![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মানুষ যে এতটাই সাধারন যে বাকি সাতশো কোটির সাথে তাঁর কোন পার্থক্যই নেই। আবার কোন মিলও নেই।
আমি জানি,
একদিন তোমার চাউনিও পারবেনা
এই যুদ্ধ থামাতে।
আর তুমিও হয়ে পরবে
বাকি তেত্রিশ কোটি অসাড় ক্ষমতাময়ের মত
ফ্রেমবন্দী, একাকী।
আমি জানি,
একদিন তোমার সুরকে হার মানাবে
সাইরেনের শব্দ।
আর তোমাকে চলে যেতে হবে,
জেলের হাজার সাধারন কয়েদীর মত
সশ্রম কারাদণ্ডে।
আমি জানি,
একদিন তুমি হাজার চেষ্টা করেও পারবেনা
সূচনা করতে।
আর তোমার হাতেই
প্রতি মহাকাব্যের কবির মত লেখা হবে
নির্মম উপসংহার।
২৯ শে মে, ২০১৬ সকাল ১১:৪৩
অরিন্দম ভট্টাচার্য্য বলেছেন: ধন্যবাদ। আসলে যারা সত্যিটা বলতে চায় তাঁদের শ্বাসরুদ্ধ করার চেষ্টা দেশ-কাল পেরিয়ে সর্বসময়েই উপস্থিত ছিল, হয়ত থাকবেও। তাই বলে সত্যিটা বদলে যায়না।
২| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:১১
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লেখনি। খুব ভালো লাগল, এগিয়ে যান কবি। শুভ কামনা রইল।
২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৪
অরিন্দম ভট্টাচার্য্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনাদের শুভেচ্ছাই আমার পাথেয়।
৩| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৫১
তৃতীয় পক্ষ বলেছেন: সুন্দর লিখেছেন ,,++++++
২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৫
অরিন্দম ভট্টাচার্য্য বলেছেন: আপনার ভালো লাগায় আমি আপ্লুত।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৬ সকাল ১১:৩৭
লক্ষ্মীছেলে বলেছেন: আমি জানি,
একদিন তোমার সুরকে হার মানাবে
সাইরেনের শব্দ।
আর তোমাকে চলে যেতে হবে,
জেলের হাজার সাধারন কয়েদীর মত
সশ্রম কারাদণ্ডে
বড় সত্য, যুগে যুগে এমনটাই হয়েছে... ভালো লাগা কবিতায়, ভালো থাকুন কবি।