| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙ্গালী কতটা নোংরা তা জানার জন্য বাঙ্গালীর অন্তর্বাস দেখার প্রয়োজন নাই, ফেসবুকই যথেষ্ট।
পেইজের নাম "ভোট ফর নৌকা"। পোস্ট দিয়েছে খালেদা জিয়ার জন্মের ইতিহাস। মানে আওয়ামী লীগের সমর্থকরা আপনাকে খালেদা জিয়ার বাপ মা কোন ধর্মের ছিলো কার চাকরানি ছিলো, এসব গল্প শোনাবে; বিনিময়ে আপনি নৌকায় ভোট দিবেন। এটা হচ্ছে গল্পের বিনিময়ে ভোট কর্মসূচী।
পেইজের নাম "আলহামদুলিল্লাহ "। মখার ছবি পোস্ট করে বলছে,"এক লাইকে একশ জুতা,এক কমেন্টে পাচশ জুতা।" এটা হচ্ছে লাইক মেরে জুতা দান।
আরেক পেইজ " বাশের কেল্লা"। হাসিনা-খালেদার ঘোমটা দেয়া হাসি মুখ ছবি পাশাপাশি দিয়ে জানতে চাইছে "কে বেশি মুসলমান"? "খালেদা হইলে লাইক দেন আর হাসিনা হইলে কমেন্ট দেন"।
নাম ভুলে যাওয়া আরেক পেইজ ক্রস আর আল্লাহ 'র নাম লেখা ছবি পাশাপাশি দিয়ে জরিপ চালাচ্ছে "কে বেশি শক্তিমান। পাবলিক ধুমসে কমেন্ট দিচ্ছে। আমিও দিলাম" আল্লাহ এক
এবং অদ্বিতীয়,আল্লাহ অতুলনীয়"।
সব পোস্টেই কমন ডায়ালগ 'বেশি বেশি শেয়ার করুন'। যত শেয়ার তত সওয়াব। এক শেয়ারে দশ নেকী। দশ গুনোত্তর নেকীতে নেকীতে সয়লাব আমার হোম পেজ।
আর আমরাও এক কাঠি বেশি সরস। বেহেশতের আশায় মসজিদ
ছেড়ে ফেসবুকে লাইন দিতেছি। আমাদের ফেসবুক প্রোফাইল এখন সওয়াবের সেভিংস একাউন্ট। সেই দিন হয়তো বেশি দূরে না যেদিন এমন কোন পোস্ট দেখব,
"ফেসবুক বেহেশতের চাবি"।
২|
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৫
হারাতে দিও বলেছেন: ধন্যবাদ। স্বজনপ্রীতি থেকে বলছেন নাতো?
৩|
০৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৭
নীহারিক০০১ বলেছেন: মোটেই না!!
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৬
নীহারিক০০১ বলেছেন: valo likhchen!!!