![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মানুষ যে এতটাই সাধারন যে বাকি সাতশো কোটির সাথে তাঁর কোন পার্থক্যই নেই। আবার কোন মিলও নেই।
যা কিছু শেষ হওয়ার কথা-
শেষ হলেই ভালো।
নাকে নল, হাতে স্যালাইন কিংবা
রাস্তায় ব্যারিকেড করে-
কয়েকটা নিঃশ্বাস, প্রাচীন বছর কোনোকিছুই
আটকে রাখা যায়না।
তবে আরও ভালো হত-
যদি একটু একটু করে শেষ না হয়ে
দশমির সন্ধ্যার ফাঁকা চালার নিছের প্রদীপের মত
অন্তত একবার-
দপ করে জ্বলে উঠত।
অন্তত একবার সোজা হয়ে দাঁড়াত।
একবার ঐ ব্যারিকেড ভেঙে প্রকাশ্য রাস্তায়
আমার হৃদপিণ্ড ছিঁড়ে নিত।
©somewhere in net ltd.