নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবসূর্য

জিকরুল হক

জিকরুল হক › বিস্তারিত পোস্টঃ

মাতৃভূমি

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০

"মাতৃভূমি "
= জিকরুল হক
===============
সবুজ শ্যামল শষ্যে ভরে গেছে জমি,
মন মুগ্ধ করা অামার বাংলা মাতৃভূমি।
মৃদু বাতাস অাপন তালে করছে
লুকোচুরি খেলা ,
সোনালী ধানের শিষ হেলছে দুলছে
সারাটি বেলা।

,
কিষাণ কিষাণী সারি বেধে দু-হাতে
কাটিছে ধান,
পরান খুলিয়ে গাইছে সুরে বেসুরে
বাংলা গান।
মুঠো মুঠো রূপালী শিষে বাঁধিয়ে অাঁটি,
বিরামহীন মনে চলে সারাদিন ছুটাছুটি।
,
মৌ মৌ গন্ধে সোনালী ধানে ভরে গেছে
উঠান,
সারা দিনের ক্লান্তি ভুলে, মনে সুখের
তুফান।
নবান্নের উৎসবে ভরে গিয়েছে সারাটি গ্রাম,
পিঠা, পোলাও খাওয়ার পরে গেছে ধুমধাম।
,
নবান্নের উল্লাসে মাতিয়ে কিশোর কিশোরী,
রং বেরংঙের পোশাক পড়িয়ে বেড়ায় ঘুরি।
**************************************

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *যাদের জমি নেই ধান নেই,তারা কি খাবে ভাইসাহেব.।কোথায় পাবে কোরমা পোলাও পায়েস? অভাবের ঠ্যালায় কত প্রতিভা গোপনে গোপনে মরে যাচ্ছে তার খবর রাখেন? ধনীরা আর কবিরা হলো সুকন্ঠি কোকিল আর আমরা গরিবরা কদাকার কাক....আপনাদের সঙ্গে আমাদের স্বর মিলবে না কোনদিন । আপনারা কবিতা লিখেন শখের বশে আমরা কবিতা লিখি পেটের জ্বালায়।কার কবিতা বেশি ভালো হবে ভেবে দেখুন । আপনার এই লেখাটি তাই বেশি ভালো হয়েছে ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকুন গরীব কবিদের একটু নজরে রাখুন ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

জিকরুল হক বলেছেন: দাদা, কোরমা পোলাও খাইতে গেলে কত গুলো জমি কত শত মন ধান পাই হবে?বলবেন কি?যাদের জমি নাই, ধান নাই তারা কি না খেয়ে মরা যাচ্ছে?আপনি জ্ঞানী লোক আপনার এ রকম মন্তব্য ?যাক সুখবর হচ্ছে আগামী নির্বাচনে আমি এম পি প্রার্থী পাস করলে আপনার উপর ভালো দৃষ্টিতে থাকবে ভোট এবং দোয়া করবেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সর্বক্ষেত্রে সাফল্য করি। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.