নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

পদক নামা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

পদক নামা
------ এম, এ, জি হান্নান
একুশের পদক, স্বাধীনতার পদক;
সোনায় মোড়ানো ভেজাল পদক।
রাজনীতি চর্চায় পদক;
গুণের গুণ বিচারে পদক।
জনগনের টাকায় পদক;
প্রচারে প্রসারে পদক;
পদক আজ পাদুকায়।

সৃজনশীল প্রশ্নমালায় পদক
কোমল মনে কিশোর-কিশোরীর
সাজানো উত্তরমালায় পদক।
পদকের খ্যাতি আজ বিশ্বজোড়া
গণেশ উল্টিয়ে দেখ;
পদকের সোনা ভেজালে ভরা।

জীবনে মেলেনা পদক
পদক মেলে মরবার পরে;
কবরের গায়ে শিলাখন্ডে লেখা
পদক প্রাপ্ত বঙ্গ সন্তানের নাম
খ্যাতির শিখড়ে মিলবে পরিত্রাণ।

সোনার পদক, রূপার পদক,
কতই না ধাতবে মোড়ানো পদক
শান্তির পদক পেয়েছিল ইউনূস
পদকের ভারে হারিয়েছে পদ
শান্তির বার্তা ফেরি করে বিশ্বময়
অশান্তির এই দেশে নীরব সে রয়।

পদক যে দেয়, পদক যে পায়
কৃতিত্ব সবার-পদকের মান হোক;
অক্ষয়, অম্লান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.