![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোদ পোহাক তোর হাত
তোর স্বপ্ন বালুর মাঠ
তুই চোখটা খুলে দেখ
তোর স্বপ্ন চোখে রোদ।
রোদ পোহাক তোর মন
তোর চিত্ত চিরন্তন
তুই সূর্যতে হাত পাত
তোর স্বপ্ন পুড়ে খাঁক।
তুই পাসনে সেথা ভয়
শুধু হাত পেতে তুই নে
তোর চোখের তারায় রাখ
তোর একলা চলার বে।
তবু ছাড়িস নে ওই হাত
তোর খেলাখেলির রাত
ওই দিনটাতে তোর জাত
শুধু রোদ পোহাক তোর হাত।
তারিখঃ ১১/১১/২০১৬
রোদের সাথে আমার নিত্যদিনের সম্পর্ক। মেঘ ভালো লাগে, রোদ বেশি ভালো লাগে। কারণ, সূর্য ভালো লাগে, ইকারুসের কাহিনী টানে। গতবছর ওইদিনটাতে কি ঘটেছিল মনে নেই, তবে অর্থটা এখনো অনুভব করি প্রচণ্ডভাবে। ওইদিন সরাসরি ইন্সটাগ্রামে ছবিসহ প্রকাশ করেছিলাম।
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৮
হালিমা সাদিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:০০
অণু অণুভা বলেছেন: অভিনন্দন সুন্দর কবিতার জন্যে ।
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৬
হালিমা সাদিয়া বলেছেন: ধন্যবাদ
আপনি নিজে কিন্তু চমৎকার একজন লেখক! ব্লগ অনুসরণে দিলাম, আরো সুন্দর কিছু লেখা পড়ার আশায়
৩| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোই লাগলো রোদের সাথে সখ্যতা।
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:২০
হালিমা সাদিয়া বলেছেন: ধন্যবাদ
৪| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ২:০৯
উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে আপু
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৯
হালিমা সাদিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু
৫| ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৪৮
ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগলো। সুন্দর হয়েছে।
২৪ শে জুন, ২০১৭ দুপুর ১:১০
হালিমা সাদিয়া বলেছেন: ধন্যবাদ
৬| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
রোদ পোহাক তোর হাত
তোর স্বপ্ন বালুর মাঠ
তুই চোখটা খুলে দেখ
তোর স্বপ্ন চোখে রোদ।
রোদ পোহাক তোর মন
তোর চিত্ত চিরন্তন
তুই সূর্যতে হাত পাত
তোর স্বপ্ন পুড়ে খাঁক-- রোদ্র নামাতে গিয়ে বৃষ্টি আসে যদি?
২৪ শে জুন, ২০১৭ দুপুর ১:১৪
হালিমা সাদিয়া বলেছেন: আমার কাছে রোদ মানে নতুন দিনের সূচনা। আর বৃষ্টি মানে সেই দিনে একটুখানি অবসর, একদম নিজের জন্য কিছু সময়। বৃষ্টি আসলে আমার আমি হবো!
৭| ২১ শে জুন, ২০১৭ সকাল ১০:৫১
নতুন নকিব বলেছেন:
রোদ পোহাক তোর হাত
তোর স্বপ্ন বালুর মাঠ
তুই চোখটা খুলে দেখ
তোর স্বপ্ন চোখে রোদ।
রোদ পোহাক তোর মন
তোর চিত্ত চিরন্তন
তুই সূর্যতে হাত পাত
তোর স্বপ্ন পুড়ে খাঁক।
তুই পাসনে সেথা ভয়
শুধু হাত পেতে তুই নে
তোর চোখের তারায় রাখ
তোর একলা চলার বে।
তবু ছাড়িস নে ওই হাত
তোর খেলাখেলির রাত
ওই দিনটাতে তোর জাত
শুধু রোদ পোহাক তোর হাত।
---অনবদ্য কবি! অসাধারন কবিতা!!
২৪ শে জুন, ২০১৭ দুপুর ১:১৫
হালিমা সাদিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৫
মোঃ গাউছুল আজম বলেছেন: সুন্দর লেখা