![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনাধিকার চর্চা
-===== হক
ওরা কেন অামাদের শাসায়?
ওরা তো পূর্ব বঙ্গভূমির কেউ নয়।
কোন অধিকারে অামাদের শাসাতে চায়।
ওদের ভাষা, সংস্কৃতি ভিন্ন,
ওদের দেশ, জাত অন্য।
ওদের সাথে পূর্ব বঙ্গের নেই কোন সন্ধি,
তবে কেন অামাদের শাসাতে এতছিল ফন্ধি।
ওদের সাথে পূর্ব পুরুষের নেই কোন বন্ধনের রেশ,
এ দেশ হতে অন্য দেশ পাড়ি দিয়ে ওদের দেশ।
,
ওরা কেন অামাদের শাসায়,?
ওরা দানবের মত এসে মাতৃভাষা কেড়ে
নিতে চায়।
ওরা মাষুষের রক্ত দিয়ে খেলেছিল হোলি,
ওরা নিরস্ত্র বাঙালীর নির্বিচারে করেছিল গুলি।
ওরা নয় মানব জাতি,
ওরা হচ্ছে দানবের সাথী।
ওরা ছিল নির্বোধ পাষান,
মানুষের বসত ভিটে অগ্নিসংযোগে করেছিল শ্বশ্নান।
ওরা নির্দয় নির্মম ক্ষুর্ধাত রাক্ষস,
লাখো নিরস্ত্র বাঙালীরে খুন করে,
নাই করে অাপসোস।
ওদের ছিল না কোন স্বর্গ- নরকের ভয়,
ওরা নির্দ্বিধায় বাঙালী নারীর সম্ভ্রম
হরণে ছিল তন্ময়।
বাঙালী বিচার দেবে কারে,
ওরা নাকি ধর্মের পরিচর্যা বেশি বেশি
করে?
ওরা নাকি অবতীর্ন এদেশের ধর্ম রক্ষক?
ওরা হত্যা, ধর্ষন, নিপীড়ন, দাহন চালাইছিল
সার্থক।
ঝাপিয়ে পড়েছিল বঙ্গ সেনাদল ।
গর্জে উঠে অাপোদ মুক্ত করেছিল মাতৃভূমির,
বিতারিত করেছিল শত্রু,
নিস্তেজ করেছিল ওদের বল।
,
ওরা কেন অামাদের শাসায়?
ওরা তো পূর্ব বঙ্গভূমির কেউ নয়।
২| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
জিকরুল হক বলেছেন: রূপক বিধৌত সাধু দাদা সঠিক বলেছেন,আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২
মহা সমন্বয় বলেছেন: ওরা কেন অামাদের শাসায়?
ওরা তো পূর্ব বঙ্গভূমির কেউ নয়।
অাগেই বুঝা উচিত ছিলো যে ধর্মের ভিত্তিতে কোন দেশ হয় না ।
৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২
জিকরুল হক বলেছেন: সঠিক মন্তব্য,আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৫
জিকরুল হক বলেছেন: আপনার লেখা বেশ ভালো লাগে, কাজল দা,ধন্যবাদ ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: একসময় (৪৭ সালে) অামরা মূর্খের মত তাদের সমর্থন দিয়েছিলাম । অাগেই বুঝা উচিত ছিলো যে ধর্মের ভিত্তিতে কোন দেশ হয় না ।