নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারদিকে নদী বেষ্টিত বৃত্তাকৃতির দ্বীপের মত, চির সবুজের সমারোহ বিকেল বেলায় পশ্চিমা আকাশে রুদ্রের লুকোচুরি খেলা এক অজপাড়া গাঁয়ের নাম নিজ ছেংগার চর।জনম দুঃখিনী মায়ের অন্ধেরযষ্টি এলএলবি সমাপ্ত করে সম্মান জনক পদে অধিষ্টিত থাকায় নিরন্তর সংগ্রাম অব্যাহত।।

আমি সম্মানের পাত্র নই

যুগ্মসাধারন সম্পাদক (রায়াব)

আমি সম্মানের পাত্র নই › বিস্তারিত পোস্টঃ

: কবিতাঃ সপ্তম বাংলা ব্লগ দিবসের সাময়িকীর জন্য প্রেরিত।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

hameems bangla blog
আমি সম্মানের পাত্র নই


" প্রতিবাদী ব্লগ দর্পন"
এস এম সারফুদ্দিন শাওন

স - সগৌরবে দীপ্ত পথে
প্ত - সপ্তম পেরিয়ে অষ্টমে
ম - মহানন্দে এগিয়ে যাবে
সৃষ্টিশীলের পথ ধরে,
বিকল্প সংবাদের মাধ্যম
সামহোয়্যার ইন ব্লগে ।।

বা- বান উঠেছে লোহিত সাগরে
ং- বাংলারও বঙ্গতে
লা- লাবিষ্ট-খবিষ্ট বিশ্ব মোড়ল
ঐক্যবদ্ধ সবখানে...
প্রতিবাদের শেষ ঠিকানা
সামহোয়্যার ইন ব্লগে।।

দি - দিবালোকে যায় না দেখা
ব - বর্ষসেরা খেলোয়াড়
স - সন্ধাকাশে লিলিমার সাজে
সামহোয়্যার ইন ব্লগে।।

উ - উদার নীতির ধূয়া তুলে
প - পথ হারিয়ে মুক্তা খোজে
ল - ললাট বেয়ে রক্ত ঝড়ে
ক্ষে - ক্ষেপনাস্ত্র নিক্ষেপনে...
নিপিড়িত নির্যাতনের কথা বলে
সামহোয়্যার ইন ব্লগে।।


সা - সামিউন, বাসিরুন রক্ষা কর তুমি
ম - মনবিবাদে লিপ্ত গোটা বিশ্বধরনী।।
হো - হোঁদড় রুপী জঙ্গিগোষ্ঠি,
গাজীর নেশায় মত্ত্ব
য়্যা - য়্যারলেসের বিবর্তনেও
বিশ্ব কেন তটস্ত?
র - রণতরঙ্গে মানব জাতি
রক্ষামন্ত্র জপি জপি
সত্যের বিজয় কেতন
উড়াবে যখন অন্তরযামী।।
ই- ইচ্ছামৃত্যুর নেশা যাদের
ইনসাফ লঙ্ঘন কারী
ইবলীসের প্রেতাত্মাকে
আসুন ঘৃনা করি।।

ন - নরপশুদের আস্তানাতে
হামলা চালাই যৌথভাবে
নবীপাকের ঘোষনা মতে
ধর্ম যার যার রাষ্ট্র সবার।


ব্ল - ব্লক মার্কা জারজ আই এস
বিশ্ব শান্তির অন্তরায়,
গ - গড়ম জ্বলে বিশ্বটাকে,
ধর্মযুদ্ধের ধূয়া তলে,
ধর্ম আজি হীনকার।
কে - কেমন ইসলাম কায়েম চাও ?
সেই ঘুম ভাঙ্গানোর আওয়াজ তোলে
সামহোয়্যার ইন ব্লগে।।

অ - অশ্রুসিক্ত শিশুর পিতা
ভি - ভিনদেশীদের ধাত্রী,
ন - নকড়া-ছকড়া অবয়বে
ন্দ - মন্দ পথের যাত্রী।

ন- নব দিগন্তের নাবিক যারা,
প্রগতির পথে আসবে তারা।
তথ্যনির্ভর খবর পেতে,
আয়নার মত দেখতে
সামহোয়্যার ইন ব্লগে।।
সামহোয়্যার ইন ব্লগে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.