![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসার প্রতিদান
তুমি কী শধু আমারি ভালোবাসা
করলে আমার সাথে প্রতারনা।
কেন দিয়ে ছিলে আশা?
কেন দিয়ে ছিলে ভালোবাসা?
কেন আমার সথে করলে প্রতারনা
তুমি তো আমারি শীতের চাদর
ভালোবাসার আদর
হয়তো তুমি আমায় ভুলেই গেছো
তবু তোমাকে ভুলতে পারিনি আজও
চিরদিনি ভালোবেসে যাব হয়ত
স্মৃতি দিয়ে গেলে শুধু আমারি
স্মৃতি করে রাখবশধু তোমারি্
হৃদয়ে নাম শধু তোমারি
তোমাকে ভালবেসে হয়েছি আজ নিঃশেষ ।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৩
চাঁদগাজী বলেছেন:
এটা ভালোবাসার কবিতা নয়, এটা হতাশ মনের কথা