![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগত বৈচিত্র্যময়
===জিকরুল হক
,
এ জগৎ বৈচিত্র্যময় বিচিত্র তার ছলাকলা,
বিভিন্ন মুখোশে সংকটময় জীবন নিয়ে
খেলা।
সাধু বেশে কখনো মোদের হয় দুঃখের
সাথী,
মোদের বশ্যতায় ওরা চালায় গণ
রাজনীতি।
,
আপনে আপনে লাগাই মোরা,এটাই হল চাল,
সন্ধ্যাবেলা ব্রেফিং করে সারাদেশে
হরতাল।
উস্কে দিয়ে কুরুক্ষেত্র,নেয় না কেউ দায়,
মামলা ঝামলা হয় বটে ঘুরে সারা
দুনিয়ায়।
,
জীবন যাপনে মানুষের যত হয় দুর্ভোগ,
এটা নাকি সুখ অধিকারের গণ প্রতিরোধ।
সারিতে দাড়িয়ে সেই অধিকার করবে
দান,
এ কয় বছর ওদের হবে ভোগের জয়গান।
,
যদি কখনো ন্যায়-অন্যায়ের করো
প্রতিবাদ,
লম্বা হস্তে বাহির করে ভাঙ্গিবে সব
দাঁত ।
তোরা শুধু খাটবি যত কলুরবলদের মত,
উপভোগকারী চেয়ে দেখে যত পরিষদ তত।
দেশ বিদেশে খেটে বাড়াও, অর্থনীতির
হাত,
ঘুষ দুর্নীতি অর্থ পাচার সবে ওদের মাফ।
,
নষ্ট কীর্তি বিনাশ হইক,পড়ুক সুষ্ঠুনীতির
ডাক,
সুখের আবাস ভূমি মোদের গর্ব হয়ে থাক।
ঘুমন্ত শিশু জাগবে যখন হবে সুপ্রভাত,
জ্ঞানের মশাল জ্বালিয়ে, বিশ্ব হবেই
অবাক।
**************************-*-******--
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩
জিকরুল হক বলেছেন: বিজন রয় ধন্যবাদ দাদা।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
রাইসুল ইসলাম রাণা বলেছেন: সুন্দর...
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭
জিকরুল হক বলেছেন: ধন্যবাদ ,ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫
বিজন রয় বলেছেন: জগৎ আসলেই বৈচিত্রময়।
++