নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

ডাকসু নির্বাচনের ফলাফল কি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে?

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৮


গত এক সপ্তাহে দেশি মিডিয়ার উত্তেজনা ডাকসু নির্বাচন। এবারে সব দলের প্রার্থীরা ছিল স্বীয় অবস্থান থেকে অন্যান্য; হুট করে বলে দেওয়া ছিল বেশ‌ কঠিন সে হবে ডাকসুর ভিপি? উমামা, সাদিক ছাত্রদল, বাগছাস+ সদ্য সোস্যাল মিডিয়া মাধ্যমে নজর কাড়া শামীম ছেলেটি সহ প্রায় সবাই ছিল হাই প্রোফাইল প্রার্থী। বাম দলের জিএস প্রার্থী মেঘ বল্লভ ও ছিল বেশ বাকপটু এবং সাবলীল।

তবে সন্দেহ হয় শিবিরের প্রার্থী সাদিক কাইয়ুম ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে দেখে! জামাতের কৌশলী রাজনীতির সম্পর্কে অবগত থাকলে ও প্রশ্ন জাগে? জামাত সাদিক কাইয়ুম এর মতো একজন প্রার্থীকে কেন প্রতিদ্বন্দ্বীতা মুলক একটি নির্বাচনে পাঠানোর ঝুঁকি নিবে? আল জাজিরা ও দেশের কিছু মিডিয়া,‌ সাংবাদিক সাদিক কাইয়ুম কে ৫ই আগষ্টের প্রধান মাষ্টারমাইন্ড হিসেবে তুলে ধরতে চেয়েছে। জামায়াতের প্রধানসারীর নেতৃবৃন্দ যেমন মিডিয়ার কাভারেজ পান না/ জনসাধারণ তেমন চিনে না;  সেখানে প্রায় নিশ্চিত হয়ে বলা যায় সাদিক আগামী ২০ বছর পর জামায়াতের শীর্ষ স্থানীয় কোন পদ হোল্ড করবে। ডাকসু হারা মানে সাদিক সহ গোটা জামায়াতের ইমেজ সংকট?  

এইখানে মুলত খেলছে শিবির আসল খেলা? বেষ্ট হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে একচেটিয়া জয় দিয়ে শিবির মুলত বার্তা দিয়েছে; সাদিক কাইয়ুম সেরাদের ও সেরা!!! ডিউ এর মত শীর্ষস্থানীয় বিদ্যাপিঠের শিক্ষাথী সহ ঢাকা এখন তাঁদের নিয়ন্ত্রণে। আদতে একচেটিয়া রেজাল্ট দেখে মনে হচ্ছে সবই ছিল পুর্ব নির্ধারিত ও প্রার্থীদের ফুলিয়ে-ফাপিয়ে প্রতিদ্বন্ধিপূর্ন নির্বাচন দেখানোর কৌশল।

∆ডিউ একটা বড় সংখ্যার শিক্ষার্থী নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের। শিবির এদের বই,‌খাতা, টুপি, তাজবি, জায়নামাজ, হলে পানির ফিল্টার পড়াশোনা শেষে চাকুরী সহ নানাবিধ আশ্বাস দিয়ে পর্দার আড়ালে ভালোই খেলেছে।


অপরদিকে ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের হট্টগোল, ভিসির সাথে অসংলগ্ন আচরন, পল্টনে যুবদলের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত স্লোগানে দৃশ্যত পরিস্কার; ছাত্রদলের মধ্যে সমন্বয় এবং ডাকসুর মত একটি ছোট নির্বাচনের কোরডিনেশন, ফিল্ড রিসার্চ, শিক্ষাথীদের পাল্স বুঝে নিয়ন্ত্রণ নেওয়াসহ রাজনীতিতে তারা কতটা অপরিপক্ক।

∆জাতীয় নির্বাচনের পুর্বে বিএনপির সমর্থিত মিডিয়া সাংবাদিক, কলা-কৌশলীদের প্রধান ভুল হচ্ছে ডাকসু নির্বাচন কে ফলাও করে প্রচার করে মিডিয়াতে হাইলাইট করে, জামাতের ফাদা গর্তে পা দেওয়া।

আর এনসিপি নেতৃবৃন্দ যে রাজনৈতিক মাঠে নিছক শিশু এবং ৫ই আগষ্টের বিপ্লবের  সম্মুখসারীর পুতুল ডাকসু নির্বাচনে শিবির ও ছাত্রদলের আধিপত্য আবার সেটা প্রমাণ করলো। 

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১১

সৈয়দ কুতুব বলেছেন: ফেলবে। জামায়াত পিআর থেকে সরে আসবে । ইউনুস সাহেব ফেয়ার ইলেকশন দিতে পারবেন বলে সবাই মনে করবে। :-B

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২১

কলিমুদ্দি দফাদার বলেছেন: শুধু শিরোনাম পড়ে মন্তব্য করলেন? :-B

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৮

জেনারেশন একাত্তর বলেছেন:




ছাত্ররা জানতো যে, শিবির ভোট না পেলে, অনেকেই ইউনিভার্সিটিতে টিকে থাকতে পারবে না; শিবির তাদেরকে বের করে দিবে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আপনার ছেলে, নাতি-পুতিদের
ঢাবির হল দখলে কবে দেশে পাঠাচ্ছেন।
চেতনার রক্ত তো আবার টগবগ করে আপনার বংশে?

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৫

জেনারেশন একাত্তর বলেছেন:



ছাত্রদলকে কিনেছে জামাত-শিবির।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫১

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি দেখেছেন?
বিএনপি‌, ছাত্রদলের কি টাকার অভাব?

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৬

জেনারেশন একাত্তর বলেছেন:



আমার ছেলেপেলেরা যাবে না, আমাকে যেতে হবে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫২

কলিমুদ্দি দফাদার বলেছেন: ৭১ সালের রাইফেল দিয়ে এখন আর যুদ্ধ হয় না।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৩

বিজন রয় বলেছেন: ছবিটি কি সত্যি।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১১

জেনারেশন একাত্তর বলেছেন:



১৯৭১ সালে কি কি রাইফেল ছিলো, আপনি জানার কথা নয়।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৯

রাজীব নুর বলেছেন: ডাকসু নির্বাচনে শিবির জয়ী হবে। এটা আগেই ঠিক করা ছিলো। শিবির না জিতলে অনেক গুলো লাশ পড়ে যেতো।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

জেনারেশন একাত্তর বলেছেন:


লেখক বলেছেন: আপনি দেখেছেন?
বিএনপি‌, ছাত্রদলের কি টাকার অভাব?

-রেহানা ও তার ছেলেমেদের টাকার অভাব ছিলো? এরশাদের কি টাকার অভাব ছিলো? আপনার ভাবনাচিন্তা সঠিক নয়।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৫

কামাল১৮ বলেছেন: এতে অবাক হবার কিছু নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.