![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ইচ্ছে করে চিল হয়ে
নীল আকাশে উড়ে যেতে।
ইচ্ছে করে ফুলের সুবাস হয়ে
ছড়াব সুগন্ধি এ ধরনীতে।
,
আমার ইচ্ছে করে জ্ঞানের জলে
করব সারাক্ষন শুদ্ধ স্লান।
আমার ইচ্ছে করে স্রোত হয়ে
ফিরাব মরানদীর মান।
,
ইচ্ছে করে দক্ষিনা বাতাস হয়ে
শীতল করব ধরার খরা প্রান।
আমার ইচ্ছে করে কোকিল হয়ে
গাইব বসন্তের জয় গান।
,
আমার ইচ্ছে করে দাবানল হয়ে
পোড়াব সাম্প্রদায়িক বন।
ইচ্ছে করে শান্তির প্রতীক হয়ে
শূণ্যে উড়াব নব নিশান। ।
**********************
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৫
জিকরুল হক বলেছেন: অাপনাকে মেলা মেলা ধুতরাফুল।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: * যা করেন করেন-আমাকে পোড়ান না ভাই । আমি এমনিতেই অভাবে অভিযোগে পুড়ে পুড়ে হয়ে গেছি ছাই। পারলে কিছু শোনাতে পারেন সান্তনার গান আর কিছু অদর সোহাগ করেন দান ।।।