নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিসিলিয়ার চিঠি

হারাতে দিও

বই হতে ইচ্ছে করে।

হারাতে দিও › বিস্তারিত পোস্টঃ

বাংলার জন্য চার লাখ বনাম কোয়ালিটি-কোয়ান্টিটি

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৫

Google Translation এ বাংলা শব্দ এবং বাক্যাংশ যুক্ত করার লক্ষ্যে Google একটা প্রোগ্রাম হাতে নিয়েছে। নিজের সীমিত সময় আর সামর্থ্য দিয়ে সেখানে সামান্য অবদান রাখার চেষ্টা করেছি।



বাংলা শব্দ যুক্ত করার সেই প্রোগ্রামকে উৎসাহিত করতে আমরা "বাংলার জন্য চার লাখ" ইভেন্ট খুলে বসেছি এবং রীতিমত শব্দ যুক্তের নাকি রেকর্ড করে বসে আছি!

রেকর্ডের নমুনা দেখে ঘাবড়ে গেছি। দশদিন আগেও যেই অনুবাদগুলো বেশ নিঁখুত ছিলো, রেকর্ড করে আমরা সেই গুলো ভুলে ভুলে ভরে দিয়েছি। ভুল বললেও কম বলা হয়। অদ্ভুত, আজগুবি আর অপ্রাশঙ্গিক সব অনুবাদ! এমনকি যেই অনুবাদটা পারিনা, Skip করার সুযোগ থাকা সত্ত্বেও সেটায় "Dhdjdjlak" এমন যা মন চায় লিখে দিয়েছি।

বরাবরের মতই আমরা কোয়ালিটি ছেড়ে কোয়ান্টিটির পেছনেই ছুটলাম।



এবার ভুল-শুদ্ধ যাচাইয়ের জন্য আরেকটা

এভেন্ট খুলে রেকর্ড না করলেই নয়!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪২

লিমন আজাদ বলেছেন: এই ভয়টাই করেছিলাম। এতো কম সময়ে সাত লাখ শব্দ ঢুকালে কোয়ালিটির বারোটা বেজে যাওয়ায় স্বাভাবিক।

২| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০৮

হারাতে দিও বলেছেন: ঠিক সেটাই হয়েছে লিমন আজাদ

৩| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ২:১৬

ক্ষতিগ্রস্থ বলেছেন: এই নিয়ে আমি একটা ফেসবুক স্ট্য়াটাস দিয়েছিলাম...

সুখবরের মত শোনাবে, কিন্তু আমি দ্বিধাগ্রস্থ এবং চিন্তিত। ৭ লাখ শব্দ যোগ করেছে সাধারণ মানুষ এবং সর্বসাধারণের বাংলা বানানের জ্ঞানে আমি আস্থা রাখতে পারি না। এই শব্দগুলো কি বাংলা একাডেমি অফিশিয়ালি করতে পারে না? তাহলে একটা স্ট্যান্ডার্ড থাকে, নাহলে বাংলা বানানবিধি একটা দীর্ঘস্থায়ী লেজেগোবরে অবস্থায় পড়তে যাচ্ছে বলে আমি শংকিত। আচ্ছা, এই কাজগুলো বাংলা একাডেমির না হলে আর কার? অনলাইনে নানান সময়ে ড্রপ-ডাউনে মাঝে মাঝে যখন ১০০টা ভাষার মাঝেও বাংলা খুঁজে পাই না, তখন বাংলা একাডেমি নিয়ে আমার মনটা বিতৃষ্ঞায় বিষিয়ে উঠে। আমার কথা কি বাংলা একাডেমির কানে কখনও যাবে?

৪| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৬

হারাতে দিও বলেছেন: বাংলা একাডেমীর কান নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.