নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

ভাষা দিবসের শপথ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮


দুখিনি বর্ণমালার গাঁথুনিতে মিনার,
যেখানে চেতনার চূড়া সুউচ্চ
অসীম সাহসে দাঁড়িয়ে আছে,
উঁচু করে বাঙ্গালীর শির, সুমহান গৌরব
তুমি অহংকার, তুমি স্মৃতির মিনার।
শহীদ মিনার।

কিছু সাহসী যুবকের শপথ মৃত্যুঞ্জয়ী, অনড় ছিল
রাজপথ কাঁপিয়ে দিল;
রক্ত দিল,বর্ণমালার জন্য রক্ত,
ভাষার দাবীতে জীবন দিল,
মরণ পণ শপথ,
মায়ের ভাষা বাংলার দাবীতে মরণ শপথ।

ফাগুনে ফুটা শিমুল পলাশের রঙ হয়েছিল ম্লান
রক্তের পিনকি ঝরেছিল রাজপথে
পাঁজরে বিদ্ধ বুলেট
ভাষার দাবীতে শহীদ,
বিরল ইতিহাস; অমর ইতিহাস,
মায়ের ভাষা বাংলার দাবীতে গড়া ইতিহাস।

সালাম, জব্বার, বরকত আর রফিকের রক্তে লেখা
বাংলা হরফ, অ আ ক খ।
হাজার বছরের বাংলা ভাষার গৌরব গাঁথা
লাল হরফে লেখা হল অমর কবিতা,
মায়ের ভাষা বাংলার দাবীতে লেখা কবিতা।
অমর একুশ তুমি বাঙ্গালীর মহাকাব্য
শোকে দুখে অহংকারে দীপ্ত সতেজ সাহস
সোনার হরফে লেখা অমলিন ইতিহাস।
মায়ের ভাষা বাংলার মহাকাব্য।

হে বিশ্ব বাসী যারা মার্তৃভাষাকে ভালবাস
যারা নিজের অস্তিত্বকে ভালবাস
যারা আপন গৌরবে বলিয়ান;
এই বাংলার বুকে শহীদ মিনারে সমবেত হও
তোমার চেতনাকে হোক শাণিত
ক্ষুরধার শাণ,
রুখে দাঁড়াও ভাষার সাম্রাজ্যবাদ,
একটা ইতিহাস
একটা মহাকাব্যের গাঁথুনি রচিত হোক
মায়ের ভাষার জন্য মহাকাব্য রচিত হোক
যেন অকালে হারিয়ে না যায়
আর কোন ভাষা, কোন মায়ের মুখের ভাষা।
---
চট্টগ্রাম – ৭/০২/ ২০১৯

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: এত্তগুলা বানান ভুল :((

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: সবার আগে শিরোনামটা ঠিক করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.