![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/HaqueIsOne
সোনার আলোয় হেসে ওঠে রবি,
আলোয় নামে অন্ধকারের কবি—
প্রভাত হাসে, হাসে নীল আকাশও,
তুমি যখন ঝলমলিয়ে হাসো।
আমার বেলা পোহায় তোমার কাছে,
আলোর স্বপন তোমায় ঘিরে নাচে—
হলেই বা আজ এত্তোটুকুন ছোটো,
কালকে যেন অনেক উঁচুয় ওঠো!
কী খুঁজে পাও সুরের সুরায়, গানে?
কী যে বলো কেউ বলে না মানে,
যখন ডাকি অদ্বৈত হক বলে
অমনি হেসে ঝাঁপিয়ে পড় কোলে।
চূড়োয় চড়ো, খলখলিয়ে হাসো
জীবন দেখো, মানুষ ভালোবাসো,
সময় হলে জীবনপথের বাঁকে
সাড়া দিয়ো মহাকালের ডাকে।
————————————
শাহবাগ, জকিগঞ্জ। মার্চ ২৫, ২০১৪।
©somewhere in net ltd.