নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারদিকে নদী বেষ্টিত বৃত্তাকৃতির দ্বীপের মত, চির সবুজের সমারোহ বিকেল বেলায় পশ্চিমা আকাশে রুদ্রের লুকোচুরি খেলা এক অজপাড়া গাঁয়ের নাম নিজ ছেংগার চর।জনম দুঃখিনী মায়ের অন্ধেরযষ্টি এলএলবি সমাপ্ত করে সম্মান জনক পদে অধিষ্টিত থাকায় নিরন্তর সংগ্রাম অব্যাহত।।

আমি সম্মানের পাত্র নই

যুগ্মসাধারন সম্পাদক (রায়াব)

আমি সম্মানের পাত্র নই › বিস্তারিত পোস্টঃ

" দুঃখের কুন্তলা "

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮

দশ মাসের শিশু আমি, বিশ্ব ভূবনে
আজরাইল এসে নিয়ে গেল, আমার বাবাকে।
এতিম হলাম ভাই-বোন,বিধবা করিল মাকে,
দুঃখের রাজত্ব কায়েম হল, মোদের পরিবারে।

ভাই আমার গোলাম হোসেনর ঘাম ঝড়ানো শ্রমে
ষষ্ঠ শ্রেনীর ছাত্র তখন ছেঙ্গার চর স্কুলে।গ
ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে, পায়খানা পস্রাব বন্ধ
হাতুরে ডাক্তার সানাউল্ল্যা,ব্যর্থ চেষ্টায় মত্ত।
দু'দিন পরে আনলাম তাকে সামাত ডাক্তারের কাছে
সামাদ ডাক্তার রেফার করেন পাজি হাসপাতালে
পরিক্ষা-নিরিক্ষা শেষ না হতে, প্রদীপ গেল নিভে
গভীর রাতে আনল তাকে আপন বাড়িতে,
কান্নায় চিৎকার সারা বাড়ি,
ঘুম থেকে জেগে দেখি আমি
ভাই আমার মৃত্যু খাটেতে।।

সাত মাসের শিশু বিল্লাল বাবার বদনে
মিটি মিটি হাসে তখন খাটিয়ার বেরি ধরে।

বাবা গেল ভাই গেল আরো কত কি?
যাবার বেলায় দিয়ে গেল দুঃখ স্মৃতি।।


(বিল্লাল ভাতিজা)
(নাঃগঞ্জের নামকরা ডাঃ সামাদ)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.