![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমালয় দেখিনি।
**********জিকরুল হক
,
আমি কখনো হিমালয় দেখিনি,
দেখেছি বাংলার এক মৃত্যুঞ্জয়ী বীর।
আমি কখনো বাঘের গর্জন শোনেনি,
তবে শোনেছি সাতই মার্চের গর্জন ধ্বনি।
,
আমি কখনো সমুদ্রের উত্তাল তরঙ্গ দেখেনি
তবে দেখেছি রেসকোর্স ময়দানে উত্তাল
জনসমুদ্র।
আমি কখনো ঝর্নার অঝোর ধারা ঝরতে
দেখেনি,
তবে দেখেছি দশই জানুয়ারি আবেগ
অশ্রুধারা।
,
আমি কখনো মিশরের পিরামিড দেখেনি,
তবে দেখেছি বাঙালীর হৃদয়ে স্বাধীনতার
মমি।
আমি কখনো অগ্নিগিরির লাভা উড়তে
দেখেনি,
তবে দেখেছি বাঙালীর অগ্নিঝরা বাণীর
লেলিহান শিখা।
,
আমি কখনো সাগরে নিমজ্জিত টাইটানিক
দেখেনি,
তবে দেখেছি তিরানব্বই হাজার সৈন্যের
বীভৎস আত্মসমর্পন। ।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৯
নুর আমিন লেবু বলেছেন: সুন্দর কবিতা
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০০
জিকরুল হক বলেছেন: অসংখ্য ধন্যবাদ রানা ভাই,ভালো থাকবেন।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৫
জিকরুল হক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ নুর আমিন লেবু ভাই,ভালো থাকবেন।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: শেষ শব্দটা কি অাত্মসমাপন হবে না অাত্মসমর্পন হবে? যাহোক, ভালো লেগেছে লেখাটি ।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
জিকরুল হক বলেছেন: রূপক দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ।ভালো থাকবেন শুভ কামনা ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫১
রাইসুল ইসলাম রাণা বলেছেন: দারুণ!