজেরই বৈশিষ্ট্য, তবুও পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন। ঘঁষছি ঘষ ঘষ করে প্রতিদিন, কিন্তু কয়লা ধুইলে কি ময়লা যায়! ও আল্লাহ! সে এক বিরাট কাহিনি!
আমি সবচেয়ে বেশি ঈর্ষা করি কাকে?
আমার পুরো পরিবারকে। কারণ আমি বাদে তারা সবাই বেস্ট, সবাই সফল, সবাই এই জায়গার এই, সেই জায়গার সেই। আর আমি এখনও বিশ্ববিদ্যালয়ের ইট গুণে যাচ্ছি! বুড়া হয়ে গেলাম গুণতে গুণতে!
আব্বা-আম্মা তো জীবন দেখে ফেলেছেন! আর আমি এখনও ভার বয়ে নিয়ে বেড়াচ্ছি! ভাই-বোনরা সব বিয়ে করে ফেলেছে আর আমি এখনও বয়ফ্রেন্ডের কাছে ডেট এর জন্য ঘুরি! বয়সটা কেন এখনও বিশ্ববিদ্যালয় গন্ডিতে আটকে আছে! সবার বয়স বাড়ে, আর আমার মনে হয় কমছে। আমার এখন এই প্ল্যান, সেই প্ল্যান! পরীক্ষা প্ল্যান, সিভি প্ল্যান, ক্যারিয়ার প্ল্যান- হেন তেন অনেক কিছু। কবে শেষ হবে! কবে চাকরি করে ফেলবো!
পরিবারের বাইরে কাকে বেশি ঈর্ষা করি?
ও আল্লাহ! সেটা জিজ্ঞেস করবেন না প্লিজ! আমার বয়ফ্রেন্ড কে অবশ্যই। সে যখন তার পরিবারের সাথে আড্ডা দেয় তখন আমার ঈর্ষা লাগে, তার ভাইয়ের বিয়ে হলে আমার ঈর্ষা লাগে, তার রেজাল্ট ভালো হলে আমার ঈর্ষা লাগে, এমনকি সে ঈদের জামা কিনলেও আমার ঈর্ষা লাগে!
আমি কেন আড্ডা দিতে পারছি না! পাঁচ বছর ধরে প্রেম করছি আমি আর বিয়ে করছে তার ভাই! ঠেলেঠুলে পড়ার রুটিন ঠিক রাখলাম আমি, আর ট্রিট নিচ্ছে তার বন্ধুরা! একা একা ঈদের শপিং করে ফেলল! কেন? কেন? কেন?
সেই ঈর্ষা আমার। তবে মোটেও ওভার-প্রটেক্টিভ না আমি, মনের ঈর্ষা মনেই থেকে যায় আমার!
আম্মাকে বলা হয়না, আম্মা তুমি এত ভালো কেন? আমার ঈর্ষা লাগে যে!
আব্বাকে বলা হয়না, আব্বা এত কেয়ারিং কেন? আমার ঈর্ষা লাগে যে!
ভাই কে বলা হয়না, ভাইটা তুই এত স্মার্ট কেন? আমার ঈর্ষা লাগে যে!
বোনকে বলা হয় না, আপু আপনি সব পারেন কীভাবে? আমার ঈর্ষা লাগে যে! বয়ফ্রেন্ডকেও বলা হয় না, কেন দূরে থাকো! কেন সব একা একা উপভোগ কর? আমার ঈর্ষা লাগে যে!
বলা হয়না, কিছুই বলা হয়না। ঠিক এই মুহুর্তে আমার আব্বা কি শান্তি মত ঘুমিয়ে আছে! আম্মা নাতির সাথে আড্ডা দিচ্ছে আর আমি বসে বসে দেখছি। কত সুন্দর জীবন এদের! ঠিক এই মুহুর্তে আমার ভাই-বোনেরা সবাই যার যার অফিসে সফল হতে ব্যস্ত, দক্ষ হাতে কাজ সামলাচ্ছে, আর আমি ঘরে বসে তা অনুভব করছি। ঠিক এই মুহুর্তে আমার বয়ফ্রেন্ড আমার সাথে ডেট ক্যান্সেল করে তার ফ্যামিলির সাথে লাঞ্চ আউটে গিয়েছে আর আমি ঘরে বসে আছি। এদের কারো কাছে যাওয়ার আমার সুযোগ নেই, কারো কাছে ঈর্ষা করার অবকাশ নেই।
বসা হয় না কারো সাথেই। আব্বার সাথে বসা হয় না, আম্মার সাথে হি হি করে হাসা হয় না, ভাই-বোনদের সাথে চুটিয়ে আড্ডা দেয়া হয়না, বয়ফ্রেন্ড এর সাথেও আর সামনের তিনমাসে দেখা করার সুযোগ নেই। অথচ তাদের কারো জীবনই থেমে নেই, ভালো চলছে, আমার জীবনও থেমে নেই। তবে আমার মনে ঈর্ষা ঠেসে ঠেসে ভরা। পাশে না থাকার ঈর্ষা, সাথে হাসতে না পারার ঈর্ষা, মন খুলতে না পারার ঈর্ষা, নাচতে না পারার ঈর্ষা, উপভোগ করতে না পারার ঈর্ষা- আরো অনেক অনেক ঈর্ষা জমে আছে। ভালোবাসার মিষ্টি-মধুর ঈর্ষা, ইশ ঈর্ষা! আহা ঈর্ষা!
তারা ঈর্ষা করে তো আমায়? ভাবে তো!
আহা! থাকুক না মনে একটুখানি ঈর্ষা! কী হয় থাকলে! থাকুক, থাকুক।
১২ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
হালিমা সাদিয়া বলেছেন: ঈর্ষাই ঈর্ষা আপু :p
ধন্যবাদ এবং ভালোবাসা
২| ১২ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
শতদ্রু একটি নদী... বলেছেন:
ভাল্লাগছে।
আমিও এমন কইরা বলতে চাই অনেক কিছু।
১২ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
হালিমা সাদিয়া বলেছেন: ধন্যবাদ
বলে ফেলুননা একদিন! আমরাও শুনতে চাই
৩| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন:
আমিও এমন কইরা বলতে চাই অনেক কিছু
আমি বলতাম না। মডুরা ধাক্কা দিয়ে বাইর করে দিবো। দেশ ও জাতির জন্য বেশ ক্ষতিকর।
১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৪
হালিমা সাদিয়া বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১০
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা ভাল ভাল

চ্যারেটি বিগান্স এট হোম এর মত এটা ও না হয় হোম থেকেই শুরু হল
শুভ কামনা আপু তোমাদের সবার জন্য, তোমাকে ঈর্ষার সাগরে ভাষিয়ে সবাই আরও বেশি সফল এবং সুন্দর হোক এই কামনা