নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবসূর্য

জিকরুল হক

জিকরুল হক › বিস্তারিত পোস্টঃ

মর্যাদা

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

**মর্যাদা **
======জিকরুল হক
আপনচোখে
সে হলো বড় ভাগ্যবান,
যেখানে যায়
সেখানে হয় চরম অসন্মান।
,
চৈত্র মাসে জন্ম তাহার
তাপ দাহনে ভীষণ জ্বালা ,
তাই বলে কি সাদা হৃদয়
পুরোটাই তাহার কালা?
,
সাধনা করে যদি কেহ
না ধরে সাধকের ভ্যাস,
তাই বলে সবাই তাকে
করবে ব্যঙ্গ উপহাস !
,
কুঠিরে রাখা অস্ত্র যাহার
আসে নাই কোনো কাজে,
তাই বলে কি তাহার দক্ষতা
সব কিছুই হয়েছে মিছে ?
,
জ্ঞান অর্জন করে যদি
চাকরী নাহি ধরে,
এই সমাজে তাহার অর্জন
সবেই কি রসাতলে?
,
সব ফুলের হয় না মালা
বাগানে শোভা পায়,
তাই বলে ত মালির সনে
জবাব নাহি চায়।
,
গাড়ী বাড়ী চাকুরী কড়ি
মামা ঊর্ধ্বতন,
এই সমাজে এরাই হচ্ছে
মহা সুধীজন।।
***************

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: এই রকম ক্ষুদ্র ছন্দে কিভাবে লিখেন, আমি ট্রাই করেছি, কিন্তু ফেল। বেশ ভাল হয়েছে।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

জিকরুল হক বলেছেন: ভালো হয়েছে কি না তা জানি না আপনি লেখেন এর চেয়ে অনেক ভালো হবে অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *খুব ভালো হয়েছে ভাই, আমি আপনার দোয়া চাই । ।।।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

জিকরুল হক বলেছেন: আপনি বড় কবি আমাদের জন্য দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.