![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবাধ্য বিবেক আমার।
** **
আমি আমার মনকে শত সহস্রবার আহবান করি,
সঠিক পথে পরিচালিত হও । রাগ হিংসা লোভ
ত্যাগ করে পবিত্র পথে ধাবিত হও।মন তা
সাদরে গ্রহনে অনাগ্রহী। মিথ্যা, লোভ,
হিংসা, ঘৃনা,বিদ্বেষ আমার মনুষ্যত্ব বোধ
বিলুপ্ত করে ঠেলে দিয়েছে অন্ধকারে।
আমি হেও প্রতিপন্ন লোকচক্ষু সম্মুখে। কখনো
কখনো আমার নিজের প্রতি ভীষণ রাগ
সঞ্চিত হয়।বিবেকের তাড়নায় যন্ত্রনার
স্তূপে কুলসিত হই।আমার ধমনীর শিরা
উপশিরা পীড়িত করে রাখে শূণ্য বিবেকহীন
কঙ্কাল সার শূন্য মানুষ রুপে। আমি পরাস্ত হই
জেদী, লোভী নিয়ন্ত্রণহীন বিবেকের
কাছে। তখন মনুষ্যত্ব বোধ জলাঞ্জলি দিয়ে
নিথর মানুষ আমি।আমার অভ্যাস অবরুদ্ধ করা
অসম্ভব। এটা মিথ্যার আবরণে কারারুদ্ধ। এই
কঠিন কারা প্রাচীর ভেদ করে শুদ্ধ পথে
ফিরে নিয়ে আসা সাগর পাড়ি সমতুল্য।একটা
বড় ভূমিকম্প পারে সেই কারা শৃঙ্খল ভেঙ্গে
বাহির করে নিয়ে আসতে সঠিক শুদ্ধ পথে।
তাতে আমার যত কিঞ্চিৎ অর্জন বিলীন হয়ে
নর্দমার গন্ধে মিশে যাবে।আমি নিঃশেষ
হয়ে যাব চিরকালের জন্য।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *খুবই গুরুত্বপূর্ণ দামী আত্ম সমালোচনা মূলক রচনা লিখেছেন কবি।এতদিনে নিজেকে চিনতে শিখেছেন । আপনাকে সহস্যবার নমঃস্কার ।। নমঃস্কার .... ***
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
জিকরুল হক বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাইয়া,
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১
জিকরুল হক বলেছেন: ডাঃ বাবু নিজেকে এখনো চিনতে পারি না।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার নমস্কার। ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
আমি মিন্টু বলেছেন: ভালো লাগলো ।