![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি যে মধু কি যে যাদু একটি শুধু নাম,
সারা ভুবন মুঠোয় দিলে শূণ্য রবে দাম।
ভালোবাসার মুক্তা মানিক সেথায় যেন ভরা,
বিশ্ব জুড়ে আর পাবে না মা নামটি ছাড়া।
,
মস্ত বড় সুখের খনি সমস্ত মায়ার ধনী,
এ জগতের মুনি ঋষি তাকেই শুধু চিনি।
স্বর্গসুধা চাই না আমি চাই না কোন সুখ,
জনম ভরে দেখি যেন মায়ের সোনা মুখ।
,
পাহাড় সমান জমাট কষ্ট বুকে যত আছে,
মোদের সুখে তোমার হৃদয় পিখম তুলে নাচে।
অসুস্থ হলে মোরা কি যে করো হায়,
সুস্থ হলে তুমি যেন বিশ্ব করো জয়।
,
খাদ ছাড়া হয় না যেমন সোনার অলংকার,
নিখুঁত ভালোবাসা মায়ের মোদের অহংকার।
কোন লোকালয়ে কেমন আছি জানতে সদা চাও,
তোমার চরন তলে মাগো আমায় জায়গা দাও।
,
শেষ বিকালে তোমার যেন দুঃখ নাহি হয়,
তোমার আশিষ যেন মাগো সারা জীবন রয়।
**************************************
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
জিকরুল হক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ছন্দে ছন্দে এগিয়ে যান কাঙ্খিত গন্তব্যে,,,,আমাদে ... ভুলে যাবেন না কিন্তু....।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
জিকরুল হক বলেছেন: আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে যাব।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
দেবজ্যোতিকাজল বলেছেন: ছন্দময় কবিতা


