নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবসূর্য

জিকরুল হক

সকল পোস্টঃ

একুশ তুমি

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

একুশ তুমি
******-***জিকরুল হক
একুশ তুমি বাংলা মায়ের বুক করেছ খালি,
একুশ তুমি বাংলার বুকে রক্ত দিয়েছ ঢালি।
,
একুশ তুমি মাতৃভাষার রক্ষার প্রতিবাদ,
একুশ তুমি শত্রুর গুলির চিহ্ন হয়ে থাক।
,
একুশ তুমি বাংলা ভাষার চির অহংকার,
একুশ...

মন্তব্য২ টি রেটিং+১

জগত বৈচিত্র্যময়

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮

জগত বৈচিত্র্যময়
===জিকরুল হক
,
এ জগৎ বৈচিত্র্যময় বিচিত্র তার ছলাকলা,
বিভিন্ন মুখোশে সংকটময় জীবন নিয়ে
খেলা।
সাধু বেশে কখনো মোদের হয় দুঃখের
সাথী,
মোদের বশ্যতায় ওরা চালায় গণ
রাজনীতি।
,
আপনে আপনে লাগাই মোরা,এটাই হল চাল,
সন্ধ্যাবেলা ব্রেফিং করে সারাদেশে
হরতাল।
উস্কে দিয়ে...

মন্তব্য৪ টি রেটিং+০

আমি হিমালয় দেখিনি

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৫

আমি হিমালয় দেখিনি।
**********জিকরুল হক
,
আমি কখনো হিমালয় দেখিনি,
দেখেছি বাংলার এক মৃত্যুঞ্জয়ী বীর।
আমি কখনো বাঘের গর্জন শোনেনি,
তবে শোনেছি সাতই মার্চের গর্জন ধ্বনি।
,
আমি কখনো সমুদ্রের উত্তাল তরঙ্গ দেখেনি
তবে দেখেছি রেসকোর্স ময়দানে উত্তাল
জনসমুদ্র।
আমি কখনো...

মন্তব্য৬ টি রেটিং+০

অনাধিকার চর্চা

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

অনাধিকার চর্চা
-===== হক
ওরা কেন অামাদের শাসায়?
ওরা তো পূর্ব বঙ্গভূমির কেউ নয়।
কোন অধিকারে অামাদের শাসাতে চায়।
ওদের ভাষা, সংস্কৃতি ভিন্ন,
ওদের দেশ, জাত অন্য।
ওদের সাথে পূর্ব বঙ্গের নেই কোন সন্ধি,
তবে কেন অামাদের শাসাতে...

মন্তব্য৬ টি রেটিং+০

অবাধ্য বিবেক আমার।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬


অবাধ্য বিবেক আমার।
** **
আমি আমার মনকে শত সহস্রবার আহবান করি,
সঠিক পথে পরিচালিত হও । রাগ হিংসা লোভ
ত্যাগ করে পবিত্র পথে ধাবিত হও।মন তা
সাদরে গ্রহনে অনাগ্রহী। মিথ্যা, লোভ,
হিংসা, ঘৃনা,বিদ্বেষ আমার মনুষ্যত্ব...

মন্তব্য৪ টি রেটিং+১

মাতৃভূমি

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০

"মাতৃভূমি "
= জিকরুল হক
===============
সবুজ শ্যামল শষ্যে ভরে গেছে জমি,
মন মুগ্ধ করা অামার বাংলা মাতৃভূমি।
মৃদু বাতাস অাপন তালে করছে
লুকোচুরি খেলা ,
সোনালী ধানের শিষ হেলছে দুলছে
সারাটি বেলা।

,
কিষাণ কিষাণী সারি...

মন্তব্য২ টি রেটিং+০

আমি গর্বিত

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

আমি গর্বিত
=======জিকরুল হক
********--
অামি ধন্য, অামার মায়ের জন্য
দেখেছি মায়ের মায়া ভরা মুখ
এ যেন স্বর্গের চেয়ে অমৃত সুখ
তাই অমৃত সুধা সদা মত্ত ভোগী
অচেনা প্রলোভনে নই লোভী
হাজার বছর বাঁচিতে চাই অাজি
মরিতে কখনো...

মন্তব্য২ টি রেটিং+১

স্বাধীনতা !

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

স্বাধীনতা !
======জিকরুল হক
হে স্বাধীনতা !
তুমি সন্তান হারা মায়ের নয়নের জল,
তুমি উলঙ্গ কঙ্কাল শিশুর অার্তনাদ ,
তুমি কালো রাত্রির ঘুমন্ত মানুষের
রক্ত বন্যার স্রোত,
তুমি মৃত মায়ের লাশের উপর
ক্রন্দনরত শিশুর কান্নার ধ্বনি।
তুমি স্বামী...

মন্তব্য২ টি রেটিং+০

মর্যাদা

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

**মর্যাদা **
======জিকরুল হক
আপনচোখে
সে হলো বড় ভাগ্যবান,
যেখানে যায়
সেখানে হয় চরম অসন্মান।
,
চৈত্র মাসে জন্ম তাহার
তাপ দাহনে ভীষণ জ্বালা ,
তাই বলে কি সাদা হৃদয়
পুরোটাই তাহার কালা?
,
সাধনা করে যদি কেহ
না ধরে সাধকের ভ্যাস,
তাই বলে...

মন্তব্য৪ টি রেটিং+৩

বড় যদি হতে চাও

০৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪৪

এ জগতে বড় কিছু যদি হতে চাও,
তবে সময়ের সঠিক মুল্য দাও।
পিতা মাতা গুরুজনে কর ভক্তি,
তাদের উপদেশে জোগাবে শক্তি।
,
সবাইকে হাসি মুখে বলো কথা,
কেহ যেন আচরনে না পায় ব্যথা।
কখনো করোনা কারো অবহেলা...

মন্তব্য০ টি রেটিং+০

অর্ঘ্য দান

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

হে পথিক,
তিমির নিস্তব্ধ রাত্রি তুমি পথো যাত্রী,
ভয়াল দুর্গম পাহাড় চুড়ার পথ ছাড়ি,
অন্ধ গুহার হিংস্র জন্তুর হুংকার ভেদী,
ভ্রান্তকারীর ভ্রান্তধারার বাধা পেরি,
সাম্যের সুর তুলি পাড়ি দিতে পারবে কি?
তুমি একা পথো যাত্রী পারবে...

মন্তব্য০ টি রেটিং+০

*আমরাও শিশু*

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১১

পথো শিশু পথেই ঘুরি
কোথায় যাবো ভাই ?
এই জগতে মোরা এতিম
আপন কেহ নাই।
,
পথে খেলি পথেই ঘুমাই
পথ দিয়েছে ঠাঁই,
রর্ষা কিংবা শীত কালে
কষ্টের সীমা নাই।
,
ক্ষুধার জ্বালায় পঁচা বাসি
ডাস্টবিনের খাবার খাই,
রোগ ব্যাধি ভালো...

মন্তব্য২ টি রেটিং+০

*এ জগতের মুনি ঋষি *

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

কি যে মধু কি যে যাদু একটি শুধু নাম,
সারা ভুবন মুঠোয় দিলে শূণ্য রবে দাম।
ভালোবাসার মুক্তা মানিক সেথায় যেন ভরা,
বিশ্ব জুড়ে আর পাবে না মা নামটি ছাড়া।
,
মস্ত বড় সুখের খনি...

মন্তব্য৪ টি রেটিং+০

আপেক্ষায় থাকো

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

নিশিতের ঘোর অন্ধকার বিলুপ্ত হবে,
তুমি ভোরের অপেক্ষায় থাকো।
শীতের ঘন কুয়াশায় আবছা পথ ফর্সা হবে,
তুমি সূর্য উদয়ের অপেক্ষায় থাকো।
,
ঘন মেঘে ঢাকা সূর্যের
আলোয় আলোকিত হবে।
তুমি অপেক্ষায় থাকো।
,

সর্বনাশা প্রলয়ংকারী বৈশাখী ঝড়...

মন্তব্য৪ টি রেটিং+০

আমার ইচ্ছে করে

৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

আমার ইচ্ছে করে চিল হয়ে
নীল আকাশে উড়ে যেতে।
ইচ্ছে করে ফুলের সুবাস হয়ে
ছড়াব সুগন্ধি এ ধরনীতে।
,
আমার ইচ্ছে করে জ্ঞানের জলে
করব সারাক্ষন শুদ্ধ স্লান।
আমার ইচ্ছে করে স্রোত হয়ে
ফিরাব মরানদীর মান।
,
ইচ্ছে করে...

মন্তব্য২ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.