![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
I S I L কি চাও তুমি !!!
-----------------
কি চাও তুমি?? গুলবাগিছা ? না … মানুষের ভালবাসা !!!
তুমি কি বারুদের গন্ধের ভেতর লোবানের গন্ধ পাও?
জাহান্নান্মের গহব্বরে উন্মুক্ত জান্নাতের স্বাদ পাও?
তা’হলে চালিয়ে যাও যুদ্ধের ধামামা-
শহীদি তকমা তোমার গায়ে আঁচড়ে পড়বে;
অপুরন্ত নেয়ামতের ভাগীদার হবে তুমি।
চারদিকে ফুলের সমারোহ,
বেহেশতি খাবার- দাবার,
হুর-পরিদের আনাগোনা বেড়ে যাবে;
তোমার জীবন ধন্য হয়ে যাবে । ভয় নেই –আরো জোরে স্টীগারে চাপ দাও।
যত মানুষ মারা যাবে – প্রতিটা আত্মার বদৌলতে তুমি বোনাস পাবে
মখমলের বিছানা,
সফেদ,আনার,
গুচ্ছ গুচ্ছ আঙুর,
পেয়ালা পূ্র্ণ মদিরা;
চিরযৌবনা কুমারীর আলিঙ্গন।
অপুরন্ত প্রাণে সঞ্চালিত হবে সঞ্জিবনী সুধা –অমর আত্মার প্রসান্তি পাবে তুমি
তোমার হারাবার কিছু নেই !!!
বিপন্ন মানবতা !
হাজারো শিশুর কান্নার আওয়াজ!
স্বামী হারা নারীর বেদনার্ত হৃদয়ের আর্তনাদ !
বৃদ্ধ মা-বাবার শুষ্ক নয়নের কান্না !
চার দিকে স্বামী হারা বিধবার হাহাকার !!
এসবে কি আসে যায় ?
তুমিতো অহংকারী যোদ্ধা নও – কেনানা তোমার খঞ্জরের আঘাতে
যাদের তুমি বধ কর তারা বেদীন-পাপাত্মা।
তোমার চারিপাশে দবদবে বালির রাশি-
উষ্ণ মরুর উত্তাপে আর কতদিন কাতরাবে ?
গোলা –বারুদ বোমার আঘাতে আঘাতে
যতদ্রুত পার এই নশ্বর পৃথিবীকে ধুলায় মিশিয়ে দাও ?
জান্নাতের স্বাদ আস্বাদনে বিলম্ব কেন?
কি চাও তুমি?? গুলবাগিছা ? না … মানুষের ভালবাসা !!!
তারিখ; সেপ্টেম্বার ০৭, ২০১৬
©somewhere in net ltd.