![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথো শিশু পথেই ঘুরি
কোথায় যাবো ভাই ?
এই জগতে মোরা এতিম
আপন কেহ নাই।
,
পথে খেলি পথেই ঘুমাই
পথ দিয়েছে ঠাঁই,
রর্ষা কিংবা শীত কালে
কষ্টের সীমা নাই।
,
ক্ষুধার জ্বালায় পঁচা বাসি
ডাস্টবিনের খাবার খাই,
রোগ ব্যাধি ভালো মন্দ
মোদের চিন্তা নাই।
,
সর্বত্রই কাজ করি খাই
পিচ্চি বলে ডাকে সবাই,
একটু খানি ভুলের তরে
লাথি ঘুষির মহড়া চলে।
,
মিছিল মিটিং অবরোধে
মোদের পড়ে ডাক,
দশ টাকাতে মারি বোমা
উড়াই বাস ট্রাক।
,
এই ভাবে যে চলে জীবন
টোকাই উপাধি পাই,
এই দেশে যে মোদের কথা
ভাবার সময় নাই।
,
বিরাট বড় অট্টালিকায়
সুধী যারা থাকে,
তাদের কথা মোরাও নাকি
অাছি মহা সুখে।
,
কলকারখানা পদ্মাসেতু
উড়াল সেতুর প্লান,
পথো শিশুর হবেই বুঝি
দুঃখের অবসান। ।
******************
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪
জিকরুল হক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ.চালিয়ে যান ।