![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধ্বস বিজয় এবং ছাত্রদলের ভরাডুবি: একটি বিশ্লেষণ ঢাকা পোস্ট অনলাইন থেকে সংগৃহিত।
নদীর এপাড় ভাঙ্গে, ওপাড় গড়ে—নদীর চিরকালীন খেলা এটাই! ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে এই খেলা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক দোসরদের মুখে ঝাঁঝালো চপেটাঘাতের মতো এসে পড়েছে। একদা কোণঠাসা, নির্যাতিত, অপবাদে জর্জরিত ইসলামী ছাত্রশিবির আজ ডাকসু নির্বাচনে ভূমিধ্বস বিজয় নিয়ে এসেছে। ফ্যাসিবাদী ছায়া ধুলোয় মিশে গেছে, ক্যাম্পাসে বইছে নতুন হাওয়া। তবে এই বিজয়ে উল্লাসের কিছু নেই, বরং এটাই ছিল শিবিরের পাওনা—তাদের ধৈর্য আর ত্যাগের ফল। শিবিরের বিজয়ে আনন্দিত হয়ে আমি হাসিনি, তবে যারা গর্তে লুকিয়ে এখনও ফ্যাসিস্টদের ফিরে আসার স্বপ্ন দেখছে, তাদের মনে কী ঝড়টাই না বয়ে চলেছে, সেটা ভেবে ক্ষানিকক্ষণ না হেসে পারিনি!
যাই হোক, একসময় শিবিরের নাম শুনলেই আওয়ামী লীগ এবং তাদের দোসররা ঘেউ ঘেউ করে উঠতো। শিবিরের নামে অপবাদে তারা ছাত্র হত্যা এবং নির্যাতনের রাজত্ব কায়েম করেছিল। শিবির আখ্যায়িত করে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে রাতভর নির্মম নির্যাতনে শহীদ করেছে ছাত্রলীগের খুনিরা! শিবিরকে ‘ভিলেন’ বানিয়ে নিজেদের ‘হিরো’ ভাবলেও, তারা ছিল ফ্যাসিবাদী ডাকাত, ক্যাম্পাসকে তারা লুটের ময়দান বানিয়েছিল। এখন ছাত্রলীগ নিষিদ্ধ, তাদের নেতা-সন্ত্রাসীরা দেশে-বিদেশে পলাতক। তাদের ‘লীগ’ এখন ‘লুজার্স লীগ’। শিবির ফিনিক্সের মতো উঠে এসেছে, আর ফ্যাসিস্টদের ছায়া ধোঁয়ায় মিলিয়ে গেছে। হায়রে পলাতক দোসররা, তোমাদের ‘ফ্যাসিজম’ এখন ইতিহাসের আস্তাকুঁড়ে!
ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট টর্নেডো তুলেছে, ফ্যাসিস্টদের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে। ২৮টি পদের মধ্যে ২৩টিতে শিবির জয়ী হয়েছে। ভিপি, জিএস এবং এজিএসসহ ১২টি সম্পাদকীয় পদের ৯টিই তাদের দখলে। পাশাপাশি, ১৩টি সদস্যপদের ১১টিতেও তারাই জয়ী হয়েছে। ২৮টি পদের বাকি ৫টি পদ স্বতন্ত্রদের, কিন্তু ছাত্রলীগের নাম-নিশানা নেই। থাকবে কীভাবে? তারা তো মাঠেই নেই। কারণ, বিস্তর অপকর্মের দায় নিয়ে তারা তো এখন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ সংগঠন!
আর ছাত্রদল? তারা অংশ নিয়েও একটি পদে জয়ী হতে পারেনি। অতি আত্মবিশ্বাসে ভর করে, গণতন্ত্রের চর্চা না করে, আদর্শহীন সংগঠনের নামে চাঁদাবাজিতে লিপ্ত হলে এমনটা হওয়া খুবই স্বাভাবিক। এমনকি, ভিপি প্রার্থীকে দেখা গেছে, নির্বাচনের দিন উপাচার্যকে তিনি ধমক দিয়ে কথা বলছেন। এটাই কি ছাত্রদলের আদর্শ? এটাই যদি তাদের আদর্শ হয়ে থাকে, তাহলে ধরেই নেওয়া যায়, এই আদর্শের কারণেই তারা হেরেছে। এ যেন ক্রিকেটে অলআউট দলের বিশ্বকাপ জয়—কিন্তু এখানে ফ্যাসিস্টরা আর ছাত্রদল ট্রেনের নিচে পড়ে ‘ট্র্যাক’ হারিয়েছে!
পলাতক ফ্যাসিস্টরা আজ কোথায়? নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো নির্জন, নিরিবিলি এবং অন্ধকারাচ্ছন্ন গুহায় লুকিয়ে, শিবিরের বিজয় শুনে বিষম খেয়ে কাশছে! ক্যাফেটেরিয়ায় ‘বিজয়ের শরবত’ বিক্রি হবে, ফ্যাসিস্টরা যেন অ্যাসিড গিলেছে। আরমান হোসেন মাঠে গোল উৎসব করবেন, পলাতকরা ‘গোল’ হারিয়েছে। আসিফ আব্দুল্লাহ বাসে ‘শিবির ডিসকাউন্ট’ দিলে, ফ্যাসিস্টরা পাবেন ‘জেলের টিকিট’। এম এম আল মিনহাজ ক্যাম্পাস সবুজ করবেন, আর ফ্যাসিস্টরা কালো অতীতের ধোঁয়ায় ডুবে থাকবেন। হায়রে দোসররা, তোমাদের ‘লীগ’ এখন ‘লুজার্স লীগ’!
শিবিরের উত্থান কি শুধুই ফ্যাসিস্টদের পতনের ফল? না, এর পেছনে শিবিরের ত্যাগ-ধৈর্য। ফ্যাসিস্টদের হত্যা-নির্যাতনের ইতিহাস বুমেরাং হয়ে ফিরেছে। শিক্ষার্থীরা শিবিরে ভরসা রেখেছে, কারণ ফ্যাসিবাদী শাসন ছিল দুঃস্বপ্ন। শিবিরের দায়িত্ব এই ভরসা রাখা, গণতন্ত্র ফিরিয়ে আনা—যা ফ্যাসিস্টরা কখনো চায়নি। ছাত্রদলেরও শিক্ষা নেওয়ার সময় এখন, চাঁদাবাজি এবং ধান্ধাবাজি ছাড়ার সময় এখন, নইলে তাদের ভাগ্যে ‘পলাতক লীগ’ এর পরিণতি অপেক্ষা করছে!
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৪
নতুন নকিব বলেছেন:
ঠিক বলেছেন, ধন্যবাদ। জয় পরাজয় মেনে নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এটা সভ্যতা এবং সহনশীলতার অংশ। আশা করি জাতীয় নির্বাচনেও সবাই একইভাবে ফলাফল মেনে নেবে।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৭
সাইফুলসাইফসাই বলেছেন: বিজয়ী শিবির, উচ্ছ্বসিত শিবির
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৫
নতুন নকিব বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে আসার জন্য। এমন ভূমিধ্বস বিজয়ের পরেও তারা সীমা লঙ্ঘন করছে না, এটাও একটা ভালো দিক। ভালোকে ভালো বলতেই হবে। তাতে নিন্দুক আর ফ্যাসিবাদের উচ্ছিষ্টভোগীদের যতই খারাপ লাগুক।
প্রথম আলো অনলাইন জানিয়েছে, এই বিজয় উপলক্ষ্যে শিবির কোন আনন্দ মিছিল, শোভাযাত্রা কিংবা বা র্যালি আয়োজন করা থেকে বিরত থাকার জন্য সারা দেশে তাদের নেতাকর্মীদের সাংগঠনিক নির্দেশনা দিয়েছে। এগুলোর পরিবর্তে শিবির ভিন্ন কিছু কর্মসূচি ঘোষনা করেছে, যার মধ্যে রয়েছে, শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও শব্বেদারি (নৈশ ইবাদত)।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৪
জেনারেশন একাত্তর বলেছেন:
শিবির কখনো নির্যাতীত হয়নি; তারা ৭১'এর গণহত্যার জল্লাদ, পরাজিত হয়েছিলো; আবারো পরাজিত হবে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৯
নতুন নকিব বলেছেন:
এখন যারা ছাত্রশিবির করে এদের জন্ম ৭১ এর অনেক পরে। শিবির কবে পরাজিত হবে সেই চিন্তা পরে করেন। আগে নিজের প্রিয় ফ্যাসিস্ট গোষ্ঠীকে গর্ত থেকে বের করার উপায় নিয়ে ভাবুন। ছাত্র জনতা জেনারেশন মেনারেশন গোনায় ধরবে না, জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্তু এই দেশে কোনো খুনির ঠাঁই হবে না। বুঝতে পারছেন???
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪০
নতুন বলেছেন: দেশে এখন জুম্মাবাদ মিছিল করে তৌহীদি জনতা কবর থেকে তুলে পুড়িয়ে দেয়ার মতন ধর্মীয় জ্ঞানের লেভেলে পৌছে গেছে।
সেখানে শিবিরের পক্ষে ভোট পোলাপাইন দিতেই পারে।
তবে একটা জিনিস ভালো যে সুস্ঠ ভোট হইছে। সবাই মাইনা নিতেছে।
এখন শিবির এই নিবাচনের পরে জামাতের রোল মডেল হিসেবে কাজ করবে। তাই এখন তারা তাদের রং দেখাবেনা।
এখন আপনি যদি নতুন ভিপি কে একটা থাপ্পর ও মারেন তিনি আরেকটা গাল পেতে দেবে। জামাতী ইমেজ নস্ট করবেনা।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৫
নতুন নকিব বলেছেন:
লাশ পুড়িয়ে ফেলা অন্যায়। ভোট কে কাকে দিবে, সেটা যার যার পছন্দের বিষয়। ভোট সুষ্ঠু হয়েছে, এটা অবশ্যই ভালো একটা নজির। শিবির বিগত ফ্যাসিস্ট আমলের দীর্ঘ বছরগুলোতে দেশে কি ছাত্রলীগের মত চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, ধর্ষন, খুন খারাবিসহ নানাবিধ আকাম কুকাম করে বেরিয়েছিল? সেটা তো দেখা যায়নি। সুতরাং, তাদের নতুন করে ভালো সাজার দরকার নেই তো।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০২
বাকপ্রবাস বলেছেন: হিংস্র বাম আর লীগদের যন্ত্রণায় বেশ মজা লাগছে
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৮
নতুন নকিব বলেছেন:
উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ,
আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।
মন্তব্যে আসার জন্য ধন্যবাদ। দেখতেই তো পাচ্ছেন, উহাদের জ্বলে যাচ্ছে। এখানেও একজনের ত্রাহি ত্রাহি অবস্থা।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১২
জেনারেশন একাত্তর বলেছেন:
@বাকপ্রবাস,
নিজ পরিবার ও মেয়েদের থেকে দুরে আছেন, এই রকম মজার দরকার আছে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩০
নতুন নকিব বলেছেন:
আপনি পরিবারের সাথে আছেন তো? আপনার উচিত ছিল, ২০২৪ সালের ৫ আগস্টের পরে দেশ থেকে পালিয়ে যাওয়া কিছু লোককে আপনার বাসায় আশ্রয় দেওয়া। আপনি নিশ্চয়ই তা দেননি।
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৯
লুধুয়া বলেছেন: রাজাকারের দল ক্ষমতায় আসলো
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩১
নতুন নকিব বলেছেন:
তাতে আপনি অনেক আনন্দিত!
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৯
বিজন রয় বলেছেন: আপনি কি খুশি!!
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪
নতুন নকিব বলেছেন:
ফ্যাসিবাদের কালোছায়া মুক্ত স্বদেশ। নিঃশ্বাস নিতে পারছে মানুষ। এমন একটি সুষ্ঠু ভোট আওয়ামী ফ্যাসিবাদী ভোটচোরেরা স্বপ্নেও দেখাতে পারতো না জাতিকে। এটাতেই আনন্দ।
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১১
মেঘনা বলেছেন: এনসিপি নেতৃবৃন্দ যে রাজনৈতিক মাঠে নিছক শিশু এবং ৫ই আগষ্টের বিপ্লবের সম্মুখসারীর পুতুল ডাকসু নির্বাচনে শিবির ও ছাত্রদলের আধিপত্য আবার সেটা প্রমাণ করলো।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫
নতুন নকিব বলেছেন:
একদম ঠিক বলেছেন, ধন্যবাদ। এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে তাদের জন্য।
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২২
রাজীব নুর বলেছেন: জামাত নীল নকশা করেছে, সেই ন অকশা অনুযায়ী সব কিছু হচ্ছে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
নতুন নকিব বলেছেন:
নীল নকশা আর লাল নকশা যা-ই বলেন, আপনার প্রিয় ফ্যাসিবাদীদের যদি রাজনীতিতে আসতে হয় এই দেশের সাধারণ মানুষের কাছে ২০২৪ এর গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আদালতে নিজেদের ভুল স্বীকার করে রাষ্ট্রীয় বিধি অনুযায়ী বিচার আচার মেনে তবেই আসতে হবে। তা ছাড়া, অন্য কোন পথ আপাততঃ খোলা নেই।
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
জেনারেশন একাত্তর বলেছেন:
আওয়ামী লীগ বের হচ্ছে ক্রমেই; তাদেরকে টিকতে হবে।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৯
সৈয়দ কুতুব বলেছেন: সবচেয়ে ভালো দিক হলো ইলেকশনের ফলাফল সবাই মেনে নিয়েছে । আশা করি জাতিয় ইলেকশন ও সবাই ফলাফল মেনে নিবে।