![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা !
======জিকরুল হক
হে স্বাধীনতা !
তুমি সন্তান হারা মায়ের নয়নের জল,
তুমি উলঙ্গ কঙ্কাল শিশুর অার্তনাদ ,
তুমি কালো রাত্রির ঘুমন্ত মানুষের
রক্ত বন্যার স্রোত,
তুমি মৃত মায়ের লাশের উপর
ক্রন্দনরত শিশুর কান্নার ধ্বনি।
তুমি স্বামী হারা নারীর বেদনাময় ক্ষত চিহ্ন।
,
হে স্বাধীনতা
তুমি সম্ভ্রম হারা নারীর অাত্ম চিৎকার,
নর পিশাচ রাক্ষসের থাবার দাগ ।
তুমি নিরহ বাঙালীর বীভৎস লাশের গন্ধে
বাংলার অাকাশ ভারী করানো সমীর।
,
হে স্বাধীনতা !
তুমি শত সহস্র বেদনার অাত্মত্যাগের বিনিময়ে ,
পূর্ব দিগন্তে জ্বল জ্বল রৌদ্দুরের সূর্য,
তুমি রক্ত লাল গোলাপ,
বাঙালীর গৌরব গাঁথা অহংকারের নিশান।
হে স্বাধীনতা, হে স্বাধীনতা।।।
**************************
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩১
জিকরুল হক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বাঃ কি সুন্দর কবিতা ভাই! এরূপ কবিতা আরো চাই ।